নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
জীবন তো বহমান নদীর মত। নদী যেমন বয়ে চলে জীবনও তেমনি বয়ে চলে। চলতে চলতে নদী গিয়ে মিশে যায় সাগর মোহনায়। অন্য জীবন লাভ করে। হারিয়ে যায় সাগরের গহীন জলের ধারায়। জীবনও থেমে যায় না। মৃত্যু এসে জীবনের খানিক ছন্দপতন ঘটায় ঠিক, কিন্তু জীবন সচল থাকে। চলমান থাকে। বহতা নদীর মতই সেও হারিয়ে যায় অনন্ত অসীমের পথে। তার যাত্রা শুরু হয় সীমাহীন অবিনশ্বর জগতের উদ্দেশ্যে। সেই জগতের প্রাক প্রস্তুতির জন্য এই জীবন-জগত। এই আলো-আধিয়ারা। এই রঙ-রূপ-সৌন্দর্য্যের আলোকচ্ছটা। সেখানের প্রস্তুতি কি কিছু নিয়েছি? নিতে পেরেছি? নিতে চেষ্টা করেছি? কতই না সুন্দর বলেছেন আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আসুন, দেখে নিই তাঁর মধুমাখা অমিয়বানী! জীবন জগতের সকল প্রশ্নের জবাব যেন পেয়ে যাই ছোট্ট এই হাদিসখানার ভেতরে!
শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
“বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে) এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ঐ ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আবার আল্লাহর কাছে প্রত্যাশাও করে।”
[ইমাম তিরমিযি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান অ্যাখ্যা দিয়েছেন]
আসল বুদ্ধিমান কারা?
আজকের সমাজে বুদ্ধিমান কাদের ভাবা হয়? সম্পদ যাদের অঢেল, ধনবল জনবলে যারা বলিয়ান তাদের নয় কি? আপনি বলবেন, নি:সন্দেহে অবশ্যই। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্ষমান হাদিসে বুদ্ধিমান সাব্যস্ত করেছেন তাদেরকে যারা নিজেদের নফসের হিসাব নেয় (আত্ম-সমালোচনা করে), কৃতকর্মের মুহাসাবা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, পাথেয় সঞ্চয় করে।
আল্লাহ পাক আমাদের সত্যিকারার্থে বুদ্ধিমান হওয়ার তাওফিক দান করুন। তাঁর নির্দেশ মেনে দুনিয়া আখিরাতে সফলতা অর্জনের সুযোগদানে ধন্য করুন।
কুড়ানো মানিক-০১
কুড়ানো মানিক-০১: মর্যাদা বৃদ্ধির তিন আমল, গুরুত্বপূর্ন কিছু কাজের সুন্নত
কুড়ানো মানিক-০২
কুড়ানো মানিক-০২: অশ্লীলতা ও পর্নোগ্রাফি থেকে মুক্ত থাকার দোয়া, জীবনের সব চাহিদা পূরণের বিশেষ দোয়া, যে তাসবিহ পাঠে নেকি লাভ ও গোনাহ মাফ হয়, যে জিকিরে অন্তর্জগত খুলে যায় এবং পিতামাতা-সন্তান ও নিজের জন্য সবসময় যে দোয়া আবশ্যক
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১
নতুন নকিব বলেছেন:
দারুন বলেছেন। কৃতজ্ঞতা অফুরান। প্রথম মন্তব্যে অভিবাদন।
প্রার্থনা মঞ্জুর হোক মহান মালিকের দরবারে।
২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: নিজের কোন কাজে অন্যের যেন কোন ক্ষতি না হয়, সেদিকে সচেতন থাকাও বুদ্ধিমানের কাজ।
ভাল পোস্টে ভাল কথা।
+++
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২
নতুন নকিব বলেছেন:
অবশ্যই, নিজের কোন কাজে অন্যের যেন কোন ক্ষতি না হয়, সেদিকে সচেতন থাকাও বুদ্ধিমানের কাজ।
সত্য বলেছেন।
কৃতজ্ঞতা অনি:শেষ। অনেক ভাল থাকবেন, প্রার্থনা। মন্তব্যে +++
৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: আমরা আত্বসমালোচনার কজন আর করি কিন্তু পরের সমালোচনা সবাই করি।
মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক ঝুঝার তৌফিক দান করুন।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫
নতুন নকিব বলেছেন:
সেটাই, আত্মসমালোচনা ক'জনই বা করি! পরের সমালোচনায় ঠিক ঠিকই নিমগ্ন!
