নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাব্য বা গল্পে,
হওক না একটু অল্পে।
যদি সে আসে,
আমারে ভালোবাসে।
আমি তো তারই,
অপরূপা অপ্সরী।
তার চোখের মায়ায়
পরম বিশ্বাসে।
মরে গিয়ে ও বেঁচে রব,
তার প্রতিটা নিশ্বাসে।
~ নাঈমা সুলতানা
২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
লিখতে থাকুন সুন্দর সব কবিতা ।