নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শপথ নিয়েছি খোদার তরেই প্রাণ বিলিয়ে দেব,ঝড় তুফানে,প্রাণ যদি উড়ে যায় মরণে স্বাদ না পাব\"

নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

ইসলামী রাষ্ট্র যে ভাবে প্রতিষ্ঠিত হবে

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

১। ইসলামের প্রাণ শক্তির সাথে সামঞ্জস্যশীল একটি আন্দোলন প্রয়োজন।২। এই আন্দোলনের নেতা বা কর্মী হবার যোগ্যতা তারা রাখবে যারা মানবতার এ বিশেষ ছাচে নিজেদের গড়ে তুলতে পারবে।৩।এমন একটা শিক্ষা ব্যবস্হা গড়ে তুলতে হবে যা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় এমন সব বিশেষজ্ঞ তৈরী করবে যারা নিজেদের মনমানসিকতা,ধ্যানধারণা ও চিন্তা দর্শনের দিক থেকে হবে পূর্ণ মুসলিম।যারা খোদাদ্রোহী চিন্তা নায়কদের মোকাবেলায় নিজেদের বুদ্ধিবৃত্তিকক নেতৃত্ব (Intellectual leadership) -কে বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করার পূর্ণ যোগ্যতা রাখবে।৪।সমাজের বুকে ছড়িয়ে থাকা ভ্রান্ত জীবন ব্যবস্হার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।৫।নেতৃবৃন্দকে বিপদ, মুসীবত ও অত্যাচার নির্যাতন সহ্য করে, ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করে, মার খেয়ে খেয়ে এবং জীবন দিয়ে নিজেদের ঐকান্তিক নিষ্ঠা ও মজবুত সংকল্পের প্রমাণ পেশ করতে হবে।৬।সংগ্রামের ময়দানে যে আদর্শের পতাকাবাহী হিসেবে তারা অবতীর্ণ হয়েছে,তার প্রতিটি কথা ও কাজে সে আদর্শ প্রতিফলিত হতে হবে যাতে দুনিয়ার সবার সামনে একথা দিবালোকের মত স্পষ্ট হয়ে যায় যে,যে আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহবান যারা জানাচ্ছে তাতেই মানুষের জন্য সুবিচার,শান্তি ও কল্যাণ নিহিত রয়েছে।৭।সমাজের সব সৎ লোক ধীরে ধীরে এই আন্দোলনে শরীক হয়ে যাবে।৮।হীন ও নিকৃষ্ট পথের অনুসারীদের প্রভাব ধীরে ধীরে সমাজ থেকে বিলীন হতে থাকবে।৯।জনগণের চিন্তা চেতনায় সৃষ্টি হবে এক প্রচন্ড বিপ্লব।সমাজ থেকে উন্থিত হবে সেই রাষ্ট্র ব্যবস্হা প্রতিষ্ঠার তীব্র দাবী।১০।অবশেষে এক অবশ্যম্ভবাী ও স্বাভাবিক পরিণতির ফলে সে কাংখিত রাষ্ট্র ব্যবস্হা প্রতিষ্ঠিত হয়ে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.