নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আসুন, জেনে নিই পবিত্র কুরআনের মজার পরিসংখ্যান- ২

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

পবিত্র কুরআন সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ



প্রশ্নঃ মাক্কী সূরাহর মৌলিক বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ ১) তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহবান। জান্নাত-জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক।
২) মুশরকিদের খুন-খারাবী, ইয়াতীমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ।
৩) সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ।
৪) নবী মুহাম্মাদ 'সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' কে সান্তনা দেয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী-রাসূলদের কাহিনীর অবতারনা, এবং কিভাবে তাঁদের সমপ্রদায়ের লোকেরা তাঁদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা।

প্রশ্নঃ মাদানী সূরাহর মৌলিক বৈশিষ্ট্য কি কি?
উত্তরঃ (১) ইবাদত, আচার-আচরণ, দন্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম-নীতি, শাসন প্রণালী অন্যান্য বিধি-বিধানের আলোচনা।
(২) আহলে কিতাব তথা ইয়াহুদী খৃষ্টানদেরকে ইসলামের প্রতি আহবান।
(৩) মুনাফিকদের দ্বিমুখী নীতির মুখোশ উম্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তার আলোচনা।
(৪) সংবিধান প্রণয়ণের ধারা ও তার লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা।

প্রশ্নঃ মাদানী সূরাহ পরিচয়ের নিয়ম কি?
উত্তরঃ (১) যে সকল সূরায় কোন কিছু ফরয করা হয়েছে বা দন্ডবিধির আলোচনা করা হয়েছে।
(২) যে সকল সূরায় মুনাফেকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে।
(৩) যে সকল সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে।
(৪) যে সকল সূরাহ “ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানূ” দ্বারা আরম্ভ হয়েছে।

প্রশ্নঃ মাক্কী সূরার সংখ্যা কতটি?
উত্তরঃ ৮৬ টি সূরাহ।

প্রশ্নঃ মাদানী সূরার সংখ্যা কতটি?
উত্তরঃ ২৮ টি সূরাহ।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতে ‘আল্লাহ্‌' শব্দটি আছে?
উত্তরঃ সূরা মুজাদালা। (৫৮ নং সূরা)

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন কোন সূরাহ ‘আল হামদুলিল্লাহ' দ্বারা শুরু হয়েছে?
উত্তরঃ সূরাহ ফাতিহা, সূরাহ আনআম, সূরাহ কাহাফ, সূরাহ সাবা ও সূরাহ ফাতির। (সূরাহ নং যথাক্রমে, ১,৬,১৮,৩৪ ও ৩৫)

প্রশ্নঃ পবিত্র কুরআনে ছয়জন ব্যক্তির নাম উল্লেখ আছে যাঁরা সকলেই নবীর পুত্র নবী ছিলেন।
উত্তরঃ (১) ইবরাহীমের পুত্র ইসমাঈল আলাইহিমাসসালাম।
(২) ইবরাহীমের পুত্র ইসহাক আলাইহিমাসসালাম।
(৩) ইসহাকের পুত্র ইয়াকূব আলাইহিমাসসালাম।
(৪) ইয়াকূবের পুত্র ইউসুফ আলাইহিমাসসালাম।
(৫) যাকারিয়ার পুত্র ইয়াহইয়া আলাইহিমাসসালাম।
(৬) দাউদের পুত্র সুলাইমান আলাইহিমাসসালাম।

প্রশ্নঃ পবিত্র কুরআনে জাহান্নামের ৬টি নাম উল্লেখ হয়েছে। উহা কি কি?
উত্তরঃ (১) জাহান্নাম (সূরাহ নাবা: 21)
(২) সাঈর (সূরাহ নিসা: 10)
(৩) হুতামা (হুমাযা: 4)
(৪) লাযা (সূরাহ মাআরেজ: 15)
(৫) সাক্বার (সূরাহ মুদ্দাসসির: 42)
(৬) হাভিয়া (সূরাহ কারিয়া: 9)

প্রশ্নঃ কুরআনের কোন সূরায় মুবাহালার আয়াত রয়েছে?
উত্তরঃ সূরা আলে ইমরান - আয়াত নং- ৬১।
মুবাহালা: হক ও বাতিলের মাঝে দ্বন্দ্ব হলে, বাতিল পন্থীর সামনে যাবতীয় দলীল-প্রমাণ উপস্থাপন করার পরও সে যদি হঠকারিতা করে, তবে তাকে মুবাহালার জন্য আহবান করা হবে। তার নিয়ম হচ্ছেঃ উভয় পক্ষ নিজের স্ত্রী, সন্তান-সন্ততিকে উপস্থিত করবে, অতঃপর প্রত্যেক পক্ষ বলবে, আমরা যদি বাতিল পন্থার উপর প্রতিষ্ঠিত থাকি, তবে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা’নত (অভিশাপ)। এটাকেই বলে মুবাহালা।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্‌ সূরার কোন্‌ আয়াতে ব্যভিচারের দন্ডবিধির আলোচনা আছে?
উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ২।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কত নং আয়াতে ওযুর ফরয সমূহ উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সূরা মায়েদা - আয়াত নং- ৬।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দন্ডবিধি উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা মায়েদা - আয়াত নং- ৩৮।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ৪।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে
বলা হয়েছে?
উত্তরঃ সূরা নূর- আয়াত নং ৩০-৩১।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মীরাছ (উত্তরাধীকার সম্পদ বন্টন) সম্পর্কে আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা নিসা- আয়াত নং- ১১, ১২ ও ১৭৬।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেয়া হয়েছে?
উত্তরঃ সূরা নিসা - আয়াত নং- ২৩, ২৪।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে যাকাত বন্টনের খাত সমূহ আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা তওবা- আয়াত নং- ৬০।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে ছিয়াম সম্পর্কিত বিধি-বিধান উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা বাক্বারা - আয়াত নং ১৮৩-১৮৭।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহনের দুআ উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সূরা যুখরুফ- আয়াত নং- ১৩।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি
দরূদ পড়ার আদেশ করা হয়েছে?
উত্তরঃ সূরা আহযাব- আয়াত নং ৫৬।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা তওবা - আয়াত নং- ২৫, ২৬।

