নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

দু\'টি ছড়া: ফেউ লেগেছে ফেউ- এবং ফেউ, তুমি যে-ই হও-

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৫



০১

ফেউ লেগেছে ফেউ-
আমার পিছে,
লাগিয়ে দিছে,
হয়তো অন্যরকম কেউ!

ব্লগে এসেই ফেউ-
ন্যাংটো ছবি,
বিলোয় খুবি,
হায় কি, অসভ্যতার ঢেউ!

ফেউ ধরিয়ে দিন-
ব্লগের পাতা,
এর পবিত্রতা,
রক্ষা করো আজ ফেউ তাড়ানোর দিন!

'ফেউ ধরেছে কেউ'-
শুনতে যদি,
ভাংতে নদী-
হয়, তবু বইতো খুশির ঢেউ!

০২.

ফেউ, তুমি যে-ই হও-
যেখানেই থাকো,
পাপের কর্ম ছেড়ে দিয়ে
সত্য ছবি আঁকো।

তোমার সাথে শত্রুতা-
কিছু নেই নেই,
মনে করে দেখ তুমি,
দেখ না নিজেই।

তবু বলি, তুমি যদি-
পেয়ে থাকো ব্যথা,
কথার পিঠে কথাঘাত,
বলো সমকথা।

ছবি দিয়ে নোংড়ামি-
ছেড়ে দাও ভাই।
ভুল-চুক ভুলে এসো
ভাই হয়ে যাই।

ফেউয়ের জন্য শুভকামনা।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল নকিবভাই,

সুন্দর উপস্থাপন। আশাকরি বার্তাটা অন্ধহৃদয়কে আলোর পথ দেখাবে। ভূল ভ্রান্তির অবসান হোক। কল্লোলিত হোক আমাদের জীবন।।

অনেক অনেক ভালো লাগা ও শুভকামনা প্রিয় নকিবভাইকে।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩

নতুন নকিব বলেছেন:



চৌধুরি ভাই,
সকাল সকাল আপনার মত সুন্দর মনের মানুষের দেখা পেয়ে অনেক আনন্দ অনুভব করছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আপনার জন্য অন্তহীন দুআ। অনেক ভাল থাকুন সপরিবারে - সকলকে নিয়ে।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল ও প্রীশু।

প্রতিবাদী ছড়া, ভাল লাগল। +++

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



আপনার কাছে প্রতিবাদী মনে হল? আমি তো ভেবেছিলাম আপোসের ছড়া লিখেছি!

যাই হোক, ছড়ার আসল উদ্দেশ্য সফল হলেই বাঁচি। তারা যদি দয়াপরবশ হয়ে এই কুকর্ম থেকে ফিরে আসে তাইলেই রক্ষা। আল্লাহ পাক তাদের পরিচ্ছন্ন মানসিকতার অধিকারী করুন।

শুভকামনা এবং কৃতজ্ঞতা অনেক অনেক।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫১

এ.এস বাশার বলেছেন: শুভসকাল .. ++

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। গতকাল সনেট কবির নাস্তিকতা ও ইসলাম বিষয়ক পোস্টে আপনার মন্তব্য দেখেছিলাম। আপনি ভাল আছেন নিশ্চয়ই।

সকাল বেলা আপনার দর্শন মুগ্ধতা ছড়িয়ে গেল। অনেক ভাল থাকুন সারাটা দিন। সারাটা জীবন।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ আর সুন্দরের আহবানে

শুভসকাল

শুভবোধ জাগ্রত হোক
শুভেচ্ছা অন্তহীন :)

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০১

নতুন নকিব বলেছেন:



হায় হায়! বিদ্রোহী কবির আগমন! সকাল সকাল আপনাকে পেয়ে তো আত্মহারা! শুকরিয়া।

সারা দিনমান কাটুক ভালোয় ভালোয়,
প্রেম-প্রীতি-পূন্যের আলোয় আলোয়।

৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৭

নাজিম সৌরভ বলেছেন: লাভ নেই ভাই, তাদের মন গলবে বলে মনে হয় না। একদম পাত্তা দেবেন না ওদের। একসময় নিজেরাই ক্ষান্ত হবে।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



লাভ নেই জানি, তবু কি আর করার আছে, গত দু'দিন পূর্বেও এনাদের শুভাগমন ঘটেছিল আমার ব্লগে। ইহারা নাযিল হইয়াছিলেন ঝাঁকে ঝাঁকে। সে কি যে বিব্রতকর অবস্থা। আল্লাহ মা'লূম। তাদের জন্য শুভকামনা। তাদের জন্য পথপ্রাপ্তির দুআ।

অনেক ভাল থাকুন। কৃতজ্ঞতা।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

সনেট কবি বলেছেন: আপনার প্রতিপক্ষ বুঝালো যে তারা নিম্নমানের।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২২

নতুন নকিব বলেছেন:



আমরা চাই, তারা তাদের মান উন্নত করতে সক্ষম হোন।

মোবারকবাদ। কৃতজ্ঞতা এবং শুভকামনাসহ।

৭| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৩

কাইকর বলেছেন: সুন্দর কবিতা++

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩০

নতুন নকিব বলেছেন:



সকাল বেলা আপনার দর্শনে মুগ্ধতা। অনেক ভাল থাকুন সারাটা দিন। সারাটা ক্ষন।

কৃতজ্ঞতা এবং শুভকামনাসহ।

৮| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪২

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। প্রভাতের পাখির আগমন ভাল লাগলো। শুভকামনা।

৯| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।

শত্রুমুক্ত ব্লগিং হোক আনন্দময়।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

নতুন নকিব বলেছেন:



আগমনে মুগ্ধতা।

আপনার প্রত্যাশা পূরন হলেই সুন্দর হয়ে উঠতো ব্লগের পরিবেশ।

অনেক ভাল থাকুন। কৃতজ্ঞতা অনি:শেষ।

১০| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

পদ্মপুকুর বলেছেন: সুন্দর ছড়া। কিন্তু ফেউ না শোনে ধর্মের কথা...

