নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
কুরআনুল কারীমে আল্লাহ সুবহা-নাহু ওয়াতাআ'-লা আমাদের মত গোনাহগার বান্দাদের জন্য অভয় বানী শুনিয়েছেন। পাপ করেছ? অন্যায় করেছ? অপরাধ করেছ? হতাশ হওয়ার কিছু নেই। তোমার অপরাধ ক্ষমা করার জন্যই তো আমি রহীম, রহমান, গফূর, গাফফার নাম ধারন করেছি। তোমাকে পাপমুক্ত করতেই তো অামার আনন্দ। তুমি একটু আমার দিকে ফিরে এসো। বান্দা, তুমি একটিবারের জন্য একটু অনুতপ্ত হও। মাথা নিচু করে দিয়ে চোখের দু'ফোটা অশ্রু ঢেলে দাও। আমার কাছে একটু আঁকুতিতে হৃদয়টা বিচূর্ন করো। বুকের ভেতরটায় অনুশোচনার হাহাকারগুলোতে উত্তাপ সৃষ্টি করো। বান্দা, তোমাকে ক্ষমা করার জন্যই তো আমি অপেক্ষমান। আমার কাছে ফিরে এসো। আমার রহমতের অথৈ পাথারে একটু সাতার কাটো। আমার দয়ার আশীষধারার শ্রাবন প্লাবনে একটু ভিজে ওঠো। সিক্ত হও। নিজেকে সিক্ত করো। আমি তোমাকে মুক্ত করে দেবো। তুমি একটু রিক্ত হও। আমি তোমাকে পূর্ন করে দেবো। তুমি নিজেকে উজাড় করো। আমি তোমাকে ভরিয়ে দেবো। তুমি আমার জন্য অন্তরটাকে একটু খালি করো। তোমার হৃদয়টা আমি কানায় কানায় ভরিয়ে দেবো। আহ! তাঁর অনুপম ইরশাদ-
وَالَّذِينَ إِذَا فَعَلُواْ فَاحِشَةً أَوْ ظَلَمُواْ أَنْفُسَهُمْ ذَكَرُواْ اللّهَ فَاسْتَغْفَرُواْ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ اللّهُ وَلَمْ يُصِرُّواْ عَلَى مَا فَعَلُواْ وَهُمْ يَعْلَمُونَ
তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৫।
أُوْلَـئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৬।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯
নতুন নকিব বলেছেন:
এ্যাট দ্য সেইম টাইম, দু'টি পোস্টই তৈরি হয়ে গেল। হাতে না রেখে পাবলিশ করে দিলাম। ইতিপূর্বে সম্ভবত: এরকম কখনও করিনি। কোনো সমস্যা হয় কি?
আসলে, পোস্ট দেয়ার উদ্দেশ্য তো মানুষের কল্যানে যদি এই লেখা সামান্যতম কাজেও আসে।
আপনার মূল্যবান মন্তব্য ভাল লাগলো। ভাল থাকবেন।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। কৃতজ্ঞতা অশেষ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল তারেক ভাই, নকিব ভাই। নকিব ভাই পোস্ট যদি ছোট হয়, আপনি দুটি পোস্ট দিতে পারেন। তবে একটু বিরতিতে।
"তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্যক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না। সূরাহ সূরা আল ইমরান, আয়াত-১৩৫।"
---- আমর গান শোনার ভুত, মাথা থেকে যায়। তাবিজ দিন।।
আপনাকে একটা বিষয়ে লিখতে বলেছিলাম।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০
নতুন নকিব বলেছেন:
জ্বি, এখন থেকে তাই করার চেষ্টা করব। বিরতি নিয়ে পোস্ট দিব।