প্রশ্নঃ কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সূরা আনফাল। (আয়াত নং : 5-19, 41-48, 67-69)

প্রশ্নঃ কোন সূরায় বনী নযীরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা হাশর। (আয়াত নং ২-১৪)

প্রশ্নঃ কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা আহযাব (আয়াত নং ৯-২৭)।

প্রশ্নঃ কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা তওবা (আয়াত নং ৩৮-১২৯)।

প্রশ্নঃ কোন সূরায় নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা তওবা (আয়াত নং ৪০)

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হারূত-মারূতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ১০২।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে কারূনের কাহিনী উল্লেখ আছে?
উত্তরঃ সূরা ক্বাছাছ আয়াত ৭৬-৮৩।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ)এর সাথে হুদহুদ পাখীর ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা নমল আয়াত নং ২০, ৪৪।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং ১৪২-১৫০।

প্রশ্নঃ কোন সূরায় নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইসরা-মেরাজের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বানী ইসরাঈল (আয়াত নং ১) ও সূরা নজম (আয়াত: ৮-১৮)

প্রশ্নঃ কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা ফীল।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে যুল ক্বারানাইন বাদশাহর ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা কাহাফ- আয়াত নং- ৮৩-৯৮।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ত্বালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ২৪৬-২৫২।

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে মসজিদে আক্বসার কথা উল্লেখ আছে?
উত্তরঃ সূরা বানী ইসরাঈল - আয়াত নং-১

প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে?
উত্তরঃ সূরা নূর – আয়াত নং- ৫৮, ৫৯

প্রশ্নঃ সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চ:স্বরে কুরআন পাঠ করেন?
উত্তরঃ আবদুল্লাহ্‌ বিন মাসউদ (রাঃ)।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি ওমর (রাঃ)এর ইসলাম গ্রহণের কারণ ছিল?
উত্তরঃ সূরা ত্বাহা।

প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে কোন পরিবর্তন পরিবর্ধন হবে না।
আল্লাহ নিজেই তার হেফাযতের দায়িত্ব নিয়েছেন। কথাটি কোন সূরার কত নং আয়াতে আছে?
উত্তরঃ সূরা হিজ্‌র ৯ নং আয়াত।

সম্মানিত ব্লগার বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, উপস্থাপিত তথ্যে কোন অসামাঞ্জস্যতা পরিলক্ষিত হলে দয়া করে জানালে কৃতজ্ঞতা থাকবে। আল্লাহ পাক আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

নোট:
প্রতিবেদন প্রনয়নে সহযোগিতা নেয়ায় কৃতজ্ঞতা ইসলাম ধর্ম ব্লগ এর প্রতি।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

সুয়েব আহমেদ খান বলেছেন: ভাল লাগলো ভাল লাগা রেখে গেলা❤️❤️

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় সুয়েব আহমাদ,
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা। পোস্ট ভাল লেগেছে জেনে আনন্দিত।

ভাল থাকুন নিরন্তর।

২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ।








ভালো থাকুন নিরন্তর।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



প্রিয় দেশ প্রেমিক বাঙালী,
কৃতজ্ঞতা অশেষ।

অাল্লাহ পাক আপনাকেও কুশলে রাখুন।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকৃত হলাম।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



এই ব্লগে আপনি আমার প্রিয় ব্যক্তিত্ব। আপনার আগমন আনন্দের কারন।

মহাগ্রন্থ আলকুরআনের সাথে যাদের অবিচ্ছেদ্য বন্ধন হৃদয় আর আত্মার, তাদের এই আলোচনা মুগ্ধ করবে বলে বিশ্বাস করা যায়।

আল্লাহ পাক আপনাকে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দিন।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগার পোস্ট

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৮

নতুন নকিব বলেছেন:



প্রিয় নূরু ভাই,
মহাগ্রন্থ আল কুরআনের প্রতি প্রানের টান অনুভব করা যায় আপনার সজীব উপস্থিতিতে।

ভাল থাকুন।

৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অব্যাহত মেহন্নত আল্লাহ কবুল করুক।

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় সত্যের ছায়া,
আল্লাহ পাক আপনার দোআ কবুল করুন। আমাদের জন্য এবং আপনার জন্যও।

৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

শামছুল ইসলাম বলেছেন: দরকারী পোস্ট ।
প্রিয়তে শোভা পাক !!!!

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫০

নতুন নকিব বলেছেন:



প্রিয় শামছুল ইসলাম,
যাযাকুমুল্লাহ। প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা।

ভাল থাকুন।

৭| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে আসায় মোবারকবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.