নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
বরফাচ্ছাদিত সাহারা মরুভূমি
বিস্ময়কর আবহাওয়া বৈচিত্র্য - ভাবুক মনে প্রশ্ন জাগে
এমনটা কি কখনো দেখেছেন যে, আপনার ঠিক আশপাশে বৃষ্টি হয়েছে কিন্তু আপনি যে স্থানটিতে আছেন তা স্পর্শ করেনি বৃষ্টি! আশপাশ বলতে চতুর্দিকে নয়, এক বা দুই দিকে হয়তোবা। বৃষ্টি এসে অাপনার বাড়ির একপাশ দিয়ে চলে গেছে। তুমুল বৃষ্টি। মুষলধারে বর্ষন হয়েছে, কিন্তু তার সবটাই ওদিকটাতে। আপনার বাড়িতে এক ফোটাও নয়। আপনার বাড়ির সীমানায় কোনো বৃষ্টির আলামতই নেই। আমার ক্ষুদ্র জীবনে এমনটা বহুবার বহু স্থানে প্রত্যক্ষ করেছি। এটাও একটি অদ্ভূত এবং মজার ব্যাপার। মেঘকে নিয়ন্ত্রনের ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেননি। তাঁর নিযুক্ত সম্মানিত ফেরেশতাদের হাতেই এর নিয়ন্ত্রন। তো, কোথায় কোন স্থান পর্যন্ত আজ কতটুকু পরিমান বৃষ্টি প্রয়োজন, ঠিক সেই স্থানে ততটুকুই তারা বর্ষন করে থাকেন। একইভাবে আবহাওয়ার উষ্ণতা কিংবা শীতলতা পৃথিবীর কোথায়, কোন অংশে কখন কেমন হবে, কতটুকু হবে, মাত্রা কি পরিমান থাকবে, এসবের নিয়ন্ত্রনও মহান আল্লাহ পাকের কুদরতি হাতে।
ভেবে অবাক হই, এ ক্ষমতা যদি পৃথিবীর কোনো পরাশক্তির হাতে থাকতো? তাহলে অবস্থা কেমন হতো? দুর্বল রাষ্ট্র বা জনপদকে কঠিন শিক্ষা দিতে আনবিক বোমা বানানোর প্রয়োজনও হয়তো তাদের পড়তো না। শুধু তাপমাত্রা দিন কয়েকের জন্য ৮০ ডিগ্রিতে উঠিয়ে দিতেন। ব্যাস, প্রাণীকুল মরে সাফ হতে খুব বেশি সময় নিত না। আল্লাহ পাকের নিকট সিজদাবনত কৃতজ্ঞতা, তিনি অক্সিজেনের মত এই জিনিষকেও অবারিত করে দিয়েছেন। সবার জন্য। সকল প্রাণীর জন্য। কোনো অত্যাচারী, জবরদখলকারী কিংবা স্বৈরাচারকে কুক্ষিগত করতে দেননি। বিশ্বজুড়ে বৈচিত্র্যময় আবহাওয়ার বিস্ময়কর বাস্তবতা দর্শনে বিশ্বাসে অন্তর ভরে যায়। শ্রদ্ধায় নত হয় মস্তক মহান প্রভূর পানে।
বিশ্বজুড়ে বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া - শ্রদ্ধায় নত হয় মস্তক মহান স্রষ্টার প্রতি
পৃথিবীর এক প্রান্তে তীব্র দাবদাহ তো অন্য প্রান্তে বরফ শীতল শীত। কনকনে ঠান্ডার আবহ। কখনো দেখা যায়, পৃথিবীর দক্ষিণ-পূর্বের দেশ অস্ট্রেলিয়া ও উত্তর-পশ্চিমের দেশ কানাডায় বিরাজ করছে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া। অস্ট্রেলিয়ায় অসহ্য গরম তো কানাডায় হাড়কাঁপানো শীত। যে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। ভিন্ন দিকে তাকালে দেখা যায়, তপ্ত সাহারা মরুভূমির উষ্ণ বুকও শীতল হয়ে ওঠে বছরের কোনো কোনো সময়। বরফের চাদরে ঢেকে যাওয়ার মতো ঘটনা ঘটে এই উষর ধূষর মরুর বুকও। শুধু পৃথিবীর এ প্রান্ত আর ও প্রান্তেই শুধু এই পরিবর্তন পরিলক্ষিত হয়- তা নয়। আমাদের এই প্রিয় গ্রহটিতে এমন অনেক দেশও রয়েছে, একইসময়ে যেসব দেশের একপ্রান্তে হাড় কাঁপানো শীত তো অন্য প্রান্তে গ্রীষ্মের চরম উষ্ণতা। চলুন, ঘুরে আসি আবহাওয়ার ভিন্নতার এমন বৈচিত্র্যময় স্থানগুলোতে-
