![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রসরাজ জামিন পেতেই পারেন"???!!! এমন শিরোনাম নাম ছিল ৩ ই ডিসেম্বর "দৈনিক প্রথম আলোর" প্রথম পাতায়।এই হল সেই রসরাজ যে কাবা ঘরের উপর শিবের মূর্তি এডিট করে স্হাপন করে নাসিরনগরে দাঙ্গা বাধানোর মূল কারিগর। পূরো সংবাদ পড়লে বুঝবেন এই রসরাজের জন্য প্রথম আলো গংদের চোখের রসের নিঃসরণ যেন থামছেই না।তার ১ মাস??!!! জেলে থাকার কারণে তার মানবাধিকার নাকি ওষ্ঠা খাচ্ছে!!!(অথচ বাবার রাজনৈতিক কারণে ৮ বছরের ছেলে মাসের পর মাস জেলে থাকলেও তখন তাদের মানবাধিকার পানিতে পড়ে না!!) এর জন্য গাদাগাদা যুক্তি খাড়া করছে?আচ্ছা নাসিরনগরে দাঙ্গার মিথ্যা মামলায় এ পর্যন্ত শতাধিক অসহায় মানুষ কারাগারে পাঠানো হয়েছে।কই তাদের মায়াকান্না দেখা যাচ্ছে না! কিন্তু এক মালুর তাদের এত মায়াকান্না!!!? এর পর যদি প্রথম আলুকে কেউ নিরপেক্ষ পত্রিকা বলে তাহলে বুঝবেন ঐ লোক নির্ঘাত "র" এর পক্ষের লোক।
©somewhere in net ltd.