নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আল মাহমুদ, প্রিয় কবি, ভালো থেকো ওপাড়ের স্নিগ্ধ আলয়ে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০



ছবি: অন্তর্জাল।

আল মাহমুদ।
সময়ের কবি।
কবিতার কবি।
প্রেমের কবি।
দ্রোহের কবি।
পল্লীর কবি।
সোনালী কাবিনের কবি।
আমাদের দেয়া অনেক অবজ্ঞাকে হাসি মুখে মেনে নেয়া,
আপদমস্তক কবিতায় ঢেকে নেয়া প্রকৃতই একজন কবি।
স্রোতের বিপরীতে দাঁড় বাওয়া এক পথিক কবি।
চলে গেলেন নিরবে, নিভৃতে।
তিনি চলে গ্যাছেন।
দীর্ঘ পরিশ্রমের পথ যেন তাকে মুক্তি দিয়েছে।
তিনি মুক্তি পেয়েছেন জগতের সব কাদা ছোঁড়াছুড়ির আঁধার থেকে।
কারও ছুঁড়ে দেয়া তীব্র অসম্মানের তীরও বিদ্ধ করবে না তাকে এখন আর।
তিনি উঠে গেছেন এসবের বাইরে।
আরেক জগতে।
অনেক উচ্চতায়।
ভিন্ন জগতের ভিন্ন পরিবেশে।
তাঁর লালিত বিশ্বাস হয়তো এতক্ষনে তাকে
পৌঁছে দিয়েছে রূপোলী কোনো নহরের কিনারে।
যেখানে ক্লেশ নেই।
বিভেদ নেই।
না পাওয়ার হতাশা নেই।
কষ্ট দু:খ ব্যথাদের প্রবেশাধিকার নেই যেখানে।
এমনই ফুল পাখিদের বাগিচায়
কবি নিজেও যেন একটি সুরভিত ফুল আজ।
ফুলের ঘ্রাণে যেখানে কবির সময়গুলো
আলোড়িত আন্দোলিত মোহিত হতে থাকবে প্রতি মুহূর্তে।

আল মাহমুদ,
প্রিয় কবি, ভালো থেকো ওপাড়ের স্নিগ্ধ আলয়ে।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর।
আল মাহমুদ এর লেখার ভক্ত আমি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: তিন বছর আগেও তাকে দেখেছি হুইল চেয়ারে করে বইমেলায় ঘুরে বেড়াতে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



তিনি ছিলেন। এখন নেই, একথা ভাবতেই চোখ দু'টো ভিজে যায়। তাঁর সাথে জড়িয়ে থাকা স্মৃতি মনে পড়ে। অনেক ভালো মানুষ ছিলেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

হাবিব বলেছেন: আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

নতুন নকিব বলেছেন:



উত্তম বলেছেন। জাজাকুমুল্লাহ। শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.