বৈচিত্র্যময় আবহাওয়া: ব্যত্যয় ঘটছে চিরাচরিত নিয়মে
মরুভূমি থাকে উষ্ণ। কিন্তু চিরাচরিত এই নিয়মেরও ঘটে চলেছে পরিবর্তন। গেল বছর ২০১৮ সালে বরফে ঢেকে যেতে দেখা গেছে সাহারা মরুভূমিও। আবহাওয়া নিয়ে বিভিন্ন রকম অদ্ভুত ঘটনা ঘটছে পৃথিবীজুড়ে। উত্তর আমেরিকায় প্রচণ্ড শীতে জমে গেছে নায়াগ্রা ফলস। অন্যদিকে অস্ট্রেলিয়ায় গরমে নাভিঃশ্বাস উঠেছিল তখন সবার। সেসময় ভারি তুষারপাতের ফলে সাহারা মরুভূমির কোনো কোনো এলাকায় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল।
অস্ট্রেলিয়া- মিশ্র আবহাওয়ার বৈচিত্র্যময় দেশ
অস্ট্রেলিয়া মহাদেশ হলেও ভিন্নভাবে এটি রাস্ট্র হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনিসহ প্রায় ১৪ টি রাষ্ট্র এ মহাদেশের অন্তর্ভুক্ত। বিশাল এই দেশটির আয়তন ৭৬,৯২,০২৪ বর্গকিলোমিটার- যা পৃথিবীর আয়তনের প্রায় ৫.২%। মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) আয়তন ৯৬,২৯,০৯১ বর্গকিলোমিটার- যা পৃথিবীর আয়তনের প্রায় ৬.৫%। ৪৮ টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে
সামান্য ছোট এবং ব্রিটেন থেকে প্রায় ৩১.৫ গুণ বড় অস্ট্রেলিয়া। সাধারণত: অস্ট্রেলিয়ার উত্তরাংশে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকে। এমনকি শীতে দেশটির উত্তরাংশে আবহাওয়া থাকে বেশ উষ্ণ ও শুষ্ক। দক্ষিণ অংশে হালকা শীত থাকলেও এ অঞ্চল উষ্ণই থাকে। কখনো কখনো বৃষ্টি হয়। মাঝে মাঝে দেখা যায়, তীব্র দাবদাহ। গরমের তীব্রতায় যেন তেতে ওঠে গোটা দেশ। গত জানুয়ারিতে দেশটিতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারই প্রথম এখানে গড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, 'জানুয়ারির পাঁচটি দিন অস্ট্রেলিয়াজুড়ে তাপমাত্রা ছিল দৈনিক ৪০ ডিগ্রি সেলসিয়াস।'
জলবায়ু বিশেষজ্ঞদের মতে, 'অস্ট্রেলিয়ার একটি বড় অংশে জানুয়ারির বেশির ভাগ দিনই আমরা প্রচণ্ড দাবদাহ পরিস্থিতি দেখেছি। যা গড় সময় এবং তাপমাত্রা হিসেবে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এ ছাড়া বেশির ভাগ এলাকায় গড়ে বৃষ্টিপাতও কম ছিল। গরমে অনেক অধিবাসীও অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তির হার বেড়েছে। উচ্চতাপমাত্রার সঙ্গে উচ্চ আর্দ্রতা মিলিয়ে বিশ্বের সবচেয়ে গরম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি।'
সিডনির পেনরিথের তাপমাত্রা গত ৭ জানুয়ারি ২০১৯ সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যায়। ওই দিন সেখানে ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরবর্তীতে গত ৮০ বছরের ইতিহাস ভেঙ্গে সর্বোচ্চ এই তাপমাত্রা ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়।
ইরানের অন্যতম দর্শনীয় প্রাচীন স্থাপত্যশৈলীতে নির্মিত একটি হোটেল। (The most beautiful hotel in Iran?: Iran's oldest hotel might also be the country's, if not the region's, most beautiful. The Abbasi, which opened in the 1700s, represents authentic Persian design.)
