নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

দু\'টি কবিতা, করুনা-১ করুনা-২

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২



দু'টি কবিতা

১. করুনা-১

নিখিলের যত কিছু - সকল সৃজন
এসবের মালিকানা একমাত্র তাঁর
তাঁর দয়া এনে দেয় প্রান সমীরন
তিনি সত্য - কুহেলিকা যত কিছু আর
তাঁর পায়ে সিজদায় লুটাতে মস্তক
দুআ মাগি, তাওফিক হোক শেষ তক

সিজদায় অবনত আনত মাথায়
রহমের বৃষ্টি ঝড়ে অশেষ অপার
টেনে নেন নিজ বুকে আপন মায়ায়
তাঁর মত করুনায় কে ডুবায় আর?
তাঁর প্রেম জালওয়া হৃদয়ে জড়ানো
এই বুকে আর কোনো ঠাঁই নেই ফাঁকা
অন্তরে অলিন্দে তাঁর সুবাস মোড়ানো
শত কসরতে সুঘ্রান যায় না ঢাকা



২. করুনা-২

প্রভূ মহিয়ান!
প্রভাতে জেগে আপনার পায়ে সিজদায় লুটাই প্রান!
বিদগ্ধ কলিজা - তাপিত হৃদয় সিক্ত করতে গাহি হে গুনগান!
প্রভূ হে, চক্ষু ভেজাই তবু ভেজে না মন, কেঁদে ফেরে দিনমান!

প্রভূ হে, চারিদিকে শুধু দয়া আপনার
এ জগত যেন প্রেমের বাজার
যে দিকে ফিরাই আঁখি,
শুধুই আপনাকে দেখি
আপনার করুনার বারিধারা অথৈ অপার
কে আছে এমন বোঝে আপনার দয়া, সাধ্য আছে কার?

ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন প্রথম মন্তব্যে। কবিতা ভালো লাগায় আনন্দিত হলাম।

কৃতজ্ঞতা অফুরান। অনেক ভালো থাকবেন। মন্তব্যে +++

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

আরোহী আশা বলেছেন: অসম্ভব সুন্দর সনেট সাথে ২য় কবিতাটাও ভীষণ ভালো লেগেছে। কবিতায় ++

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

নতুন নকিব বলেছেন:



বাহ! দারুন মন্তব্য করেছেন। আপনার হৃদ্যতা অন্তর ছুঁয়ে গেল। মন্তব্যে +++

অনেক ভালো থাকবেন, প্রার্থনা।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

নজসু বলেছেন: সুবহান আল্লাহ।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

নতুন নকিব বলেছেন:



আগমনে মুগ্ধতা।

অনেক শুভকামনা আপনার জন্য। মন্তব্যে +++

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

বিজন রয় বলেছেন: সকালের প্রার্থনায় যোগ দিয়ে মনটা পবিত্র করে নিলাম।

সুন্দর।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

নতুন নকিব বলেছেন:



হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আপনার জন্য। আগমনে মুগ্ধতা অশেষ।

মন্তব্যে +++

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সিজদা!
আপনাতে আপনি ফিরে আসা
ভক্তিতে, প্রেমে, চক্রে
কুন্ডলি মিলনে সমর্পনী পূর্নতা!

বিচ্ছেদের বেদনা মুছে গিয়ে
মিলনের তৃপ্তিতে ভরে ওঠে মন
আপনারে খুঁজে পেলে
আপনাতে, আপনি আপন!

রবুবি খেলার গোলক ধাধা
মিটে যায় চেতনায়
আপনা প্রকাশে জগত সৃজন
সত্য সে চেতনায়। :)

ভাল লাগা অন্তহীন
++++++++++

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

নতুন নকিব বলেছেন:



প্রান জুড়িয়ে যাওয়ার মত কাব্যরসে সিক্ত করে যাওয়ায় অন্তরের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতা। মন্তব্যে এসে আস্ত একটি কবিতাই রেখে গেলেন। দারুন। মুগ্ধতা।

এতগুলো + দেয়ায় সম্মানিত বোধ করছি। অনেক ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর।

মন্তব্যের সুন্দর কাব্যমালায় ++++++++++++++

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

আরোগ্য বলেছেন: নির্দিধায় দুটি কবিতাই সুন্দর। তবে দ্বিতীয়টির ভাষা প্রয়োগ ও ভাবপ্রকাশ আমার হৃদয়ে দাগ কাটলো। মনোমুগ্ধকর !

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক মন্তব্য প্রেরনা হয়ে থাকলো। দ্বিতীয় কবিতাটির ভাষা ও ভাব আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। চেষ্টা থাকবে, এই ধারায় আরও কিছু লিখে যাওয়ার।

অনেক ভালো থাকুন, প্রার্থনা। মন্তব্যে +++

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

আখেনাটেন বলেছেন: স্রষ্টার প্রতি অাত্ননিবেদন। দূষিত অাত্নাকে পরিশুদ্ধ করার ইচ্ছা পোষণ আমাদের সকলের সকালের প্রার্থনার অংশ হওয়া উচিত।

ভালো লাগল নকিব ভাই আপনার কবিতাগুলো।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

নতুন নকিব বলেছেন:



আপনি এসেছেন! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, (সচরাচর আপনাকে পাই না, সেকারনে একথা বলা, ব্লগে আপনি আমার প্রিয়দের একজন)।

সাদর সম্ভাষন। স্বাগত।

অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা। আপনার সুন্দর মন্তব্যটিতে +++

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

মাহমুদুর রহমান বলেছেন: সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।
কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

নতুন নকিব বলেছেন:



পৃথিবীতে যতগুলো সত্য রয়েছে, তার মধ্যে অন্যতম সত্যটি আপনি উচ্চারন করলেন। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত।

শুভকামনা এবং কৃতজ্ঞতা। মন্তব্যে +++

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: নকিব ভাই কবিতা খুব সুন্দর, হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮

নতুন নকিব বলেছেন:



শুভেচ্ছা।

পাঠ এবং সুন্দর মন্তব্য ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.