নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও পাখি, বলো
তারে নিয়ে চলো ,
করো এলোমেলো
আমার বুকের ভিতরটা।
সে যেন আসে ,
অল্প ভালোবাসে…
ঘুরে ফিরে যায় আমার মনের শহরটা।
সে তো জানে না কিছুই…
সে না রাখলেও খোঁজ,
আমি ভাবি রোজ।
ভাবি তারে বৃথাই।
ভালোবেসে যাই,
নিজেকে হারাই…
শুধু তারই মাঝে !
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.