নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাঈমা সুলতানা চাঁদনী, অসাধারণ সব মানুষদের মধ্যে খুব সাধারণ একজন। লেখালেখি আমার কাছে শিল্প। শৈল্পিক সৃষ্টির ভক্ত আমি। লেখালেখি তেমন একটা পারি না, শিখার তীব্র ইচ্ছা থেকে মাঝে মাঝে ভুলভাল কিছু বর্ণ সাজাই, সাধারণ সব শব্দে মনেরমতো বাক্য সৃষ্টির চেষ্টা করি।

নাঈমা সুলতানা চাঁদনী

নাঈমা সুলতানা চাঁদনী › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেডানা

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:১৩



মাঝে মাঝে দূর অজানায় হারিয়ে যেতে খুব ইচ্ছে করে।
ইচ্ছে করে এমন কোথাও চলে যাই যেখানে ইন্টারনেট নেই, নেই পড়ালেখার কোন চাপ, নেই কোন রেস্পসিবিলিটি, নেই কোন হতাশা,
এক্সপেকটেশন … কিচ্ছু নেই।
নেই যান্ত্রিকতা… নেই কোলাহল ।
শুধু আছে,
সবুজ প্রকৃতি… যেখানে প্রাণখুলে নিশ্বাস নেয়া যায়।
শীতের হিম কুয়াশা ভেজা ঘাসে নুপুর পায়ে হেঁটে চলা যায়...
ঘাসের শীতল ছোঁয়ায় মন জুড়িয়ে যায়।

সমুদ্রের নোনাজলে পা ভিজিয়ে রাখা যায়।
ঠান্ডা লাগবে, উঠে আসো…বলে পরম স্নেহজড়ানো শাসন পাওয়া যায়।

যেখানে, অচিন পথের পথিক হতে রেল লাইনে খালি পায়ে কারো হাতে হাত রেখে পরম বিশ্বাসে - স্বস্তির নিঃশ্বাসে ছুঁটে চলা যায়…যতদূর চোখ যায়।

যেখানে কোন হারানোর ভয় নেই, যা আছে সব পরম প্রাপ্তি ❤

#ইচ্ছেডানা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.