নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাঈমা সুলতানা চাঁদনী, অসাধারণ সব মানুষদের মধ্যে খুব সাধারণ একজন। লেখালেখি আমার কাছে শিল্প। শৈল্পিক সৃষ্টির ভক্ত আমি। লেখালেখি তেমন একটা পারি না, শিখার তীব্র ইচ্ছা থেকে মাঝে মাঝে ভুলভাল কিছু বর্ণ সাজাই, সাধারণ সব শব্দে মনেরমতো বাক্য সৃষ্টির চেষ্টা করি।

নাঈমা সুলতানা চাঁদনী

নাঈমা সুলতানা চাঁদনী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার ডায়েরি

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১০


এই মস্তবড় শহরে আমি তোমাকে অনেক খুঁজেছি।
চোখ বন্ধ করে স্বপ্ন বুঁনেছি।
এতশত লোকের ভীড়ে,
নীল এই তেপান্তরে সবুজের যেখানে হাতছানি, সেখানেও খুঁজতে বাদ রাখিনি।
কিন্তু আমি তোমাকে পাইনি।
ভুলে-ভুলে ভুলের পালা ভারি করেছি।
চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছি।

বিশ্বাস করো,
আমি তোমায় অনেক খুঁজেছি।
হাজার হাজার কথার ভাঁজে তোমার জন্য তুলে রাখা কথাগুলো আগলে রেখেছি।
তোমায় আমি প্রচন্ড ভাবে খুঁজেছি।
তবু আমি তোমায় পাই নি।
কোথাও পাই নি।

খোঁজতে খোঁজতে আমি ক্লান্ত৷
আর খোঁজ করবো না।
তুমি যেখানেই থাকো,
যেভাবেই থাকো, ভালো থেকো।
যদি কোন দিন নীল আকাশের এই সীমানায় হঠাৎ আমাদের দেখা হয়ে যায়, আমায় তুমি ক্ষমা করে দিও।
তোমাকে খোঁজে বেড়ানোর মহাপাপে আমাকে ভুলেদের দেশে অতিক্রম করাতে যেন আর না পারে, সেই প্রার্থনা করো ।

#অপেক্ষার_ডায়েরি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.