নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কষ্ট…
না পাওয়ার বেদনা…
রঙিন সুতোয় বেঁধে…
ঘুড়ির সাথে উড়িয়ে দেব আকাশে!
মনময়ূর পাখনা মেলবে…
উড়ে যাবে সব স্মৃতি …
ডানামেলে… দূর নীলে
সে আর কাব্য…দুটোই,
উড়োচিঠি হয়ে,
যাক ভেসে… বাতাসে।
দিনশেষে ভালো থাকুক
দুই প্রান্তের দুটি মানুষ
যে যার মতো করে… ভালোবেসে ।
©somewhere in net ltd.