![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু, আজ একটু ব্যস্ত আছি, অন্য এক দিন দেখা হবে,
একটু ব্যস্ততা আমার এখনো শেষ হয়নি বন্ধু, তাই আজও দেখা হলোনা।
বন্ধু তোমায় মনে পড়ে, বিরামহীন বৃষ্টিতে আটকেপরা সেই চায়ের দোকানে,
যেখানে এক কাপ চা, কিন্তু আড্ডাটা ছিল ভরপুর।
স্মৃতির এ্যলবাম হাতরালে মনেপড়েনা, একা এখানে চা খেয়েছি কখনো।
হাতে গরম পুরি, তুমি পথে!.. দোকানী চা বানানোর অপেক্ষায়,
অধৈর্য্য আমি রেগে,- শালা!, এত দেরি করলে কেন?
বকা খেয়ে হেসেছ.. তবু আনন্দের কমতি ছিলনা।
আজও চা খায়, আড্ডা দিই, কিন্তু অন্য কারো সাথে।
বন্ধু, আজ একটু ব্যস্ত আছি, অন্য এক দিন দেখা হবে?
একটু ব্যস্ততা আমার এখনো শেষ হয়নি বন্ধু, তাই আজও দেখা হলোনা।
ক্লাস শেষে কার্ড খেলা ছিল যেন নেশা,
চার হাত মেলানেরা অপেক্ষাই কত সময় তিনজনকেই না খেলতে হয়েছে।
ঘামে ভেজা ক্লান্ত শরীর, ক্লান্তি নিয়ে স্নান করা, কার আগে কে বাথরুমে যাবে,
কে কার আগে খাবার প্লেটটা দখল করেবে তাই নিয়ে কত কুস্তাকুস্তি?
আর সিঙ্গেল বেডে দু’জনের চাপাচাপি করে ঘুমানো।
বন্ধু খাটটি অনেক বড়, তাই চাপাচাপি করে ঘুমাতে হয়না।
বন্ধু, আজ একটু ব্যস্ত আছি, অন্য এক দিন দেখা হবে,
একটু ব্যস্ততা আমার এখনো শেষ হযনি বন্ধু, তাই আজও দেখা হলোনা।
শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে বসা,
১০ টাকার বাদাম নিয়ে চিল্লাচিল্লি করে খাওয়া।
তার মাঝে কিছু সুখ, দুঃখের কথা, বিষয়- চাকরি পাওয়া, না পাওয়া,
এরই মাঝে সদ্য যাওয়া কোন নারীকে, দুষ্ট কখার ঝড়ে মেতে উঠা।
এখন কারো সাথে একান্তে কথা বলি, বন্ধু তোমাকে অবিশ্বাসের ঝুলিতে বন্দি করে।
বন্ধু, আজ একটু ব্যস্ত আছি, অন্য এক দিন দেখা হবে,
একটু ব্যস্ততা আমার এখনো শেষ হযনি বন্ধু, তাই আজও দেখা হলোনা।
এখন বিছানা আলাদা, আলাদা বিছানা থেকে আলাদা রুম,
আলাদা রুম থেকে আলাদা বাসা,
কাছ থেকে দূর, দূর থেকে সৃষ্টি হয়েছে দূরত্বের।
যদিও পথের দূরত্ব কম, মনের দূরত্বটা বাড়াতে আমরা সক্ষম হয়েছি।
তবু ভাল আছি বন্ধু, তোমাকে ভুলে যাইনি, মনে রেখেছি,
মাঝে মাঝে অযোগ্য তোমার কথা নতুন একান্ত আপনজনদের কাছে বলি।
আর বলতে চাই, যেখানেই থাক ভাল থেকো।
অবসরে যদি খুব বেশি মনে পড়ে, কেউ না থাকে পাশে।
ফোন করো..!!
২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: যথেষ্টই গ্রহণযোগ্য। ব্লগে স্বাগতম।
৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: স্বাগতম নক্ষত্রের আমিকে
৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
নক্ষত্রের আমি বলেছেন: ধন্যবাদ, প্রেরণা যোগানোর জন্য.
৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বন্ধু তোমায় মনে পড়ে, বিরামহীন বৃষ্টিতে আটকেপরা সেই চায়ের দোকানে,
যেখানে এক কাপ চা, কিন্তু আড্ডাটা ছিল ভরপুর।’’,,,,,,,,,,,,ওহ্ সাংঘাতিক সুন্দর,,,,,,,,,,,কিভাবে লিখলে এত সুন্দর করে !!!!!!!!!!!!
৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:২৪
নক্ষত্রের আমি বলেছেন: লাইলী, অনেক ধন্যবাদ লেখাটি পছন্দ করার জন্য। আসলে লেখা সব সময় আসে না। যখন মন চাই তখন লেখি, তবে খুব কষ্ট নিয়ে লিখেছি..
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬
নক্ষত্রের আমি বলেছেন: বন্ধুরা, এটি আমার প্রথম পোস্ট। জানি না কতটা গ্রহণ যোগ্যতা পাবে আপনাদের কাছে.