ইরানের আবহাওয়া: বৈচিত্র্যের উপরে বৈচিত্র্য
অবাক করা বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জনপদ ইরান। এদেশে মরুদ্যান যেমন রয়েছে, তেমনি আছে পাহাড়-পর্বতের ঢেউ খেলানো অবারিত প্রকৃতি। এসব পাহাড় পর্বতের পাদদেশগুলো মনোলোভা রং-বৈচিত্র্যের অধিকারী। এ দেশটির একেক স্থানে একেক রকম আবহাওয়া থাকে। দেশটির উত্তর ও পশ্চিম এলাকায় সুউচ্চ পর্বতমালা অবস্থানের কারণে কাস্পিয়ান সাগর, ভূমধ্যসাগর ও পারস্য উপসাগরের আর্দ্র-আবহাওয়া দেশটিতে কোনো প্রভাব বিস্তার করে না। এর ফলে ইরানের বিভিন্ন এলাকার আবহাওয়া বিভিন্ন ও বিচিত্র ধরনের হয়ে থাকে। দেশটির পর্বতমালার বাইরের পাদদেশের আবহাওয়া আর্দ্র আর ভিতরের পাদদেশ থাকে শুষ্ক। কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরবর্তী ইরান এলাকার আবহাওয়া সমভাবাপন্ন এবং এখানে বিশেষ করে কাস্পিয়ানের পশ্চিম উপকূলে অবস্থিত গিলানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে বার্ষিক গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিম ইরানের আবহাওয়া ভূ-মধ্যসাগরীয়। উপত্যকাসমূহে গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম থাকে একই সময় সেখানকার পার্বত্য এলাকার আবহাওয়া থাকে ভারসাম্যপূর্ণ। আর শীতকালে ওইসব উপত্যকার আবহাওয়া থাকে ভারসাম্যপূর্ণ এবং পার্বত্য এলাকায় তখন প্রচণ্ড শীত পড়ে। দেশের দক্ষিণ এলাকার সর্বত্র আবহাওয়া আর্দ্র থাকলেও সেখানে প্রচণ্ড গরম বিরাজ করে।
ইরানের আরও কিছু ছবি।
জাতি বৈচিত্র্যের মত আবহাওয়ায়ও বৈচিত্র্য রয়েছে ভারতে: সিকিম, কুল্লো, মানালি যখন বরফে ঢাকা একই সময় রাজস্থানে প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়।
মৌসুম শব্দের অর্থ হলো ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ু প্রবাহেরও পরিবর্তন হয়। স্থলভাগ ও জলভাগের উত্তাপের পার্থক্যের ফলে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মতো মৌসুমি বায়ুরও সৃষ্টি হয়। ভারতের জলবায়ু ও বৃষ্টিপাতে এই মৌসুমি বায়ুর বিরাট প্রভাব পরিলক্ষিত হয়। এজন্য ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয়। ভারতের সিকিম, কুল্লো, মানালি যখন বরফে ঢাকা একই সময় রাজস্থানে প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়। ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক ও ভূতাত্ত্বিক উপাদানগুলো দেশের জলবায়ুকে অনেকাংশেই প্রভাবিত করে। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর-পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ও মালয়েশিয়া অবস্থিত। এ ছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূলরেখার সম্মিলিত দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার (৪,৬৭১ মাইল)। ভারতে চারটি প্রধান ঋতু দেখা যায়। যেমন শীত (জানুয়ারি ও ফেব্রুয়ারি), গ্রীষ্ম (মার্চ থেকে মে), বর্ষা (জুন থেকে সেপ্টেম্বর), এবং শরৎ ও হেমন্ত (অক্টোবর থেকে ডিসেম্বর)। দেশটির দক্ষিণ-পশ্চিম দিক থেকে সমুদ্রের ওপর দিয়ে আসা মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প থাকে। ফলে বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হয়। ভারতে পশ্চিম উপকূলের উত্তরাংশ, আসাম, মিজোরাম, পূর্ব হিমালয়, তরাই অঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে থাকে দক্ষিণ থেকে উত্তর ও উত্তর পশ্চিমে। একেবারে পশ্চিমে একই সময় কোনো বৃষ্টিপাত হয় না বললেই চলে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে ভারতে বৃষ্টিপাত খুব একটা হয় না, কেবল করমণ্ডল উপকূলে ডিসেম্বর মাসে কিছুটা বৃষ্টিপাত হয়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকালীন উষ্ণতা কিছুটা কমে যায়। মৌসুমি বৃষ্টিপাতের ফলে হিমালয় পর্বতসহ ভারতের বিভিন্ন অংশে চিরহরিৎ, পর্ণমোচী এবং সরলবর্গীয় বৃক্ষের গভীর অরণ্যে সৃষ্টি হয়েছে। এসব মিলিয়ে আবহাওয়া বৈচিত্র্যে ভারত সত্যিই এক বিস্ময়কর দেশ।
