নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

এই শহরে কেমনে করি বাস?

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৮



ময়লা আবর্জনায় ভরা শহর,
এই শহরে কেমনে করি বাস?
দিন দুপুরে ছুটছে মশার বহর,
যতন করে ডেঙ্গুর করছি চাষ!

ডেঙ্গুরা আজ বড়ই বেপরোয়া,
ঘরে বাইরে আতংকিত মানুষ।
অব্যবস্থায় জীবন যাচ্ছে খোয়া,
দিশেহারা মানুষ হারায় হুঁশ।

এই শহরে কততো কি যে গলি!
গলির ভেতর দম নেয়া কি যায়?
এই শহরে কেমনে যে পথ চলি!
ফুটপাতেও দখলদারির দায়!

এই শহরে শ্বাস নেয়াও ভারী,
নিশ্বাসে বিষ বাতাস যেন গরম!
শহরজুড়ে ডেঙ্গুর মহামারি,
নগরকর্তার হয় না তবু শরম!

এমন যদি হতো অন্য দেশে,
ডেঙ্গু নিত এতো লোকের প্রাণ।
ব্যর্থতার দায় কাঁধে অবশেষে,
উজির যেত দেশকে দিতে ত্রান।

ছবি: অন্তর্জাল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩১

শায়মা বলেছেন: তবুও মোরা এই শহরেই
করছি তো বেশ বাস!
ডেঙ্গু থেকে এবার রক্ষা
হবেই করছি আঁশ!

পরের বছর ফের আবারো
ধরবো নতুন আঁশ!

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫১

নতুন নকিব বলেছেন:



দুর্দান্ত সব প্রত্যাশারা,
কবির কথায় দিচ্ছে সাড়া,
আগামীবার বাঁচার জাগায় আশ,
তাহলে তো রুখতে হবে ডেঙ্গুরই চাষবাস।

ছন্দোবদ্ধ মন্তব্যে অভিনন্দন। কৃতজ্ঞতাসহ শুভকামনা।

২| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৭

ওমেরা বলেছেন: ডেঙ্গুর কারনে আমাদের এক প্রতিবেশী দেশে যাওয়ার টিকেট বাতিল করেছে।

৩| ০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: এই শহরের গজব অবস্থা। বাস করা খুব যন্ত্রনাদায়ক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.