নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুহূর্তকতক

২১ শে জুন, ২০২৪ সকাল ১০:১৮

মুহূর্তকতক

ছবি কৃতজ্ঞতাঃ ফ্রিপিকডটকম

সন্তানের আগমনকালে উচ্চারিত হয় আযানের ধ্বনি
অতঃপর মৃত্যু পর্যন্ত বিলম্বের পরে পড়া হয় নামায,
জীবন যে আসলেই ক্ষুদ্র তার সহজ ও প্রকৃষ্ট প্রমাণ
আযান হতে ইকামত, মুহূর্তকতকই তো পূর্ণ জীবন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৪ বিকাল ৩:১৬

শায়মা বলেছেন: খুবই সুন্দর ছবি আর কবি ভাবনা ভাইয়া। :)

২৮ শে জুন, ২০২৪ বিকাল ৩:০৯

নতুন নকিব বলেছেন:



আন্তরিক মন্তব্যে প্রীত, প্রিয় বোন।

২| ২২ শে জুন, ২০২৪ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




বাহ.... এভাবে তো ভেবে দেখিনি! আযান দিয়ে স্বাগত জানানো আর নামায দিয়ে চীরবিদায় !!!!!!!!!
আসলেই, আযান আর নামায এর মুহূর্তকতক ফারাকটুকুর মতোই জীবন আর মৃত্যুর দুরত্ব।

২৮ শে জুন, ২০২৪ বিকাল ৩:১৭

নতুন নকিব বলেছেন:



জ্বি, ঠিকই বলেছেন, আমাদের অনেকেরই এভাবে বিষয়টা ভাবনায় আসে না, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে, জীবন শুধুমাত্র কিছু মুহূর্তেরই সমষ্টি এবং নিঃসন্দেহে খুবই সংক্ষিপ্ত। আর সবচেয়ে বড় কথা, জন্ম এবং মৃত্যুর মাঝখানের অতি মূল্যবান জীবন নামক এই সময়গুলোকে সঠিক ও উত্তম কাজে ব্যয় করা আমাদের প্রত্যেকেরই উচিত। কারণ, এই বাস্তবতার বাইরে আমরা কেউই নই।

শুকরিয়া।

৩| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:




বিশাল এলাকায় একটি মাত্র গাছ , এ যে বড় বড় একটি উদ্বেগের বিষয় ।
বিশ্ব অর্থনীতি সংস্থা (ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম) এক লক্ষ কোটি অর্থাৎ এক ট্রিলিয়ন
গাছ লাগানোর প্রচার শুরু করেছে। এই উদ্যোগের নাম 1t.org - ১টি.অরগ।
গাছ লাগানো হবে পৃথিবীজুড়ে। এটা কোনো নতুন বিষয় নয়। ২০১৫ সালে একটি
হিসাবে পাওয়া যায় যে, পৃথিবীতে এখন কমবেশি ৩ ট্রিলিয়ন বৃক্ষ আছে। মানুষ
দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে যে কার্বন-ডাই-অক্সাইড বাতাসে ত্যাগ করছে তাকে
শোষণ করতে হলে আরও ১.২ ট্রিলিয়ন গাছ লাগানো চাই। যদি গাছ লাগানো
না হয় তাহলে এই কবিতার কথা মালায় থাকা জীবন হতে থাকবে আরো
অনেক বেশী ক্ষুদ্রতর, জন্মের সাথে সাথেই হয়তবা গুনতে হবে শেষ দিনের
কথা । হায়াত মওত সবই অবশ্য হবে মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় ।
তারপরেও জীববৈচিত্রের জীবনের প্রয়োজনে বৃক্ষ রোপনের মাত্রা বাড়াতে
হবে সর্বত্রই অতি যতনে ।

সুন্দর ভাবমুলক কবিতাটির জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল ।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



জ্ঞানগর্ভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। গোটা জীব জগতের বেঁচে থাকার জন্য অধিক পরিমান গাছের প্রয়োজনীয়তার বিষয়টি এককথায় অনস্বীকার্য।

শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.