নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
শৈশবের সেই সোনামাখা দিন আজো বারবার মনে পড়ে,
পাখির কূজনে সুবহে সাদিক মমতা সাজানো পল্লীর থরে থরে।
নদী ভরা মাছ গোলা ভরা ধান, মায়ের মুখের হাসি-গান,
আজো মনে হলে সেসব স্মৃতিরা, ভরে ভরে ওঠে মনপ্রান।
শরতের আকাশ চাঁদনী রাতের তারা ঝিকিমিকি আলো খেলা,
কতই না মজা উল্লাস করে করে, কেটে গেছে মধু ছেলেবেলা।
গায়ের মানুষে প্রীতিভাব ছিল, ভালবাসা ছিল অবারিত,
স্নেহমায়া জালে বাধা পল্লীমা, আহা! মনপ্রান কেড়ে নিত!
খাবার ছিল না, অভাবী মানুষ, পেটে জুটতো না দানাপানি,
অনাহার-অর্ধাহারে দিন পেরুতো, তবু নাহি ছিল হানাহানি।
প্রতিবেশি যেন রক্তের বাঁধন সুখে সুখী, দু:খে দু:খী অপরের,
আকাশের মত উদার-নিবেদিত প্রান ছিল একের তরে অন্যের!
সোনাঝড়া সেই দিনগুলো আবার কখনো যদি ফিরে আসে,
সেদিন লাগিয়া আজো প্রতিক্ষায় শুধু সেই দিনগুলোরই আশে।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬
নতুন নকিব বলেছেন:
জ্বি, সেই সোনালী দিন গুলো ফিরে আসার সম্ভাবনা একদমই কম - জানি, তবুও মন যে মানে না! মন যে পড়ে থাকে শৈশবের সেই স্নিগ্ধ পল্লীর মায়ায়! গাছের ছায়ায়! বনের মায়ায়! খালের পাড়ের শীতল জলে! পুকুর ধারের ঝোঁপের পাশে! মন পোড়ে! পোড়ামনের কষ্ট কিছুটা যদি নিবারন হয়, সেজন্যই এই লেখার আশ্রয় নেয়া।
মোবারকবাদ। কৃতজ্ঞতা অশেষ। আসলে কবিতা তাড়াহুড়ো করে লেখার কারনে হয়তো যতটুকু ইচ্ছে ছিল ততটুকু ভাল হয়নি। তারপরও আপনাকে পেয়ে, আপনার উদার প্রশংসা ভাল লাগলো। অনেক শুভকামনা।
২| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮
নতুন নকিব বলেছেন:
জ্বি, ধন্যবাদ। আপনার পুনরাগমনে, ব্লগে থেকে যাওয়ায় ভাল লেগেছে। গতকাল অফলাইনে আপনার ফিরতি সেই পোস্ট পড়েছিলুম। ভাল লেগেছে।
অনেক শুভকামনা পাঠ এবং মন্তব্যে।
৩| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ কাব্য।
+++
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯
নতুন নকিব বলেছেন:
কৃতজ্ঞতা পাঠ এবং আন্তরিক মন্তব্যে। শুভকামনা। অনেক ভাল থাকার প্রার্থনা।
৪| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: শুভ সকাল নকিব ভাই।
সহজ সরল সুন্দর প্রানবন্ত কবিতা।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনার প্রতিও শুভকামনা নিরন্তর। আজকের সকাল বেলাটাই অনন্য। আপনিসহ অনেক প্রিয়মুখের দেখা পেলুম। আলহামদুলিল্লাহ।
কবিতা পড়েছেন জেনে আনন্দিত। অনেক ভাল থাকুন।
৫| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
মানবিক একটি অনুভব আর উপলব্ধি নিয়ে খুব সুন্দর এক সোনাঝড়া শৈশবের কথা লিখেছেন এই সকালে ।
হ্যাঁ .... ছিলো ! তেমন দিনও ছিলো আমাদের !!!!!!!!!!
