নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাঈমা সুলতানা চাঁদনী, অসাধারণ সব মানুষদের মধ্যে খুব সাধারণ একজন। লেখালেখি আমার কাছে শিল্প। শৈল্পিক সৃষ্টির ভক্ত আমি। লেখালেখি তেমন একটা পারি না, শিখার তীব্র ইচ্ছা থেকে মাঝে মাঝে ভুলভাল কিছু বর্ণ সাজাই, সাধারণ সব শব্দে মনেরমতো বাক্য সৃষ্টির চেষ্টা করি।

নাঈমা সুলতানা চাঁদনী

নাঈমা সুলতানা চাঁদনী › বিস্তারিত পোস্টঃ

জানি, সে আসবে

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮



তখন ও আমি জানব না যে সে আমার পাশে।
আমি যে সিএনজিতে বসা,
সেই সিএনজির ঠিক পাশ দিয়েই হয়তো তার বাইক যাবে।
দুটি মানুষের একসাথে এক পথে চলার এই সময়ে আমরা কেউ কাউকে চিনব না।
আমি সিএনজি থেকে তাকে প্রিয় বলে ডেকে উঠব না । কারণ তখনও তাকে আমি চিনি না । সে ও আমাকে চিনে না । আমরা কেউই জানি না জীবনের সেই অন্তীম সময়ে, আমরা একজনের ভরসা হব আরেকজন।
কেউ জানি না, সময়ের এই গতিবেগে আমাদের জীবন এক সুতায় বাঁধা পড়বে। একজনের অসুস্থতা আরেকজনের কষ্টের কারণ হবে।
একজনের মুখের এক চিলতে হাসি অন্যজনের সুখের মূল কারণ হবে।
তখনও আমরা কিছু জানব না।
আর আমার ও জানা হবে না,
যে মানুষটার জন্য এই অনন্তকালের অপেক্ষা সে আমার পাশ দিয়েই যাচ্ছে।
যে আমার মনের মণিকোঠায় অনেকটা জায়গা দখল করে আছে সে এই সময়েই আমার সীমানায় ।

অজানা অচেনা এক মায়ায় না জেনেও তার সাথেই বেঁধে আছি ভালোবাসায় ♥।

~ ইতি অপেক্ষা
০৮-০৫-২০১৭

#অপেক্ষার_ডায়েরি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.