কথা রক্ষার্থে তাবিজ দিতে হল। এই নিন- গান শোনার পরিবর্তে আপনি সুন্দর সুন্দর গজল, ইসলামী সঙ্গিত যেগুলো বাদ্য যন্ত্র ছাড়া গাওয়া হয়- শুনতে পারেন। কুরআনুল কারীমের তিলাওয়াত আপনার সবচে' বেশি কাজে দিবে- আশা করা যায় ইনশা-আল্লাহ। কাজে-কর্মে লিপ্ত থাকাবস্থায়ও মুখে নিচু স্বরে অপারগতায় মনে মনে আল্লাহ পাকের জিকির করার অভ্যাস করা দরকার। বিশ্বাস রাখতে হবে, জীবনের যেহেতু কোনো গ্যারান্টিই নেই। আজকের দিনটিই হতে পারে পৃথিবীতে আমার শেষ দিন।
আপনার কথাটা চিন্তায় রয়েছে। ইনশা-আল্লাহ চেষ্টা করব।
অনেক ভাল থাকুন।
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ নকিব ভাই।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
নতুন নকিব বলেছেন:
সুন্দর একটি মন্তব্য নিয়ে হাজির হলেন বলে মোবারকবাদ আপনাকে।
অনেক ভাল থাকুন।
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১
তারেক ফাহিম বলেছেন: গরুত্বপূর্ণ পোষ্ট ++
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬
নতুন নকিব বলেছেন:
কুরআনুল কারীমের এই রকম কিছু কিছু আয়াত রয়েছে, যা দেখে আমি বিস্মিত হই। সর্বোতব্যাপী বহমান আল্লাহ পাকের দয়ার কথা ভাবলে নিশ্চিন্ত হয়ে যাই। তাঁর কঠোর শাস্তির আয়াতগুলো পড়লে শিউরে উঠি।
আল্লাহ পাক, আমাদের ক্ষমা করুন আপনি। আপনার কাছেই ফিরে ফিরে আসি।
পাঠ এবং সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সকাল সকাল সুন্দর একটা পোস্ট দেখে মনটা প্রশান্তিতে ভরে উঠল। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। আমীন।
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১
নতুন নকিব বলেছেন:
আপনার আগমন শুভ হোক। সম্রাট এলে তো আমাদের ভাগ্য এমনিতেই মা-শা-আল্লাহ খুলে যাবে। কারন, আমরা তো সাধারন জনতা। সম্রাট নিশ্চয়ই খালি হাতে আসবেন না। এটা তাকে মানায় না।
প্রানস্পর্শী মন্তব্যে বিমোহিত হলাম। অনেক ভাল থাকার দুআ।
৭| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
এ আর ১৫ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন ------ আমর গান শোনার ভুত, মাথা থেকে যায়। তাবিজ দিন।।
এবার তাবিজ বিক্রেতা তাবিজ দিয়েছেন ---- কথা রক্ষার্থে তাবিজ দিতে হল। এই নিন- গান শোনার পরিবর্তে আপনি সুন্দর সুন্দর গজল, ইসলামী সঙ্গিত যেগুলো বাদ্য যন্ত্র ছাড়া গাওয়া হয়- শুনতে পারেন। কুরআনুল কারীমের তিলাওয়াত আপনার সবচে' বেশি কাজে দিবে- আশা করা যায় ইনশা-আল্লাহ।
এবার আসা যাক গানটা কি জিনিস --- গানের ৩টা বৈশিষ্ঠ আছে যা দিয়ে গানের অবকাঠামো গঠিত যেমন কথা ( লিরিক্স) , সুর (টিউন ) এবং তাল ( রিদম ) ---- এই ৩টা জিনিসের কম্বিশনে সৃষ্ঠি হয় গান । গানের কথা সুর তাল ভালো বা খারপ হতে পারে । এই ৩টা উপাদান নিয়েই গানের সৃষ্ঠি ;
এবার তাবিজ বিক্রেতা বলেছেন গজল শুনতে ---- গজল কি গান নহে ??? গজলের ভিতর কি কথা সুর তাল নেই । গজল শব্দের অর্থ কি ??? এর অর্থ প্রেমের গান এবং সেই প্রেমের গান মুলত প্রিয়াকে নিয়ে । যেমন মেহেদি হাসানের বিখ্যাত গজলের কথা --- এক দিলরুবা হ্যায় দিলমে যো হুর সে কাম নেহি ( দিলে ভিতরে এমন এক প্রিয়তমা আছে যার জন্য আমার বেহেস্তের হুরের দরকার নেই )