সেই সোনাঝড়া দিনগুলো আর ফিরবেনা কখনও । মানুষ দিন দিন যে কতো বড় অমানুষ-শয়তান হয়ে উঠেছে আর শয়তানীর পথকে বিভিন্ন ধান্ধায় বিভাজিত করে ফেলেছে , এ তো দিবালোকের মতো ষ্পষ্ট ।
তাই প্রতীক্ষা , প্রতীক্ষাই থেকে যাবে , কোনও সোনাঝড়া দিন হয়ে উঠবেনা ।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ, প্রিয় শ্রদ্ধেয়। কেন যেন এই উপলব্ধিগুলো আমাকে স্বস্তি দেয় না। নিস্তার পাই না। ভুলে যেতে পারি না। আহ! কী দেখলুম আর এখনই বা কী দেখছি! মাঝখানের এই ত্রিশ-চল্লিশ বছরের ব্যবধানে কী হয়ে গেল!
সমাজ-সংসার-মানবতা-মানবিকতা সব কি এতই দ্রুত পাল্টে যায়? এত দ্রুত পাল্টে যায় প্রকৃতির অবারিত দানও? পল্লীর সেই বৃক্ষ বন-বনানীর অসীম মমতা কোথায় হারিয়ে গেল? খাল, পুকুর আর নদী ভরা সেই মাছ কোথায় গেল? সেই পাখির ঝাঁক কোথায় হারিয়ে গেল? আহ!
মাফ করবেন, একুট স্মৃতিচারন করছি, আমাদের বাড়িতে ছোট বড় মিলিয়ে পুকুরের সংখ্যা ছিল প্রায় ১৬ টার মত। বাড়ির দক্ষিন পাশে সামনের দিকের বড় পুকুরটিসহ আজ বোধ হয় মোটমাট তিন চারটি পুকুর অবশিষ্ট আছে। বাকিগুলো হারিয়ে গেছে কালের গর্ভে। এই পুকুরটির খাড়া পাড়ের দিকে পানি হতে দেড় দু'হাত উঁচুতে মাছরাঙাদের অনেক বাসা থাকতো। মাটির ভেতরে গর্ত করে ওদের অভিনব বসবাস তখনই আমাকে মুগ্ধ করতো। কত দিন যে পুকুর ঘাটে এদের দেখে, এই পাখিদের সাথে সময় কাটিয়েছি।
আপনার কথায় সহমত, তবুও মনকে বোঝাতে পারি না বলেই .....!
অনেক অনেক ভাল থাকার প্রার্থনা।
৬| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: অনেক ভালো লাগল। আপনার জন্যই যেন এ আবৃত্তিটি:
পল্লী কবি জসীম উদ্ দীনের ‘নিমন্ত্রণ’
১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩১
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ জোয়ার্দার ভাই। পাঠ ও মন্তব্যে আসায় অভিনন্দন। আপনার আবৃত্তিটি শোনার ইচ্ছে থাকলো।
অনেক ভাল থাকার প্রার্থনা।
৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
জ্বি, আপনার প্রতিও শুভকামনা নিরন্তর। আজকের সকাল বেলাটাই অনন্য। আপনিসহ অনেক প্রিয়মুখের দেখা পেলুম। আলহামদুলিল্লাহ।
কবিতা পড়েছেন জেনে আনন্দিত। অনেক ভাল থাকুন।
ভালবাসা নিরন্তর।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫০
নতুন নকিব বলেছেন:
পুনরাগমনে ভালবাসা এবং কৃতজ্ঞতা আপনার জন্যও।
৮| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৮
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫১
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। কৃতজ্ঞতা।
৯| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেই সোনালী দিন গুলোর কথা মনে হলে এখনো মনটা আকুল হয়ে উঠে। আহ্ ! কতইনা ভালো ছিল সেই দিন গুলো।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫২
নতুন নকিব বলেছেন:
সেটাই। সোনালী সেই দিনগুলো কতই না সুন্দর ছিল! আপনার মন্তব্যটি হৃদয় ছোঁয়া। কৃতজ্ঞতা অনেক অনেক। ভাল থাকবেন।
১০| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫
নীলপরি বলেছেন: বাহ! খুব সুন্দর নস্ট্যালজিক কবিতা। ++
শুভকামনা
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩
নতুন নকিব বলেছেন:
প্রিয় ব্লগার, আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে আনন্দিত। কৃতজ্ঞতা এবং শুভকামনা।
১১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪
জগতারন বলেছেন:
এত সুন্দর ও আবেগময় বাংলা কবিতায় বিদেশী ছবি !