দারুন বলেছেন। প্রার্থনা কবুল করুন মালিক মহিয়ান।
কৃতজ্ঞতা এবং শুভকামনা অন্তহীন। মন্তব্যে +++
৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২
ভুয়া মফিজ বলেছেন: আসল বুদ্ধিমানের অভাবই আজকের মুসলমানদের দুর্ভোগের কারন। মধ্যপ্রাচ্যের জোব্বাধারী শয়তানগুলো বুদ্ধিমান না হয়ে নির্বোধের মতো আচরন করছে। যার কারনে সারা মুসলিম জাহান আজ ভুক্তভোগী।
অ.ট একটা প্রশ্ন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না বলে নবী কারিম (দঃ) বললে কি কোন গুনাহ হবে?
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮
নতুন নকিব বলেছেন:
কঠিন বাস্তবতা ফুটে উঠেছে মন্তব্যে।
কৃতজ্ঞতা জানবেন।
'সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' বললে পরিপূর্ন দরুদ ও সালাম দেয়ার হক আদায় হয়ে যায়, যা নি:সন্দেহে সাওয়াবের কারন। লক্ষ্য করে থাকবেন, আমাদের ভেতরে সংক্ষেপকরনের একটি বাতিক রয়েছে। সংক্ষেপকরনের প্রয়োজন অবশ্যই রয়েছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু সব কিছু সবিস্তারে লিখে, পুরো নিবন্ধের সকল কিছু বিস্তারিত বর্ননা করা সত্বেও শুধু প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর নামের শেষে সালাত ও সালাম বলা বা লিখার ক্ষেত্রে সংক্ষেপকরনের প্রচেষ্টা দু:খজনক মনে করি। 'বিসমিল্লাহির রহমানির রহিম' পুরোপুরি না বলে '৭৮৬' বলার দ্বারা যেমন পরিপূর্ন 'বিসমিল্লাহ' বলা হতে পারে না, এবং 'বিসমিল্লাহির রহমানির রহিম' বলার সাওয়াবলাভের আশা করা বৃথা, এক্ষেত্রেও তেমনটিই হয়ে থাকে।
প্রসঙ্গত, হাদিসের কিতাবগুলোতে হাজার হাজার হাদিস লিখতে গিয়ে কোনো মুহাদ্দিস একটিবারের জন্য 'সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' কে সংক্ষেপ করেছেন এমন নজির নেই। আল্লাহ পাক আমাদের বুঝে আমল করার তাওফিক দান করুন।
অনেক গুরুত্বপূর্ন সুন্দর এই প্রশ্নটি করেছেন দেখে আন্তরিক শুভকামনা আবারও।
অনেক ভাল থাকবেন, প্রার্থনা। মন্তব্যে +++
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬
আরোগ্য বলেছেন: পরচর্চা মন্দ কাজ আর আত্মসমালোচনা জ্ঞানীর কাজ। খুবই ভাল পোস্ট দিয়েছেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১
নতুন নকিব বলেছেন:
আপনার মন্তব্যটিও জ্ঞানের চক্ষু খুলে দেয়ার মত। দারুন মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য। মন্তব্যে +++
৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আল্লাহ পাক আমাদের সত্যিকারার্থে বুদ্ধিমান হওয়ার তাওফিক দান করুন, আমীন।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
নতুন নকিব বলেছেন:
আন্তরিক মন্তব্যে অভিনন্দন।
আপনার প্রার্থনা আল্লাহ পাক কবুল করে নিন।
কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে আসায়।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪
শাহারিয়ার ইমন বলেছেন: আমাদের দেশে যারা বেশি কথা বলে তাদের বুদ্ধিমান ভাবা হয় ।
০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬
নতুন নকিব বলেছেন:
অনেকটা এমনই দেখা যায়।
কৃতজ্ঞতা অশেষ।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বুদ্ধিমানেরা আছেন, তবে চুপ!