মন কেড়ে নেয়া কাশ্মির
শিমলা মানালির সৌন্দর্য্য
শিমলা মানালির সৌন্দর্য্য
বরফাচ্ছাদিত শিমলা মানালির অপরূপ প্রকৃতি
হিমালয়ের নৈসর্গিক পাহাড় চূড়া
হিমাচলের মুগ্ধ করা একটি দৃশ্য
সিমলা, মানালি, কুল্লু, কাশ্মিরসহ ভারতের বিখ্যাত কিছু পর্যটন স্থান, যে স্থানগুলোর অধিকাংশতে শীতকালে বরফ পড়তে দেখা যায়। বছরের অন্যান্য সময়ও কিছু স্থানে বরফ থাকে।
একপাশে বরফের শীতলতা আরেক পাশে মরুভূমির উষ্ণতা নিয়ে যুক্তরাষ্ট্র
পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। চার ঋতুর দেশ হিসেবে খ্যাত। কিন্তু ভৌগোলিক অবস্থানের প্রেক্ষাপটে পশ্চিমা দেশটির একেক স্থানে একেক ঋতু বৈচিত্র্যের দেখা মেলে। স্থান এবং পরিবেশগত দিক থেকে দেশটির ঋতু পরিবর্তন হয়ে থাকে। শরৎ, শীত, বসন্ত আর গ্রীষ্ম এই বর্ণালি চারটি ঋতু নিয়েই যুক্তরাষ্ট্রের ঋতুচক্র। অঞ্চলভেদে দেশটির বিভিন্ন স্থানে ঋতুচক্র পরিবর্তিত হয়ে থাকে। শরৎ দিয়ে দেশটির ঋতু গণনা শুরু হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই তিন মাস থাকে শরৎকাল। এ সময় ধীরে ধীরে সূর্যের তেজ কমতে শুরু করে। ক্যালেন্ডারের হিসাবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি- এই তিন মাস যুক্তরাষ্ট্রে শীত ঝেঁকে বসতে শুরু করে। যুক্তরাষ্ট্রের বার্ষিক গড় তাপমাত্রা ৭০.৭ ডিগ্রি ফারেনহাইট (২১.৫ ডিগ্রি সেলসিয়াস) থেকে আলাস্কায় ২৬.৬ ডিগ্রি ফারেনহাইট (-৩.০ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত নেমে আসে। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতাও বাড়তে শুরু করে। চারপাশ সাদা বরফের চাদরে ঢাকা পড়ে। শৈত্যপ্রবাহের কারণে শূন্যের অনেক নিচে তাপমাত্রা নেমে আসে। শীতের দাপট থেকে বাঁচতে পারে না যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমের রাজ্যগুলোও। শিকাগো, উইসকনসি, ইলিনয়, আইওয়া, মিনেসোটা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, কানসাস, মিজৌরি ও নেব্রাস্কায় হিমপ্রবাহের সৃষ্টি হয়ে থাকে। ফেব্রুয়ারি আসতে না আসতে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়াসহ উত্তর-পূর্বের রাজ্যগুলোতেও তাপমাত্রা দ্রুত নেমে আসতে থাকে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে আসে এবং জনপদ রীতিমতো থমকে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যখন শীতের কাঁপুনিতে কাবু দেশটির বেশ কয়েকটি রাজ্যে তখন চলে গ্রীষ্মের দাবদাহের খেলা। এর মধ্যে ফ্লোরিডা, হাওয়াই, আরাকানাস, ক্যালিফোর্নিয়া অন্যতম। এসব রাজ্যের তাপমাত্রা বছরজুড়ে গ্রীষ্মকালের মতো থাকে। এখানকার গড় তাপমাত্র ৭০ ডিগ্রি ফারেনহাইটে (২১ ডিগ্রি সেলসিয়াস) ওঠানামা করে। মার্চ, এপ্রিল, মে এই তিন মাস চলে ঋতুরানীর অভিষেক। চারদিক ফুলে ফুলে ভরে উঠতে শুরু করে। সবুজের জোয়ার আসে গাছে গাছে। বাতাসে তখন চলে রোমান্সের গন্ধ। এরপরই আসে জুন, জুলাই আর আগস্ট। জুনের শেষ থেকেই যুক্তরাষ্ট্রে গরম বাড়তে শুরু করে। এ সময় বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। জুলাই শুরু হতে না হতেই এটি তাপপ্রবাহে রূপ নেয় এবং আগস্ট মাস পর্যন্ত সূর্য দেখায় তার আসল রূপ। তীব্র গরমে যুক্তরাষ্ট্রের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা আগের সব রেকর্ডকেও ছাড়িয়ে যায়। হাওয়াই এবং আলাস্কা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বছরে গড় তাপমাত্রা ৫২.৭ ডিগ্রি ফারেনহাইট (১১.৫ ডিগ্রি সেলসিয়াস)। সমুদ্রাঞ্চলে ঘুরে বেড়ানো এবং সাঁতার কাটার জন্য সবচেয়ে উপযুক্ত সময় জুলাই মাস।
