![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রেমে সিক্ত আমি,
তোমাতেই পরিপূর্ণ।
তোমার ছোঁয়ায় এলে আমি,
ভালোবাসায় হই ধন্য।
আমি তো শুধু তোমার মায়ায় ,
নিজেকে জড়াই।
তোমাকে পেলে তোমায় ছায়ায় ,
নিজেকে হারাই।
অনন্ত-অসীম এই প্রেমে,
আমি শুধু তোমারেই চাই।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.