![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারায়ণগঞ্জে ডাঃসেলিনা হায়াৎ আইভি খুবই জনপ্রিয় মুখ।নারায়ণগঞ্জের বন্দর ও সিদ্ধিরগন্জ এলাকায় রাস্তায় যারা চলাচল করেন তারা অাইভির উন্নয়ন কর্মকান্ডের চিত্র নিজ চোখে দেখতে পাবেন। এলাকার দিন মজুর,খেটে খাওয়া মানুষ বিশেষ করে নারীদের কাছে খুব ই জনপ্রিয় একজন জন প্রতিনিধি।স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইভি নির্বাচন করলে অন্য যে কারো ই নির্বাচনে টিকে থাকা কঠিনই হত(তা তিনি যে কেউ হোন না কেন)। কিন্তু এবার নির্বাচন হচ্ছে আওয়ামীলীগ ও বি এন পি বা নৌকা ও ধানের শীষের মাঝে।এ সরকারের ৮ বছরের শাসন আমলে নারায়ণগঞ্জ আওয়ামী জুলুম ও অত্যাচারের শিকার অসংখ্য মানুষ।বি এন পি, জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের এমন কোন নেতা বা দায়িত্বশীল নাই যারা জেলে যান নাই বা মামলা খান নাই।( নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের শত শত নেতা কর্মীকে জেলে পাঠানো হয়েছে,মামলা দেওয়া হয়েছে, অনেককে গুলি করা হয়েছে, শত শত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে,হাজার হাজার ইসলামী বই জিহাদী বইয়ের নামে লুট করা হয়েছে,অনেক অফিস মেস গুড়িয়ে দেওয়া হয়েছে,আসবাব পত্র লুট করা হয়েছে এমনকি ছাত্রকল্যাণের চাল ও বাদ যায় নি)সুতরাং আইভির নৌকার প্রতীকে ভোট দেওয়ার সময় অবশ্য ই আওয়ামী বর্বরদের বর্বরতার চিত্র,জলুমের চিত্র ভোটারদের চোখের সামনে ভাসবে।যে ক্ষেত্রে যারা আইভিকে নিশ্চিত মেয়র হিসেবে ধরে নিচ্ছেন তাদের স্বপ্ন মিথ্যা ও হতে পারে।যদি সুষ্ঠু নির্বাচন হয়, বি এন পির সকল groupসহ বিশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ঝাপিয়ে পড়ে তাহলে সকল জন জরিপ,মিডিয়ার পক্ষপাতিত্,অপপ্রচার স্বত্তে ও যদি "আইভি যদি হিলারী বা এড সাখাওয়াত হোসেন যদি ট্রাম্প" বনে যান তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।
©somewhere in net ltd.