নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কুড়ানো মানিক-০৪

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩



আল্লাহ তাআ'লার করুণা ও শাস্তি

এক. হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত: রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন;

মহান আল্লাহ বলেন, “যে একটি সৎকাজ করবে সে এর দশগুন সওয়াব পাবে বা আমি তাকে আরো অধিক পরিমাণ প্রদাণ করবো। আর যে একটি গুনাহ করবে সে কেবল একটি গুনাহের-ই শাস্তি পাবে বা আমি তাকে ক্ষমা করে দেব। শোন হে মানবসকল, যে আমার দিকে এক বিঘত এগিয়ে আসবে আমি তার দিকে একহাত নিকটবর্তী হবো। যে ব্যক্তি আমার দিকে এক হাত নিকটবর্তী হবে আমি তার দিকে দুইহাত নিকটবর্তী হবো…যে ব্যক্তি পায়ে হেঁটে আমার দিকে অগ্রসর হবে আমি তার দিকে দৌড়ে যাবো। যে ব্যক্তি পৃথিবীসমান গুনাহ করবে তার জন্য আমি অনুরূপ ক্ষমাসহ অপেক্ষা করবো (শর্ত থাকে যে সে আমার সাথে কাউকে শরীক করবে না)।”
বুখারী ও মুসলিম, রিয়াদুস সালিহীন [৪১৪]

দুই. হযরত আনাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ভাষণ প্রদাণ করলেন যা আগে কখনো শুনিনি। এরপর তিনি বললেন:

“আমি যা জানি, তোমরা যদি জানতে, তাহলে হাসতে খুবই কম; আর কাঁদতে অবশ্যই অধিক পরিমাণে।”

তিনি (বর্ণনাকারী) বলেন, একথা শুনে সাহাবীগণ কাপড়ে মুখ আড়াল করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। বুখারী ও মুসলিম, রিয়াদুস সলিহীন [৪৪৮]

তিন. হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আল্লাহ্ যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেন, তখন তাঁর কাছে আরশের উপর বিদ্যমান একটি কিতাবে লিখে রেখেছেন, “নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের উপর বিজয়ী হয়েছে'।” বুখারী ও মুসলিম, রিয়াদুস সলিহীন[৪২০]

চার. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

“নিশ্চয়ই মহান আল্লাহ কিয়ামতের দিন বলবেনঃ ওহে! যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপন করেছিলে, আজ আমি তাদের সুশীতল ছায়াতলে স্থান দেব। আর এদিনে আমার ছায়া ছাড়া আর কোন ছায়াই নেই।” বুখারী ও মুসলিম, রিয়াদুস সালেহীন – ৩৭৮



ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেয়

পাঁচ. আবু যার রাদিয়াল্লাহু আনহু এবং মু’আজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

“তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং অসৎ কাজ করলে তার পরপর সৎ কাজ করো। তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে। আর মানুষের সাথে সদ্ব্যবহার করো।”

[ইমাম তিরমিযি এ হাদীস বর্ণনা করেছেন এবং একে হাসান হাদীস বলেছেন]। রিয়াদুস সলিহীন : ৬১

ছয়. হযরত আয়শা রাদিয়াল্লাহু তা’আলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন,

“আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো অট্টহাসি হাসতে দেখি নি, যাতে তাঁর পবিত্র মুখের অভ্যন্তর প্রকাশ পায়।তিনি শুধু স্মিত (মুচকি হাসি) হাসতেন।” বুখারী ও মুসলিম, রিয়াদুস সলিহীন:৭০৪



নেককার স্ত্রী

সাত. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

“চারটি বিষয়কে সামনে রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার ধন সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ-সৌন্দর্য ও তার ধর্মপরায়নতা। এক্ষেত্রে ধর্মপরায়ন স্ত্রী লাভে বিজয়ী হও, তোমার হাত কল্যাণে ভরে যাবে।” বুখারী ও মুসলিম, রিয়াদুস সালেহীন – ৩৬৫

আট. হযরত আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

“সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার স্ত্রী।” মুসলিম, রিয়াদুস সালেহীন – ২৮০




আত্মিক পরিশুদ্ধি

পুরুষের সামনে মেয়েদের শারীরিক সৌন্দর্য বর্ণনা করা নিষেধ

কোন শরীয়াত সম্মত কারণ বা প্রয়োজন ছাড়া পুরুষ লোকদের নিকট কোন নারীর শারীরিক সৌন্দর্যের বর্ণনা দেয়া নিষেধ। তবে বিবাহ-শাদী বা এ জাতীয় কোন প্রয়োজনে শারীরিক গঠন-প্রকৃতির বর্ণনা দেয়া জায়েজ।