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



ফেউ যদি নাই শোনে
কী করার আছে?
তবু শুভ বার্তা বলি,
ফেউদের কাছে।

শুভেচ্ছা নিবেন।

১১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:

মোবারকবাদ। প্রভাতের পাখির আগমন ভাল লাগলো। শুভকামনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- ‘কোনো গুম হচ্ছে না। প্রেমে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানানজন নানান দিকে চলে যাচ্ছে।’

সময় হয়েছে, একটি নিজস্ব ঘোষনা দেয়ার: আমার কোনো ব্যর্থ প্রেমের ঘটনা নাই। প্রেমিক হিসেবে আমি দেবতা কিউপিড, কৃষ্ণ, কবি বায়রন এবং রবীন্দ্রনাথের সমকক্ষ ও সফল। আমি ব্যবসায়ীও নই।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০

নতুন নকিব বলেছেন:



সেটাই। যা বলেছিলেন। তবে, আপনার আগেকার বক্তব্যও সম্ভবত: সঠিক ছিল। ঐ যে বলেছিলেন- 'এদেশে সরকারের বিপক্ষে কথা বলে কেউ কিছু করতে পারবে না।'

মন্তব্যে ধন্যবাদ।

১২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৯

সাাজ্জাাদ বলেছেন: জামানা টাই খারাপ।
আপনার পিছনে ফেউ লেগেছে মানে আপনার ভালো কাজে কেউ ঈর্ষা করছে।
পিছু হাঁটবেন না।
আল্লাহ আপনাকে ন্যায়ের পথে রাখুক আর অনিষ্টকারীকে হেদায়েত দান করুক।

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



নিজেকে নিখুঁত ভাবি না। পাপে-পূন্যে মানুষ। আমিও তার ব্যতিক্রম নই। ভাল থাকার চেষ্টা করি। পৃথিবীর প্রতিটি প্রানীর ভাল থাকা হৃদয়ে লালন করি। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অবারিত রহমতের জন্য উম্মুখ হয়ে থাকি। তিনি যদি অধমের প্রতি তাঁর আশীষধারার ছিটেফোটা বর্ষন করেন, তাহলেই প্রাপ্তির খাতার বাকি শুন্যতাটুকু পূরন হয়ে যেতো।

অনেক সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। প্রত্যাশা, ভাল থাকবেন নিরন্তর।

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে বেশ কিছু দিন নিস্ক্রিয় ছিলাম। কিছু কি হয়েছে নাকি?

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

নতুন নকিব বলেছেন:



সে আর বলবেন না। অবস্থা গুরুতর ছিল। আমার পোস্টে ফ্লাডিং করা হয়েছিল। তাও বেশ ক'বার। জঘন্য অবস্থা ছিল! একবার সিদ্ধান্ত নিয়েছিলাম- ব্লগ ছেড়ে চলে যাব। কিছু দিন ছিলামও না। পরে অাবার এসেছি। তবে এ যাত্রায় বলেছি, এরপর থেকে কোনো ঝড়ই আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না সামনে।

আপনারা তো পুরনো। এত দূরে দূরে থাকলে কি হয়! বিশ্বাস যা-ই হোক না কেন, আসুন মিলেমিশে ব্লগটাকে প্রানবন্ত করি।

১৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: রিপোর্ট করলেই তো হয়ে যায়। এখন কি রিপোর্টে কাজ হয় না? মডু কেডা এখন?


কাজের ব্যাস্ততা আর বেশ কিছু বড় প্রজেক্ট চালু করায় দম ফেলানোর সময় পাচ্ছি না। মাথা নস্ট

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

নতুন নকিব বলেছেন:



রিপোর্ট করলে কাজ হয়। আইডি ব্যান করে দেয়। কিন্তু কাহাতক আর! নতুন আইডি বানাতে কতক্ষ! আপনি ঘুমিয়ে আছেন তো আপনার পোস্টে এসে দিল হানা।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



এখন মডু কতজন ঠিক বলতে পারি না। তবে কা_ভা ভাই আছেন জানি। তিনি বেশ চেষ্টা করেন এসব সমস্যা দূরীকরনে।

দম তো আর না ফেলে পারেন না। আই মিন, দম না ফেললে তো বেঁচে থাকার কথা নয়। তাই বলছিলাম কি, আপনি দমটা যখনই ফেলার সময় পান সেটা সামুর পাতায় ফেললেই তো হয়ে যায়। সেটাই দেখুন না, পারা যায় কি না। নষ্ট মাথা ঠিক করার জন্য সামুতে মাঝে মাঝে ঢু মারারও দরকার বৈকি!

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

আখেনাটেন বলেছেন: এদের নিয়ে যত বলবেন এরা ততই অাস্কারা পেয়ে যাবে নকিব ভাই।

আপনার জন্য শুভকামনা থাকল।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৭

নতুন নকিব বলেছেন:



শুভকামনা আপনার জন্যও। আপনার কথা কিন্তু ঠিক আছে। আমি আসলে ওভাবে ভাবিনি। তাহলে কি এই পোস্ট ডিলেট করে দেব? আপনি বললে এখনই ডিলেট করবো। ভেবে বলুন, প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.