নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর পছন্দ করতে নতুন সম্পকে জানতে

নক্ষত্রের আমি

নক্ষত্রের আমি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা এত সহজ?

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

ভালবাসা এত সহজ?

অবুঝের মত ভালবেসে, বাস্তবতাকে না ভেবে,

ভাললাগাকে প্রশয় দিয়ে মুঠো ফোনের বোতাম চেপে

হ্যাঁ, না, তাই ইত্যাদি কত টেক্সট পাঠিয়েছি!

অনধিকারের সহজ বাক্যালাপে

কখনো অপ্রস্তুত, কখনো ভাবিয়ে তুলেছি,

কখনোওবা চেষ্টা করেছি অন্তরের কিছু শুনতে।

ভুলেই গিয়েছিলাম পাথর মানবে মাথা ঠুকে

মিথ্যা চেষ্টার ঝুলিকে বুকে ধরে,

নিজেকে সমাহিত করার ব্যার্থ প্রয়াস বারবার।



বাস্তব অবাস্তবের ধার না ধেরে,

অসম্ভাবের লাগাম টেনে ধরে

তোমাতে আমাতে মিলনের স্বর্গ সুখের

স্বপ্নে বিভোর আমি বলি, আমি প্রস্তুত..!

ভালবাসার দরজায় এসে কড়া নেড়ে

ভালবাসার কাছে কড়া কথা শুনে,

স্বপ্নকে বিদায় জানাই করজোড়ে ক্ষমা চেয়ে।

ভালবাসা এত সহজ? তাই এখনো ভালবাসা খুঁজি

ভালবাসা পাওয়ার অনিশ্চিত অপেক্ষায়।



এখনো তোমার ভাললাগা, না লাগাকে

আঁকড়ে ধরি, তোমাকে পাবার চেষ্টাতে।

এখনো তোমার ঈশ্বরকে পূজি,

শুধুই তোমার ক্ষমা পেতে।

এখনো রাতের তারার কাছে পাঠ করি,

তোমার আমার কল্পপ্রেমের কাহিনী।

প্রতিদিন স্বপ্নে টের পাই, তোমার অস্তিত্ব

খুঁজি, আমার শরীরে তোমার ভালবাসার স্পর্স।

আর তুমি বার বার ধিক্কার জানাও

কেন এত হেলাফেলা, কেন এত অবহেলা?



জানি, কখনো কথার ফুলঝুড়িতে

কখনো হেসে, কখনো অভিমান,

আপন করতে আর আসবেনা ফিরে।

জানালায় উঁকি দিয়ে রাতের চাঁদকে বলি,

ওগো বন্ধু! তুমি আমার নির্বাক স্বাক্ষী

যখন আমি থাকবনা, জানিও আমার প্রিয়কে

ওপারে গিয়েও আমি তার জন্য অপেক্ষা করব

ভাল না বাসুক, ধিক্কার যেন না দেয়....

যাকে বারটি বছর ধরে বুকের মধ্যে লালন করছি

এই বঞ্ছিতা আমি.।

ভালবাসা এত সহজ?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০৮

adder69 বলেছেন: ভালো হইছে

২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: নাহ !

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:১১

শ্রাবণ জল বলেছেন: না। সহজ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.