নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মুখের এক চিলতে হাসি
আমি বড্ড ভালোবাসি ।
সে মুখে জমলে অভিমান,
কেমনে বলো ভালো থাকি?
যে মুখের একটুকু কথা,
একটু আনন্দের আহ্বান
আমার প্রাণ জুড়ায়।
সে মুখকে কেমনে দূরে রাখি?
এ মুখ যে
অনন্তকালের
অপেক্ষার
উপহার!
এ মুখ যে
শুধুই আমার।
এ মুখ যে
অফুরন্ত ভালোবাসার।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.