মালয়েশিয়া: বৈচিত্র্যহীন একই ঋতুর দেশ
কখনো রোদ, কখনো বৃষ্টি। কখনো ভেলা বা সাদা চাদরের রূপ নেয় মেঘের দল। সারা বছর এমনই একঘেয়ে আবহাওয়া বিরাজ করে এখানে। অর্থাৎ সারা বছর একই তাপমাত্রা থাকে। এটি পৃথিবীর সুন্দরতম দেশ মালয়েশিয়ার আবহাওয়া। এখানে নেই কোনো শরৎ, হেমন্ত ও শীতের মতো ঋতু। সারা বছর এমনই বৈচিত্র্যহীন আবহাওয়া বিরাজ করে মালয় দেশে। এক কথায়, দেশটি সারা বছর এক ঋতুর ফাঁদে আবদ্ধ। হালকা শীত অনুভূত হয় শীতকালহীন কেবল জানুয়ারি মাসজুড়ে। ঠিক হেমন্তের শিশির ভেজা রাতের মতো। তবে, বৃষ্টি কিন্তু সঙ্গ ছাড়ে না। আর ভোরের সোনালি সূর্যোদয়ের পর পরই পাল্টে যায় আবহাওয়া প্রেক্ষাপট। কিছুটা ব্যতিক্রম আবহাওয়া থাকে মার্চ মাসে। দেশটির কুয়ালালামপুরে মার্চ মাসজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকে প্রায় ৮২ ডিগ্রি ফারেনহাইট (২৮ ডিগ্রি সেলসিয়াস)। সারা বছর রোদ-বাদলের খেলা থাকলেও সেপ্টেম্বর মাসে থাকে চড়া রোদ। এ মাসে সর্বোচ্চ দৈনিক ৮ ঘণ্টা রোদ তার দাপট দেখায়। মালয়েশিয়ায় সারা বছর বৃষ্টি হয়। এখানকার গড় বৃষ্টির পরিমাণ প্রায় ২৯০ মিলিমিটার। সবচেয়ে অবাক করা বিষয় হলোÑ দেশটির স্থানীয়দের মধ্যে কেউই সঠিকভাবে বলতে পারেনি, মালয়েশিয়ায় কয় ঋতু বা নাম কী কী ইত্যাদি। তাই তো বিশ্বজুড়ে মালয়েশিয়া একমাত্র এক ঋতুর দেশ হিসেবে পরিচিত।
ছোট্ট দেশ সিঙ্গাপুর: আবহাওয়ায় নেই কোনো বৈচিত্র্য
সিঙ্গাপুরকে বলা হয় ‘লাভ ইন সিঙ্গাপুর’। পৃথিবীর বুকে সিঙ্গাপুর সত্যিই এক অসম্ভব সুন্দর ও মনোমুগ্ধকর দেশ। কিন্তু দেশটির আবহাওয়া বেশ কষ্টকর। সারা বছর এখানে গরম এবং বৃষ্টি হয়। অর্থাৎ এখানে বছরজুড়ে থাকে রোদ-বাদলের খেলা। এখানকার তাপমাত্রা সাধারণত ৭৬ ডিগ্রি ফারেনহাইট থেকে ৮৯ ডিগ্রি ফারেনহাইট (২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত বিরাজ করে। তবে তাপমাত্রা ৭৫ ডিগ্রি ফারেনহাইটের (২৩ ডিগ্রি সেলসিয়াস) নিচে নামে কম। একইভাবে তাপমাত্রা সর্বোচ্চ ৯২ ডিগ্রি ফারেনহাইটের (৩৩ ডিগ্রি সেলসিয়াস) ওপরে উঠেও কম। তাই বলা হয়, সিঙ্গাপুর বছরজুড়ে একই হাওয়ার দেশ। বছরের পর বছর এমন আবহাওয়া দেখে আসছে সিঙ্গাপুরবাসী। ভৌগোলিক কারণেই নাকি এমনটা হয়ে থাকে। অবস্থানগত দিক থেকে দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্ব দেশ। এখানে সারা বছরই তাপমাত্রা এবং আর্দ্রতা দুইই বেশি থাকে। তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এখানকার তাপমাত্রা খুব বেশি ঠাণ্ডাও থাকে না। আবার খুব বেশি গরমও থাকে না। অর্থাৎ এই তিন মাসে দেশটির আবহাওয়া থাকে বেশ নাতিশীতোষ্ণ। সিঙ্গাপুরে বর্ষাকাল থাকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সে সুবাদে দেশটি ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো জুলাই থেকে অক্টোবর মাস।
একপাশে হিমালয় অন্য পাশে সবুজের সমারোহ নিয়ে সুবিশাল চীন
পৃথিবীর সবচে' বেশি জনসংখ্যার বিশাল দেশ চীন। আয়তনেও বিশাল এই দেশ। আয়তনে চীনের অবস্থান বিশ্ব মানচিত্রে চতুর্থ। এটি প্রায় ৯,৫৯৮,০৯৪ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় ৬.৪%। দেশটির এক পাশেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া হিমালয়। আর হিমালয়ের কথা মনে হলেই হয়তো চোখের সামনে ভেসে ওঠে জমাটবাঁধা ঠাণ্ডা বরফে ঢাকা পর্বতরাশি। এখানকার বরফের চেহারা শুধু সাদা পানিতেই সীমাবদ্ধ নয় বরং ধারণ করে মনোমুগ্ধকর বিচিত্র চেহারা। কোথাও গড়িয়ে নামা পানি পরিণত হয় ধারালো বরফে। হঠাৎ দেখলে যে কেউ ভেবে বসতে পারেন, সাদা লেস ঝুলিয়ে কেউ বুঝি নকশা করেছে। দেখতে পাবেন ডোরাকাটা বরফ। এই হিমালয় পর্বতমালা বক্রাকারে ভারত আর নেপাল-সংলগ্ন চীন সীমান্তে ২৪০০ কিলোমিটার ধরে বিস্তৃত। