নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কোনো আলেমকে \'হুজুর\' বলে ডাকা যাবে কি? এটা কি অপরাধ? কোনো ব্যক্তিকে \'মাওলানা\' বললে কি ঈমান চলে যাবে? \'হুজুর\', \'মাওলানা\' শব্দ দু\'টির ব্যাখ্যা ও হুকুম কি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬



'হুজুর' শব্দটি আরবী। এটি এসেছে حا ضر তথা 'হাজির' থেকে। যার অর্থ হল 'উপস্থিত'। আর 'হুজুর' বলা হয়, যার সামনে মানুষ উপস্থিত হয়।

যিনি সম্মানিত ব্যক্তি তার কাছে মানুষ আসে। উপস্থিত হয়। এ কারণে সম্মানিত ব্যক্তিদের হুজুর বলা হয়।

বাংলায় আমরা যেমন 'জনাব' শব্দটি ব্যবহার করি। তেমনি আমরা আরবীতে “হুজুর” শব্দটি সম্মানার্থে ব্যবহার করে থাকি।

এ শব্দটি ব্যবহারে শরয়ী কোন বিধিনিষেধ নেই।

যারা এটি ব্যবহারে আপত্তি তোলেন এটা তারা অজ্ঞতা কিংবা বিদ্বেষের কারণে করে থাকেন। নতুবা এ শব্দটি আলেমদের জন্য বা কোন সম্মানিত ব্যক্তিদের জন্য ব্যবহারে শরীয়তে কোন নিষেধাজ্ঞা আসেনি।

তাই আলেম উলামাগণের সম্মানে এ শব্দটি ব্যবহারে কোন সমস্যা নেই।

একইভাবে 'মাওলানা' শব্দটি আরবি 'ওলিয়্যুন' শব্দমূল থেকে এসেছে। অর্থ বন্ধু, অভিভাবক, প্রভূ। যেমন, কুরআনে এসেছে, 'অলিয়্যুন হামিম', মানে, 'অন্তরঙ্গ বন্ধু'। আর 'মাওলানা' লিখতে 'মাওলা' শব্দটির সাথে 'না' জমির বা অব্যয় যুক্ত হয়েছে, যার অর্থ 'আমাদের বন্ধু' বা 'আমাদের অভিভাবক'।

আলেমগন যেহেতু উম্মতের সাধারন মানুষের প্রকৃত শুভাকাঙ্খী বন্ধু এবং জান্নাতের পথের রাহবার এবং উত্তম অভিভাবক, সুতরাং কোনো আলেমকে মাওলানা বললে ঈমান চলে যাওয়ার কিছু ঘটার সম্ভাবনা আদৌ নেই। বরং এই শব্দের ব্যবহার একজন আলেমের প্রতি মুহাব্বতের বহি:প্রকাশ মাত্র। ইসলামে এই ধরনের সম্বোধন করা যাবে না, এমন কোনো নির্দেশনা আদৌ নেই। কোনো আলেমকে কেউ কখনো 'প্রভূ' মনে করেন না। কিংবা 'আমাদের প্রভূ' মনে করে ডাকেনওনা। এটাও কোনো কোনো ইজমে বিশ্বাসীগনের অতি সাধু সাজার অপচেষ্টা। এই ধরনের অপপ্রচারকারীগন হতে পারেন অজ্ঞ, অথবা উদ্দেশ্যপ্রনোদিতভাবে তারা ফিতনা সৃষ্টির পায়তারায় লিপ্ত।

আল্লাহ পাক এসব অজ্ঞতা এবং মূর্খতা থেকে আমাদের মুক্ত রাখুন।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: বিষয়টা সম্পর্কে অবগত ছিলাম, তারপর ও পড়লাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকার দুআ নিরন্তর।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভালো পোস্ট। +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। মোবারকবাদ। কৃতজ্ঞতা আপনার উপস্থিতি এবং এতগুলো প্লাস দেয়ায়।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যুক্তিসঙ্গত বক্তব্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। মোবারকবাদ। অভিমত জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা অনি:শেষ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

পাঠক০০৭ বলেছেন: হুজুর কোন শিক্ষিত জ্ঞানী ব্যক্তিকে কি আলেম বলা যাবে?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

নতুন নকিব বলেছেন:



অসুবিধা কোথায়? 'জ্ঞানী' বাংলা শব্দ। 'জ্ঞান' শব্দের আরবি 'ইলম'। যিনি 'ইলম' এর অধিকারী মানে, 'জ্ঞানী' তাকে 'আলেম' বলে।

ধন্যবাদ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বর্ণনা টা সুন্দর ও যুক্তিযুক্ত ছিলো। ভালো

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

নতুন নকিব বলেছেন:



এইসব সাধারন সাধারন বিষয় নিয়েও মাথা ভাঙ্গাভাঙ্গি করতে পছন্দ করেন কেউ কেউ। অতি ভাল ভাল নয়।

কৃতজ্ঞতা।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। কৃতজ্ঞতা।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

টারজান০০০০৭ বলেছেন: ধন্যবাদ। ভালো একখানা বিষয় উপস্থাপন করিয়াছেন ! আলেমদের বিরুদ্ধে ইহা অপপ্রচার হিসেবে ব্যবহার হইয়া থাকে !

ধর্মীয় বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী মুসলমানকে অথবা কোন প্রথিতযশা আলেম দ্বারা আলেম হিসেবে স্বীকৃত মুসলমান ব্যক্তিকেই সাধারণত আলেম বলা হইয়া থাকে। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান থাকিলেই আলেম হইবে না ! যদি ধর্মীয় জ্ঞান থাকিলেই আলেম বলা যাইতো , তাহা হইলে বহু খ্রিস্টান বা ইহুদীকেও আলেম বলা যাইতো ! কিন্তু তাহা বলা হয় না !

আবার শুধু ডিগ্রি থাকিলেই আলেম বলা হয় না ! কারণ বহু ডিগ্রীধারী আছেন যাহাদের মধ্যে ইসলামের নিদর্শন পাওয়া যায় না ! আলেম সাধারণত তাহাকেই বলা হয় যাহার মধ্যে এলেমের সাথে সাথে আমল ও আখলাকও সুন্নতে নববী অনুসারে হইয়া থাকে !

আল্লাহ ভালো জানেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্যে দুআ এবং অভিনন্দন।

বিষয়টি ক্লিয়ার করেছেন আপনি। ব্যস্ততা এবং পুরোপুরি মনসংযোগ দিতে না পারায় পাঠক০০৭ এর মন্তব্যের উত্তরে আমি বিস্তারিত আলোচনায় যেতে পারিনি। আপনার মূল্যবান কমেন্ট সেটা পূর্ন করেছে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৩

অভিশপ্ত জাহাজী বলেছেন: সবাইকে এইভাবে সম্মোধন করলে যে ব্যবসায়িক মাওলানা বা হুজুরদের মার্কেট পরে যাবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



খারাপ বলেননি। ধন্যবাদ।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

অভিশপ্ত জাহাজী বলেছেন: স্বাগতম আপনাকেও +++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

নতুন নকিব বলেছেন:



অনেক ভাল থাকবেন। পুনরায় মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষের ভুল ধারনা দূর হোক।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

নতুন নকিব বলেছেন:



সেটাই।

পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.