ওনার ২য় দাবাই ---- ইসলামী সংগিত বাদ্য যন্ত্র ছাড়া ----- এই সংগিতের মাধ্যে কথা সুর আর তাল আছে তবে বাদ্য যন্ত্র থাকলে বা ক্ষতি কি । বাদ্য যন্ত্রের পক্ষে ও হাদিস আছে , আবার বিপক্ষে ও আছে ।
ওনার ৩য় দাবাই কোরান তেলোয়াত শুনতে বলছেন !!!!!! এবার বলুন তো কোরান তেলোয়াতের মাঝে কি কথা সুর এবং তাল আছে না নাই ??? কেউ কি কোরান তেলোয়াত সুর তালে না পড়ে রিডিং পড়ার মত কোরে পড়ে ।
তাবিজ দাতার গান কি জিনিস সেটাই জানেন না , তার কাছে আমার প্রশ্ন এই যে মসজিদ থেকে আজান দেওয়া হয় --- সেই আজানের মধ্য কি কথা , সুর ও তালের কম্বিনেশন আছে কিনা । যে জিনিসের মধ্য কথা সুর এবং তালের কম্বিনেশন দেখা যায় তাকে কি বলে ?????
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০
নতুন নকিব বলেছেন:
মন্তব্যে আসার জন্য অভিনন্দন। তবে, আপনি যে ক্যাচাল প্রিয়, আপনার কাছে যে ক্যাচালপ্রিয়তা ছাড়া কিছু নেই, আশা করি ব্লগের বোদ্ধা পাঠক লেখকগন অকপটে সেটা স্বীকার করে নিবেন। আপনার কাছে এরচে' ভাল আচরন আশা করাও বোকামি ছাড়া কিছুই নয়।
৮| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাপবোধ জাগ্রত হোক, আল্লাহ আমাদের ক্ষমা করুণ।
ধন্যবাদ ভাই।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। সেটাই। আমাদের ভেতরে পাপবোধ জাগ্রত হোক। দয়াময় প্রভূ পালয়িতা আমাদের অপরাধ ক্ষমা করুন।
ভাল থাকবেন।
৯| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: আশা করি নকিবভাই ভা্ল আছেন।ভাল লিখেছেন সেই সঙ্গে মন্তব্যগুলিও চমৎকার।
শুভ কামনা রইল।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩
নতুন নকিব বলেছেন:
জ্বি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানী। কত যে ভাল আছি। বুঝাতে পারব না। তাঁর দরবারে সিজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
আপনার প্রত্যেকটি পদক্ষেপ কল্যানে আবর্তিত হোক।
১০| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: আমি সকালে ঘুম থেকে উঠেই আল্লাহকে স্মরণ করি।
আবার রাতে ঘুমাতে যাওয়ারা আগে আল্লাহকে স্মরণ করি।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
নতুন নকিব বলেছেন:
তাতো করারই কথা। আমিও তেমনটিই মনে করতাম। আপনি আসলে অনেক ভাল একজন মানুষ। নিন্দুকদের দিকে কখনও তাকাবেন না।
আমিতো আগেও বলেছি, আপনার চিন্তা নেই। ইনশা-আল্লাহ অবারিত কল্যান আপনার পদস্পর্শ করবে।
১১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬
আলোর পথে বিডি বলেছেন: সুন্দর উপস্থাপনা । আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন । আমিন ।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
নতুন নকিব বলেছেন:
আপনিও ভাল থাকুন অনেক। আপনার কল্যান কামনায়।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: একই সাথে দুটি পোষ্ট না দিলেই নয়?