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫
নতুন নকিব বলেছেন:
ঠিক। বুদ্ধিমানগন নিরবতাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেন।
আর নিরবতা? বেঁচে থাকার এ এক শ্রেষ্ঠ উপায়।
সুন্দর মন্তব্যে অভিবাদন। অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা।
৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯
নজসু বলেছেন: মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬
নতুন নকিব বলেছেন:
আপনার আন্তরিক প্রার্থনা আল্লাহ পাক মঞ্জুর করে নিন।
আগমনে মুগ্ধতা। কৃতজ্ঞতা এবং শুভাশীষ অফুরান।
১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুভ কামনা রইলো।
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
নতুন নকিব বলেছেন:
পুনরাগমনে শুভকামনা আবারও।
অনেক ভাল থাকুন সবসময়।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
আখেনাটেন বলেছেন: ভালো লাগল লেখা।
অাচ্ছা একটি প্রশ্ন,
একজন নন-প্র্যাকটিসিং মুসলিম কঠোর জ্ঞানের সাধনা করে মানব সভ্যতার বস্তুগত বিকাশে ভূমিকা রাখল, যেমন ধরুন কোনো মারণব্যধির টিকা অাবিষ্কার করল।
আর একজন প্র্যাকটিসিং মুসলিম কোরানে হাফেজ ও বিরাট ইসলামী বুজুর্গ হলেও মানব সভ্যতার বস্তুগত উন্নয়নে কোনো ভূমিকা ছাড়াই জীবনের শেষ প্রান্তে চলে অাসল।
এই দুজনের কে বেশি বুদ্ধিমান? কেন?
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
নতুন নকিব বলেছেন:
আপনার প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ন। লেখা ভাল লাগায় আপনার প্রতি কৃতজ্ঞতা অফুরান। অনেক দিন পরে সম্ভবত: আপনার সাথে দেখা হল।
কিছু মনে নিবেন না, আশা করছি, প্রশ্নের উত্তরটা একটু সময় নিয়ে দিতে চাচ্ছি।
আপনার অব্যহত কল্যান কামনা করছি। অনেক ভাল থাকবেন।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
টারজান০০০০৭ বলেছেন: আমি এখনো বুদ্ধিমান না ! মুহছেবা করিলে কখনো শূন্য পাই , কখনো মাইনাস !! আল্লাহ করুণা না করিলে গতি নাই !
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮
নতুন নকিব বলেছেন:
আল্লাহ পাক করুণা না করিলে গতি নাই !
--- এটাই হচ্ছে, আসল সত্য। এর উপরে কোনো সত্য নেই। তাঁর রহম করম ছাড়া বাঁচার কারও সাধ্য নেই। কিন্তু তাই বলে কল্যানের পথে চলার প্রচেষ্টা তো বন্ধ করা যাবে না। চালিয়ে যেতে হবে।
আলহামদুলিল্লাহ, আপনার প্রচেষ্টা রয়েছে। এই প্রচেষ্টা আরও গতিলাভ করুক।
অনেক ভাল থাকুন, প্রার্থনা।
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় নকিবভাই,
আপনার পোস্টের মাধ্যমে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আজও যেমন প্রকৃত বুদ্ধিমান নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে - আশাকরি ।
শুভকামনা ও ভালোবাসা নিয়েন ।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯
নতুন নকিব বলেছেন:
শুভকামনা ও ভালোবাসা আপনার জন্যও সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায়।
আপনার আব্দার কিংবা উপদেশ ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা থাকবে।
অনেক ভাল থাকুন, প্রার্থনা।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: রাক্ষুসী দুনিয়া, পিশাচ সমাজ, তোদের বুকে পা দিয়ে আমি প্রতিশোধ নিবো ।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
প্রতিশোধ নেয়ার সময় কি খুব কাছে? হঠাত সমাজ আর দুনিয়ার প্রতি এত ক্ষিপ্ত কেন?
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মহান রাব্বুল আলামিন আমাদের বুদ্ধিমান হওয়ার তৌফিক দেন। আমিন