নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এবং অবৈধ ভারতীয় অভিবাসী ইস্যুতে হতাশ মোদি

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৪

বাংলাদেশ এবং অবৈধ ভারতীয় অভিবাসী ইস্যুতে হতাশ মোদি

ছবিঃ অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বিশাল প্রত্যাশা নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেন, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি ছিল তার প্রথম আমেরিকা সফর। ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য, প্রতিরক্ষা এবং অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। তবে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কাছে নালিশ করে মোদি প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হন, যা স্পষ্টতঃ তাকে গভীর হতাশায় নিমজ্জিত করেছে।

সফরের সময়, মোদি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ট্রাম্পের সমর্থন কামনা করেন। তবে, ট্রাম্প এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে অনিচ্ছা প্রকাশ করেন। এতে মোদি অত্যন্ত হতাশ হন, কারণ তিনি আশা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের অবস্থানকে সমর্থন করবে।

অন্যদিকে, অবৈধ ভারতীয় অভিবাসীদের বহিষ্কারের বিষয়ে মোদির অনুরোধ সত্ত্বেও, ট্রাম্প প্রশাসন তাদের কঠোর নীতি অব্যাহত রেখেছে। সম্প্রতি, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয়দের বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে, যেখানে তাদের হাত-পা বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এ ধরনের ঘটনা মোদির জন্য অত্যন্ত বিব্রতকর এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমেরিকা থেকে দ্বিতীয় দফায় ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে এসেছে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ একটি পরিবহণ বিমান। ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে তা অমৃতসরে অবতরণ করে। এর আগে চলতি মাসের শুরুতে প্রথম ধাপে তারা পাঠিয়েছিল ১০৪ জনকে। সর্বশেষ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরো একটি বিমানের ভারতে আসার কথা।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফর মোদির জন্য প্রত্যাশিত সাফল্য বয়ে আনতে পারেনি। বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের নিরপেক্ষতা এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কঠোর নীতি মোদির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করেছে। ফলে, মোদি বর্তমানে মানসিকভাবে চাপে আছেন এবং তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটছে।

সার্বিকভাবে, মোদির যুক্তরাষ্ট্র সফর তার জন্য হতাশাজনক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের কাছ থেকে সমর্থন না পাওয়া এবং অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর মার্কিন কঠোর নীতি মোদির রাজনৈতিক কৌশল ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটছে, যা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

ক্ষমতার দাপটে মদমত্ত অন্ধ মোদির এই শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিতভাবেই রয়েছে। শুধু এতটুকুই নয়, আরও অনেক শিক্ষা তার জন্য অপেক্ষা করছে। কারণ, তিনি তার সাম্প্রদায়িক নীতিতে ভর করে গোটা ভারতকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছেন। এমনকি আদালতের উপরে অন্যায় হস্তক্ষেপ করে একের পর এক ঐতিহাসিক মসজিদ দখল করে মন্দির বানানোর কুকীর্তির কারণে কুখ্যাত হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।

মুসলিম সম্প্রদায়কে কোনঠাসা করার জন্য যত প্রকারের শয়তানি করা যায়, মোদি তার সবগুলোর প্রয়োগ করেছেন। গো হত্যাকে অপরাধ আখ্যায়িত করে বিভিন্ন প্রদেশে অসংখ্য মুসলিমকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যার ইন্ধন এই মোদিই দিয়েছেন। গুজরাটের কসাই খ্যাত মোদি যে তকমাধারী খুনী তা গোটা বিশ্ব বহু আগে থেকেই জানে। সে কারণেই মোদির চানক্য নীতির অবসান চায় খোদ ভারতীয়রাই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বড্ড কষ্টে আছেন আমাদের মোদীজি। :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৬

নতুন নকিব বলেছেন:



সেটাই। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!

তাহার এখন ঋণ শোধ করিবার পালা আসিয়া পড়িয়াছে বলিয়া মনে হইতেছে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাংলাদেশ-এ দ্রুত ভারতীয়দের তালিকা করে তা প্রকাশ করা উচিৎ এবং এদের টা টা বাই বাই করে দিয়ে দেশের বেকারত্ব দূর করা উচিত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

নতুন নকিব বলেছেন:



একেবারেই সময়োপযোগী কাজ। বিগত ১৫/ ১৬ বছরে ওরা বাংলাদেশটাকেই ওদের করদরাজ্যে পরিণত করিয়া লুটতরাজের আখড়া বানাইয়াছিল। তালিকা করিয়া অবৈধ ভারতীয়দের সসম্মানে বিদায় করার এখনই সময়।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০২

কু-ক-রা বলেছেন: উহা (মোদি) ঠিক সুবিধা করিতে পারিতেছে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১

নতুন নকিব বলেছেন:



ঠিক বলিয়াছেন। উহা বুঝিয়া উঠিতে পারিতেছে না, কিসে কি হইয়া যাইতেছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১

কামালপাশা২য় বলেছেন:



মোদী যদি আমেরিকা যাবার আগে আপনার পোষ্ট পড়ে যেতো, তা'হলে সাফল্যের মুখ দেখতো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১০

নতুন নকিব বলেছেন:



আপনি তো আমেরিকাতেই ছিলেন! ওখানে বসে কী করলেন? মোদির জন্য কিছুই করতে পারলেন না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৬

নতুন নকিব বলেছেন:



ও আচ্ছা, "মোদিজি", "মোদিজি" বলে আওয়ামী লীগের যারা মিছিল করেছিল, সেদিন আপনিও কি তাদের মাঝে ছিলেন? ভিডিওতে দেখলাম, মোদির নামে খুব করে মিছিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২

কামালপাশা২য় বলেছেন:




তবে, আমি এও বিশ্বাস করি যে, মোদী ভারতে চালাচ্ছে, এবং আপনার পোষ্ট না'পড়েই চালাচ্ছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩

নতুন নকিব বলেছেন:



আমিও এটা খুব ভালোভাবেই বিশ্বাস করি, আপনি আমেরিকা থাকলেও আপনার পোস্ট/ খোঁচা দেওয়া মন্তব্য পড়া ব্যতিরেকেই ট্রাম্প আমেরিকা চালাচ্ছেন। এবং তিনি তা ঠিকঠিকভাবে পারছেনও।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭

নতুন নকিব বলেছেন:



"মোদী ভারতে চালাচ্ছে" নয়, "মোদী ভারত চালাচ্ছে"। দুঃখিত! আপনার লেখার লাইনে লাইনেই এমন ভ্যাজাল!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদ ফিরে এসেছেন।
বলেছিলাম আমি সূর্যকে দাবিয়ে রাখা যায় না।
এখন একটু বুঝেসুজে লিখবেন, মন্তব্য করবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

নতুন নকিব বলেছেন:



আপনার নিজস্ব একটা স্বত্তা আছে - এই মহাসত্যে বিশ্বাস করতে শিখুন। নিজের প্রতি আত্মবিশ্বাসী হোন। ওস্তাদের নামে দলকানা লোকদের কাজ আপনাকে দিয়ে মানায় না।

ব্লগে যারা পতিত ফ্যাসিবাদের দালালিতে লিপ্ত, যারা মানুষকে খোঁচা দিয়ে আত্মতৃপ্তি খোঁজেন, যারা ভুলভাল লিখে অভ্যস্ত, বিশেষ করে কন্টিনিউ যারা বানানের প্রতি অসচেতন - এইসব লোকদের প্রতি আমার এমনিতেই বিরক্তি, এরা মহামানব টাইপের কিছু হলেও কিছুই যায় আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.