নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার শূন্য খাঁচায়,
ছন্নছাড়ায় ~
পোষা পাখি ~
যত্নে রাখি !
অল্প করে,
গল্প শিখাই ~
টুকরো টুকরো~
স্বপ্ন সাজাই।
আমি একলা হাসি,
রাশি রাশি ~
ভালোবাসি ~
চিরচেনা সেই প্রিয় মুখ !
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.