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা ৬০০০ মিটার। এটি বিশ্বের উচ্চতম ও বৃহত্তম পর্বতমালা। একপাশে যখন বরফে ঢাকা হিমালয় অন্য পাশে চীনের ১৫০০ টিরও বেশি নদীর অববাহিকার আয়তন ১০০০ বর্গ কিলোমিটারের বেশি। এসব নদীর চারপাশে রয়েছে মাইলের পর মাইলজুড়ে নানা প্রকৃতির বনাঞ্চল। চীনকে নদীর দেশ বললেও ভুল কিছু বলা হবে না। যে নদীগুলোকে অভ্যন্তরীণ নদী ও বহির্গামী নদী এই দুই ভাগে বিভক্ত করা যায়। সমুদ্রে প্রবাহিত হওয়া বহির্গামী নদীগুলোর অববাহিকার আয়তন চীনের স্থলভাগের মোট আয়তনের ৬৪%। আবার চীনকে একটি পর্বতময় দেশও বলা যেতে পারে। কারণ দেশটির মোট আয়তনের দুই-তৃতীয়াংশ পর্বত, ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত। আরও সঠিকভাবে বলতে গেলে চীনের ৩৩% উঁচু পর্বত, ২৬% মালভূমি, ১৯% অববাহিকা, ১২% সমতলভূমি এবং প্রায় ১০% পাহাড়। কয়েক মিলিয়ন বছর আগে ছিংহাই-তিব্বত মালভূমি সৃষ্টি হয়। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় চীনের একপাশে বরফে ঢাকা পর্বত অন্য পাশে অর্থাৎ যতই সাগরের দিকে চোখ যায় ততই সবুজ আর সবুজ। সবুজ যেন হাতছানি দিয়ে ডাকছে আপনাকে।
কিন্তু সবুজের এই মায়াময় ডাক বুঝি বেশি দিন আর থাকছে না চীনের ক্ষেত্রে। ইদানীং আশঙ্কা করা হচ্ছে, দেশটির অবকাঠামো খাতের ওপর জলবায়ু পরিবর্তনের ভয়ানক প্রভাব পড়েছে। বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হারের চেয়ে চীনে তাপমাত্রা বৃদ্ধির হার মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। ২০৩৩ সাল নাগাদ চীনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ক্ষতিকর গ্যাসের বৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে বলেও গবেষকদের পূর্বাভাস রয়েছে। আর বিগত দিনের অভিজ্ঞতায়, বিশ্বের সবচেয়ে দূষণকারী দেশের তালিকায় প্রথম স্থানটি ইতোমধ্যেই চলে গেছে চীনের দখলে। সমাজ সংস্কারক এবং বিশেষজ্ঞরা তাদের মতামতে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের অতীত এবং ভবিষ্যতের অবস্থাগুলো বিবেচনায় রেখে নিরাপদ বৈশ্বিক আবাস গড়ে তুলতে হলে প্রকৃতিকে ভালোবাসতেই হবে। প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে গড়ে তুলতে হবে সখ্যতা। দেদারসে বনবনানী ধ্বংস নয়, কৃত্রিমতার ছদ্মাবরনে রঙিন জগত নয়, চাই সবুজে মোড়া, অরন্যে ঘেরা মায়াময় প্রাকৃতিক সেই আগের পৃথিবী।
উইকিপিডিয়া, cplusbd.net, বিডিস্টাডি২৪, বিডি প্রতিদিন অবলম্বনে..।
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৭
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতিতে পোস্ট সম্মানিত হলো।
সুচিন্তিত মন্তব্য অনুধাবনের দাবি রাখে।
অনি:শেষ কৃতজ্ঞতা। শুভকামনা, প্রিয় কবি।
২| ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
ভুয়া মফিজ বলেছেন: আপনার আবহাওয়া-কথন চমৎকার লাগলো।
একটা দেশ যতো বড় হবে, তার আবহাওয়া বৈচিত্র ততো বেশী হবে...সাধারনতঃ। কানাডা, রাশিয়া যদিও ব্যাতিক্রম।
অস্ট্রেলিয়া এমন একটি দেশ, যার অবস্থান পুরো একটি মহাদেশজুড়ে। কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ হয়। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেই হিসাব মেলানোর সুযোগ নেই। অস্ট্রেলিয়া একটা মহাদেশই। এটা ১৪টা স্বাধীন দেশ নিয়ে একটা মহাদেশ। তবে এটা বলতে পারেন যে, এটা পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। একটু ঠিক করে নিবেন, কষ্ট করে।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৯
