নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৩



ইচ্ছে করে হ্যামিলিওনের বাঁশিওয়ালার সেই বাঁশিটা বাজাই,
প্রজাপতির ডানার মত রঙিন করে দেশটাকে ফের সাজাই।
যে বাঁশিতে সুর ওঠালে,
জাগবে সবাই একই তালে,
নতুন গানে নতুন দিনে জাগবে সবাই প্রাণের আয়োজনে,
দূর করে নিদ কুহেলিকা আনবে প্রভাত আলোর গুঞ্জরনে।

ইচ্ছে করে মিনারজুড়ে ফুঁকে দিই পুন: বেলালের সে আজান,
তাকবীর ফিরিয়ে আনুক জগতে সাম্য শান্তি সত্যের আহবান।
মিথ্যের বেশাতি মুছে দিয়ে,
নতুন সূর্যের পরশ নিয়ে,
জাগবে মানুষ বিশ্বজুড়ে উঠবে গেয়ে মানবতার নব জয়গান,
অধিকার ফিরে পেয়ে মাজলুমানের উঠবে ভরে মন প্রাণ।

ছবি: অন্তর্জাল।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৩:২৫

রাফা বলেছেন: বেশ ভালো ইচ্ছে - প্রকৃত দেশপ্রেমই দেশটাকে সাজানোর জন্য যথেষ্ট।

ভালো লিখেছেন,
ধন্যবাদ,ন.নকিব।

২| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৫

মুক্তা নীল বলেছেন:
নকীব ভাই ,
সুন্দর আহ্বান, দেশ ও মানবতার জন্য ++

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৭

বলেছেন: পুনঃ --- পুনরায় এভাবে হবে মনে হয়।।

৪| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৫| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৭

নীল আকাশ বলেছেন: ইচ্ছে ছাড়া আর কিছু দরকার নেই সব কিছু নতুন করে সাজানোর।

৬| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৮

ইসিয়াক বলেছেন: ভালো

৭| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হ্যামিলনের বাঁশিঅলা নিয়ে আমিও লিখেছিলাম
২০১৭ সালে


October 5, 2017 ·
©কাজী ফাতেমা ছবি
#হ্যামিলনের বাঁশিওয়ালা
হ্যামিলিয়নের বাঁশিওয়ালা কোথায় আপনি!
এবেলা এখানে কি একবার ফিরে আসা যায় না!
এই শহরের মানুষগুলো ভিতর হিংসা বেড়ে গেছে
দয়ামায়াহীন মানুষগুলো অন্যের ধন হাতিয়ে নিবে বলে
ওঁৎ পেতে বসে থাকে!
মানুষগুলো ইঁদুরের মত কচকচ করে কাটে মানুষের মন
কখনো তাদের শৌখিন তৈজস,
কখনো মন দেরাজে ঢুকে ভিতর বাড়ির আসবাব কেটে কুটে ধূলোয় দেয় মিশিয়ে।
এই শহরের মানুষগুলো তেলাপোকার মতই
মন ঘরের কোণায় কোণায় আক্রমণ চালায়
মনের ভিতর ঘেন্নার বাস, বিতৃষ্ণা তুঙ্গে।
ও বাঁশিওয়ালা শুনেছি, আপনার মধুর সুরের বাঁশি
ঠোঁটে ছুঁয়ালেই নাকি যাদু মন্ত্র সুরে সম্মোহিত হয় সবাই!
আপনি কি আসবেন একবার এই শহরে?
এই শহরের মানুষগুলোর ভিতর ঈর্ষা অহম লোভ ঢুকে গেছে
এখানে কেউ কারো ভাল চায় না
কেবল বাঁকা চোখের চাহনি
কথা বিষ তীর ফলা ছুঁড়ে মারে অবহেলায় মানুষ মানুষের মনে।
আপনি জানেন, মানুষগুলোকে ভালবেসে কলিজা ছিঁড়ে দিলেও বলে এতে পোষায় নি,
আমার চোখ চাই, কিডনি চাই, রক্ত চাই রক্ত!
কি করে মানুষ মানুষের চোখে চোখ রেখে কেড়ে নেয় শান্তি,
ইশ আপনি যদি দেখতেন এসে!
বিনিময়ে কি চান হ্যামিলন?
মনের ভিটামাটির দখল?
হীরা মতি পান্না হেম? মুক্ত হাওয়া?
সবুজের ডালায় শুদ্ধ অক্সিজেন? প্রজাপতি, পাখি?
নদী পাহাড় ঝর্ণা কিংবা ঐ নীল সমুদ্র'টা?
বলুন না কি চান? চাঁদ'টা কিংবা ঝিঁঝিঁ জোনাকি?
অবারিত সবুজের মাঠ? স্বচ্ছ জলের পুকুর দীঘি কিংবা উন্মুক্ত ডোবা?
বলুন কি চান! অকপটে দিয়ে দেব সব আপনায়!
কেবল মানুষ নামে যে অমানুষগুলো এই শহরের অলিগলিতে
বাস করে
ওদেরকে আপনার বাঁশির সুরে সম্মোহিত করুন প্লিজ!
জঞ্জাল পরিষ্কার করে দিন, আমি শান্তি চাই!
বিনিময়ে যা চান তা-ই পাবেন
একবার কেবল আমার ডাকে সারা দিন বাঁশিওয়ালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.