নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শপথ নিয়েছি খোদার তরেই প্রাণ বিলিয়ে দেব,ঝড় তুফানে,প্রাণ যদি উড়ে যায় মরণে স্বাদ না পাব\"

নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

শিবিরের সদস্য সম্মেলনের খোজ পেতে গোয়েন্দাদের দৌড় ঝাপ

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের খোজে গোয়েন্দারা" এমনই একটা নিউজ করেছিল প্রভাবশালী আওয়ামী নিউজ পোর্টাল "bangla tribune".।আসলে এদের কাজ ই হল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এর নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে রিপোর্ট করে সংগঠনের জনশক্তিদের মাঝে বিভ্রান্তি তৈরী করা। আলহামদুলিল্লাহ্‌ প্রায় সকল ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। পুরো নিউজটা পড়লে বুঝতে পারবেন এক অজ্ঞাত গোয়েন্দার বরাত দিয়ে বলা হয়েছে" শিবির নাকি ঢাকার!কোন এক মিলনায়তনে সদস্য সম্মেলন করার জন্য চেষ্টা করছে!!? এসব জায়গা(পল্টন,বনশ্রী এসব এলাকা) নাকি??গোয়েন্দাদের নজরদারীতে আছে!!!?" তারা আরো বলছে" শিবিরের কেন্দ্রীয় নেতারা যারা ঢাকায় আসছে!!!তাদের ও নাকি?নজরদারীতে রাখা হচ্ছে।!!" আর এসব গোয়েন্দারা নাকি পণ করেছে!!( হাসব না কাদব বুঝতে পারছি না) শিবিরকে নাকি সদস্য সম্মেলন করতে দিবে না!!" এটা পড়ে একজন সদস্য হিসেবে হাসতে হাসতে আমার পেট ব্যথা শুরু হল। আসলে এরা শিবিরকে চিনতেই পারে নি। শিবিরের policy ও strategy সম্পর্কে এদের কোন ধারণাই নেই।
আলহামদুলিল্লাহ! বাংলাদেশে শিবির একমাত্র সংগঠন যাদের সদস্যরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কোথাও জড়ো না হয়ে ও তাদের "কেন্দ্রীয় সভাপতি নির্বাচন" করে।সুতরাং যেসব গোয়েন্দারা শিবিরের সম্মেলনের খোজ করে শিবিরের দায়িত্বশীলদের পাকড়াও করার দিবা স্বপ্ন দেখছে তারা যে বোকার স্বর্গে বাস করছে তা বলা উচিত।গোয়েন্দাদের ভাবা তারা যদি গাছের ডালে ডালে চলে,তাহলে শিবির নেতারা আলহামদুলিল্লাহ! গাছের পাতায় পাতায় চলে!! লিংকঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.