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৫
নতুন নকিব বলেছেন:
গ্রামের ছবি প্রকাশ করে এমন কিছু চেয়েছি। দেশি আর বিদেশী বলতে কি! ছোট্ট এই পৃথিবীটাই আমার প্রিয় পল্লী যে!
পাঠ এবং মন্তব্যে অভিনন্দন। কৃতজ্ঞতা জানবেন।
১২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে নকিব ভাই।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, প্রিয় কবি ভাই। আপনার আগমনে মুগ্ধতা। অনেক ভাল থাকবেন।
১৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৭
সামু পাগলা০০৭ বলেছেন: হেই নকিব সাহেব!
কি আর বলব? সবার মনের কথা বলে দিয়েছেন। সবাই আশা করে যদি একবার পরম সুখের দিনগুলো ফিরে আসত, তবে আর যেতে দিতাম না। কিন্তু সত্যি হচ্ছে যখন যা থাকে আমরা তার কদর করিনা। সেই যুগেও মানুষের হাহুতাশ ছিল, মুরুব্বীদের নানা অভিযোগ ছিল ছোটদের নিয়ে, এযুগেও আছে। মাঝে মাঝে সব হতাশা ভুলে, শুধু সুখী হতে ইচ্ছে করে। আর মাঝেমাঝে মনটা প্রিয় প্রকৃতি, সামাজিক রীতিনীতি, মায়া মমতা, আন্তরিকতা, সরলতা হারানোর কষ্টে কেঁদে ওঠে! এভাবেই সুখ দুঃখে মিশে কেটে যায় শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধকাল!
সুন্দর কবিতায় লাইক!
অনেক ভালো থাকুন!
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০১
নতুন নকিব বলেছেন:
কবিতায় লাইক দেয়ায় প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবাই আশা করে যদি একবার পরম সুখের দিনগুলো ফিরে আসত, তবে আর যেতে দিতাম না। কিন্তু সত্যি হচ্ছে যখন যা থাকে আমরা তার কদর করিনা। সেই যুগেও মানুষের হাহুতাশ ছিল, মুরুব্বীদের নানা অভিযোগ ছিল ছোটদের নিয়ে, এযুগেও আছে। মাঝে মাঝে সব হতাশা ভুলে, শুধু সুখী হতে ইচ্ছে করে। আর মাঝেমাঝে মনটা প্রিয় প্রকৃতি, সামাজিক রীতিনীতি, মায়া মমতা, আন্তরিকতা, সরলতা হারানোর কষ্টে কেঁদে ওঠে! এভাবেই সুখ দুঃখে মিশে কেটে যায় শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধকাল!
কবিতায় যা বলতে চেয়েছি, সেই বাস্তবতাটুকু হৃদয়ঙ্গম করে যত্নে তুলে এনেছেন আন্তরিক মন্তব্যে। অভিনন্দন অবিরত। শুভকামনা পাঠ এবং এত সুন্দর একটি কমেন্ট রেখে যাওয়ায়।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১২
মোস্তফা সোহেল বলেছেন: সেই সোনালী দিন গুলো ফিরে আসার সম্ভাবনা একদমই কম নকিব ভাই।
কবিতা ভাল লেগেছে।