নয়. আব্দুল্লাহ ইবনে মাস’উদ রাদিয়াল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

"কোন নারী যেন তার অনাবৃত শরীর অন্য কোন নারীর অনাবৃত শরীরের সাথে না লাগায় এবং সে যেন তার (অপর নারীর) শারীরিক সৌন্দর্য্য নিজের স্বামীর নিকট এমনভাবে বর্ণনা না করে, যেন সে তাকে সচক্ষে দেখছে।" বুখারী ও মুসলিম, রিয়াদুস সলিহীন: ১৭৪২




আত্মিক পরিশুদ্ধি, চারিত্রিক সৌন্দর্য্য

আমার আত্মা কলুষিত — এ ধরণের কথা বলা নিষেধ

দশ. আয়িশা রাদিয়াল্লাহু তাআ'লা আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

“তোমাদের কেউ যেন নিজের সম্পর্কে একথা না বলে, আমার আত্মা কলুষিত হয়ে গেছে, বরং এরকম বলতে পারে, আমার আত্মা মলিন হয়ে গেছে।” বুখারী,মুসলিম, রিয়াদুস সলিহীন : ১৭৩৯

এগারো. হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“আল্লাহ তা’আলা তোমাদের চেহারা ও দেহের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি লক্ষ্য আরোপ করেন।” মুসলিম, রিয়াদুস সালিহীন[৭]

বারো. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ

“জেনে রেখ, দুনিয়া ও তার মধ্যকার সবকিছুই অভিশপ্ত। কিন্তু আল্লাহ তা’আলার যিকর ও তিনি যা পছন্দ করেন এবং জ্ঞানী ও জ্ঞানার্জনকারী (অভিশপ্ত নয়)”। তিরমিজি, রিয়াদুস সলিহীন – ৪৭৮

তেরো. হযরত নাওয়াস ইবনে সাম’আন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

“পুণ্য ও সততা সচ্চরিত্রেরই অপর নাম। গুনাহ হলো সেই জিনিস যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং লোকে জেনে ফেলুক তা তুমি অপছন্দ করো।” মুসলিম, রিয়াদুস সালেহীন: ৫৯০

কুড়ানো মানিক-০১

কুড়ানো মানিক-০১: মর্যাদা বৃদ্ধির তিন আমল, গুরুত্বপূর্ন কিছু কাজের সুন্নত

কুড়ানো মানিক-০২

কুড়ানো মানিক-০২: অশ্লীলতা ও পর্নোগ্রাফি থেকে মুক্ত থাকার দোয়া, জীবনের সব চাহিদা পূরণের বিশেষ দোয়া, যে তাসবিহ পাঠে নেকি লাভ ও গোনাহ মাফ হয়, যে জিকিরে অন্তর্জগত খুলে যায় এবং পিতামাতা-সন্তান ও নিজের জন্য সবসময় যে দোয়া আবশ্যক

কুড়ানো মানিক-০৩

কুড়ানো মানিক-০৩: আসুন, জেনে নিই, আসল বুদ্ধিমান কারা?

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাআল্লাহ্‌ ! অনেক ভালো ও গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দিয়েছেন। আল্লাহ্‌ আপনাকে ভালো ও সুস্থ রাখুন।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা এবং শুভকামনা।

আমার প্রায় প্রতিটি পোস্টে আপনার সরব এবং সতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করি। আন্তরিক দুআ আপনার জন্য। আল্লাহ পাক অনেক অনেক ভালো রাখুন আপনাকে।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: মন দিয়ে পড়লাম।
খুব ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি সত্যি প্রেরনাদায়ক। আপনি ব্লগ আর ব্লগারদের ভালোবাসার মানুষ। অনেক শুভকামনা।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২০

আরোগ্য বলেছেন: আল্লাহ পাক আমাদের সকলকে সরল সহজ পথে চলার ও প্রতিষ্ঠিত থাকার তওফীক দান করুন।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা অনি:শেষ।

আপনার নেক দুআ আল্লাহ পাক কবুল করুন।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: কুড়ানো মানিক সিরিজ সত্যি সত্যি প্রয়োজনীয় আমাদের জীবনের | হাদিস গুলিকে সাজানোর জন্য ধন্যবাদ| আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম বিনিময় দান করুন | আমিন |

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

নতুন নকিব বলেছেন:



স্বাগত।

জাজাকুমুল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.