নতুন নকিব বলেছেন:
মিসিংটা ধরিয়ে দেয়ায় কৃতজ্ঞতা।
অত্যন্ত সুন্দর মন্তব্য ভালো লাগলো।
শুভকামনা সবসময়।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
অনুভব সাহা বলেছেন:
এতবড় পোস্ট না লিখে ছবিসহ পর্ব আকারে দিতে পারতেন।
বৈচিত্র্যের দিক থেকে আমার পছন্দের দেশ ভারত। বিরক্ত লাগে শুধু মোদি সরকারের উগ্রতা দেখে দেখে
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১
নতুন নকিব বলেছেন:
হ্যা, পর্বাকারে করা যেত। পরবর্তীতে আপনার কথা মনে রাখার চেষ্টা থাকবে।
বৈচিত্র্যের দিক থেকে আমার পছন্দের দেশ ভারত। বিরক্ত লাগে শুধু মোদি সরকারের উগ্রতা দেখে দেখে।
দারুন বলেছেন। ধন্যবাদ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৫
আরোগ্য বলেছেন: খোদা তা'লার মহিমা।
চমৎকার পোস্ট।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
জ্বি, মহিমা তাঁরই। কিন্তু কেউ কেউ সত্যটাকে পাশ কাটিয়ে যেতে চায়।
ধন্যবাদ এবং শুভকামনা।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: অসাধারন সুন্দর লেখা।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২
নতুন নকিব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১:০১
ল বলেছেন: অবনত মস্তকে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৩
নতুন নকিব বলেছেন:
বাহ! দারুন মন্তব্য, প্রিয় কবি ভাই।
অভিনন্দনসহ শুভকামনা।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৫২
করুণাধারা বলেছেন: চমৎকার পোস্ট তবে কিছুটা বড়! তাই কয়েক দফায় পড়া শেষ করতে হলো। কিছু জানা গেল পোস্ট পড়ে।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৫
নতুন নকিব বলেছেন:
জ্বি, পোস্ট কিছুটা বড় হয়ে গেছে। আপনাকে কষ্ট দেয়ায় দু:খিত!
পরবর্তীতে পর্বাকারে দেয়ার চেষ্টা থাকবে।
অসংখ্য ধন্যবাদ।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৫
নাসির ইয়ামান বলেছেন: "তারা কি ওপরস্থিত আসমানের দিকে তাকিয়ে দেখে না,কীভাবে সেটা নির্মাণ করেছি এবং সজ্জিত করেছি,যার কোন ফাক-ফোকর নাই!
(আল কোরান)
মনোনুগ্ধকর পোস্ট! ধন্যবাদ জানবেন।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৫
নতুন নকিব বলেছেন:
সুন্দর মন্তব্য। অভিনন্দন।
শুভকামনা সবসময়।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
অন্তরা রহমান বলেছেন: দারুন পোস্ট। অনেক কিছু জানলাম। এর মধ্যে কিছু আগে হতে জানা থাকলেও বেশিরভাগই নতুন। ভালো লাগলো পড়ে। ভালো থাকবেন।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৬
নতুন নকিব বলেছেন:
আপনার উচ্ছৃসিত প্রশংসায় পোস্ট দেয়া স্বার্থক মনে হচ্ছে।
অনি:শেষ শুভকামনা।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
মা.হাসান বলেছেন: আল্লাহ সব জায়গায় নিদর্শন রেখেছেন, তবে তা চিন্তাশীলদের জন্য। একই দেশের কোথাও খরা আবার কোথাও বন্যা- দূরে যেতে হবে না, গত বছর (অথবা তার আগের বছর)ই এমন হয়েছিল বাংলাদেশে।
কিছু গোষ্ঠির পার্মানেন্ট লক্ষ্য হয়ে গেছেন আপনি। পোস্টে ফ্লাডিং করায় ব্যর্থ হয়ে এখন রিলোড অব্যহত রেখেছে। অ্যাডমিনও বরাবরের মতো এই রিলোডকারিদের বিষয়ে উদাসিন। মন্তব্যে ছবি অ্যাড করার অপশন সবাইকে গন ভাবে না দিলেই ভালো হতো।
কুকুরের মালিকদের বোঝা উচিৎ কুকুর পাললে leash ব্যবহার করা উচিৎ। কুকুর কামড়াইলে আমরা কুকুরকে কামড়াবোনা তবে কোনদিন পাইলে ডান্ডা মেরে সোজা করে দেব।
আল্লাহ আপনার লেখায় অারো বরকত দিন। পোস্টে অনেক প্লাস।
১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৭
নতুন নকিব বলেছেন:
প্রথমেই আপনাকে এই পোস্টে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি।
