নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
পোড়া মন শুধু জানে
ছবিঃ অন্তর্জাল থেকে সংগৃহিত।
দিনগুলো বয়ে যায়,
অগোচরে হায় হায়,
আমলের খাতায় জমে - শুন্যতা
পোড়া মন শুধু জানে,
মদিনার পথপানে,
কী যে টান পেতে চায় - পূর্ণতা
আমালে সালেহ নেই,
তাঁর ভালোবাসাতেই,
বেঁচে যদি যেতে পারি - আশা
জীবন তো থেমে নেই,
পাপাচারও চলছেই,
ক্ষমার বাসনা বাধে মনে - বাসা
অচেনা অচিন দেশে,
একদা একেলা এসে,
বেখেয়াল সময় গেল - ফুরিয়ে
ক'দিনের খেলা শেষে,
একাকি পথিক বেশে,
পুনঃযাত্রা কিছু পথ - ঘুরিয়ে
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭
নতুন নকিব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ দাদা...
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮
নতুন নকিব বলেছেন:
অভিনন্দন চমৎকার মন্তব্যে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪
করুণাধারা বলেছেন: কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে। কথাগুলোও চমৎকার হয়েছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। অনেক দিন পরে আমার কোনো পোস্টে আপনার উপস্থিতি। খুবই ভালো লাগছে। শুভকামনা জানবেন।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪০
নতুন নকিব বলেছেন:
শুকরিয়া। শুভকামনা জানবেন।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
অনেকদিন পর আপনার লেখা ব্লগে দেখলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। জ্বি, ঠিকই বলেছেন অনেকদিন পরেই। কারণ,
ইচ্ছেগুলো কেমন যেন আগের মত দেয় না দোলা,
জ্ঞান গরিমায় গুণীর ভিড়ে থাক না দূরে আত্মভোলা।
শুভকামনা।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ
১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২১
নতুন নকিব বলেছেন:
জাজাকুমুল্লাহ। শুকরান।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮
বাকপ্রবাস বলেছেন: দারুণ