আল্লাহ সব জায়গায় নিদর্শন রেখেছেন, তবে তা চিন্তাশীলদের জন্য। একই দেশের কোথাও খরা আবার কোথাও বন্যা- দূরে যেতে হবে না, গত বছর (অথবা তার আগের বছর)ই এমন হয়েছিল বাংলাদেশে।
সঠিক বলেছেন। নিদর্শন আল্লাহ পাক চিন্তাশীলদের জন্যই রেখেছেন। আর হ্যা, বাংলাদেশে আবহাওয়ার এমন তারতম্য ঘটেছিল সম্প্রতি।
কিছু গোষ্ঠির পার্মানেন্ট লক্ষ্য হয়ে গেছেন আপনি। পোস্টে ফ্লাডিং করায় ব্যর্থ হয়ে এখন রিলোড অব্যহত রেখেছে।
এ ব্যাপারে ব্লগে কথা বলে অনেকের নিকট থেকে যা জানলাম, তাতে মনে হলো, এমনটা সিস্টেমের কোনো ফল্টের কারণেও নাকি হতে পারে। প্রকৃত ব্যাপার যেহেতু জানি না, কেউ যদি এগুলো করে থাকেন, তাদের এসব থেকে বিরত থাকা উচিত বলে মনে করি।
বিষয়টি যে আপনার দৃষ্টি এড়ায়নি তাতেই মনে হলো, আপনি এসব ব্যাপারে নজর রাখেন। আবারও ধন্যবাদ অাপনাকে। অনেক ভালো থাকুন সবসময়। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করছি।
১১| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪১
বাংলার মেলা বলেছেন: অস্ট্রেলিয়া কোন মহাদেশ নয়, এটি ওশেনিয়া মহাদেশের ৮২% জুড়ে থাকা সর্ববৃহৎ দেশ। তাছাড়া অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট মহাদেশও নয় - আকৃতির দিক থেকে এটি ইউরোপের চেয়েও বড়। তবে ল্যান্ড এরিয়া হিসাব করলে এটি ইউরোপের অর্ধেকেরও বেশি ছোট। অস্ট্রেলিয়ায় তেমন কোন ঋতু বৈচিত্র্য নেই। বিচ্ছিরি আবহাওয়ার দেশ। গরমের দিন থাকে শুষ্ক, শীতে নামে বৃষ্টি - এরকম জঘন্য দেশে মানুষ থাকে?
জনাবের উল্লেখ করা দেশগুলোর মাঝে কোন কোন দেশ গমনের বাস্তব অভিজ্ঞতা হয়েছে - জানতে পারি?
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২২
নতুন নকিব বলেছেন:
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা।
আসলে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সউদি আরব গমন ব্যতিত নিছক ভ্রমনের জন্য অন্য কোনো দেশে যাওয়া হয়ে ওঠেনি। তবে কর্মজীবনে মিশর, ইরান, চীন, থাইল্যান্ড, ইতালি, গ্রিস, রোমানিয়া, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইনডিয়া, তাইওয়ানসহ অনেক দেশের লোকের সাথে দীর্ঘ দিন কাজ করার সুবাদে এসব দেশে না গিয়েও অনেক দেশকে দূর থেকে দেখার কিছুটা সুযোগ হয়েছে। আল্লাহ পাক তাওফিক দিলে কিছু দেশে যাওয়ার ইচ্ছে রয়েছে।
আপনার বিদেশ ভ্রমনের অভিজ্ঞতাগুলো জানতে পারলে ভালো লাগতো। বিভিন্ন দেশের মানুষের সাথে মিশতে পারার ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করে। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কালচার, সভ্যতা ইত্যাদি সম্মন্ধে ধারণা নেয়ার ভেতরে অনেক কিছু জানার এবং শেখার রয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবহাওয়ার বৈচিত্রময় পোষ্টে ভাললাগা রইল ভায়া
সত্যিই ভাবলে বিস্মিত হতে হয় বৈকি?
কি বিচিত্র আবহাওয়ার গতি প্রকৃতি! একই সময়ে কি নিদারুন বৈপরিত্য এখানে ওখানে।
তবে আমাদেরও সচেতন হবার সময় এসেছে। ক্ষমতার দম্ভে অস্ত্রপ্রতিযোগীতা, অস্ত্র পরীক্ষার নামে জলে স্থলে, অন্তরীক্ষে আমরা যে অনাচার করছি, আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করে! নদীতে বাঁধ দিয়ে, অতিরিক্ত কার্বন ডাই অক্ষাইড তৈরী করে, বৃক্ষ বনভূমি, পাহাড় ধ্বংস করে যে ক্ষতি করছি- মূলত নিজেদেরই। প্রকৃতির তার নিয়মে অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে। যা আমাদের জন্য হবে ভয়াবহ!
তাই আধুনিকতার নামে, ব্যক্তি গত সূখের নামে এসি সহ পরিবেশের জন্য ক্ষতিকর সকল প্রকার পণ্য বর্জন করে পৃথিবীকে সুরক্ষায় অবদান রাখার কথা ভাবা উচিত! নয়তো আজকের আমাদের স্বেচ্ছাচারে আগামীর আমাদের প্রজন্মই ভয়াবহ ভোগান্তি ভুগবে।