নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বাংলা উচ্চারণসহ রোজার নিয়্যাত, ইফতার, সাহরি, তারাবিহর দোআ যা প্রত্যেক রোজাদারের জানা আবশ্যক

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২১

বাংলা উচ্চারণসহ রোজার নিয়্যাত, ইফতার, সাহরি, তারাবিহর দোআ যা প্রত্যেক রোজাদারের জানা আবশ্যক

ছবি: অন্তর্জাল থেকে সংগৃহিত।

রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোজার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন নিয়্যত, ইফতার, সাহরি, তারাবিহ এবং দোয়া-তাসবিহের বাংলা উচ্চারণ ও অনুবাদসহ আরবি নিচে দেওয়া হলো:

১. রোজার নিয়্যত (নিয়ত)

আরবি:

نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ شَهْرِ رَمَضَانَ هذِهِ السَّنَةِ لِلهِ تَعَالَى

বাংলা উচ্চারণ:

"নাওয়াইতু সাওমা গাদিন আন আদায়ে ফারদি শাহরি রমাদানা হাযিহিস সানাতি লিল্লাহি তা'আলা।"

অনুবাদ:

"আমি আল্লাহ তাআলার জন্য আগামীকাল রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়্যত করলাম।"

মাসআলা: রোযার নিয়ত করা ফরয। নিয়ত অর্থ সংকল্প। যেমন, মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোযা রাখছি। মুখে বলা জরুরি নয়। এমনকি, রোযা রাখার উদ্দেশ্যে সাহরি খাওয়া দাওয়া করলে সেটাই নিয়্যাত হিসেবে গণ্য হবে।

হাদীস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। —সহীহ বুখারী ১/২; বাদায়েউস সানায়ে ২/২২৬

২. সাহরির সময়ের দোয়া

আরবি:

وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ

বাংলা উচ্চারণ:

"ওয়া বিসাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদানা।"

অনুবাদ:

"আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়্যত করলাম।"

৩. ইফতারের দোয়া

আরবি:

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

বাংলা উচ্চারণ:

"আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু।"

অনুবাদ:

"হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।"

৪. ইফতারের পরের দোয়া

আরবি:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

বাংলা উচ্চারণ:

"যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইন শাআল্লাহ।"

অনুবাদ:

"পিপাসা দূর হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব প্রতিষ্ঠিত হয়েছে।"

৫. তারাবিহ নামাজের দোয়া

তারাবিহ নামাজের তাসবিহ

আরবি:

سُبْحَانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ، سُبْحَانَ ذِي الْعِزَّةِ وَالْعَظَمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوتِ، سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا، سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ

বাংলা উচ্চারণ:

সুবহানা যিল মূলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাজি লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।

বাংলা অনুবাদ:

পবিত্র মহান আল্লাহ, যিনি রাজত্ব ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। পবিত্র তিনি, যিনি সম্মান, মহত্ত্ব, গৌরব, ক্ষমতা, বড়ত্ব ও কর্তৃত্বের অধিকারী। তিনি সেই চিরঞ্জীব মহান রাজা, যিনি কখনো ঘুমান না এবং কখনোই মৃত্যুবরণ করবেন না। তিনি পরম পবিত্র, মহাপবিত্র, আমাদের প্রতিপালক এবং ফেরেশতাদের ও জিবরাইলের রব।

৬. তারাবিহ নামাজের পর বিশেষ মুনাজাত

আরবি:

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْجَنَّةَ، وَنَعُوذُ بِكَ مِنَ النَّارِ، يَا خَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ، بِرَحْمَتِكَ يَا عَزِيزُ، يَا غَفَّارُ، يَا كَرِيمُ، يَا رَحِيمُ، يَا سَتَّارُ، يَا جَبَّارُ، يَا خَالِقُ، يَا بَرُّ، اللَّهُمَّ أَجِرْنَا مِنَ النَّارِ، يَا مُجِيرُ، يَا مُجِيرُ، يَا مُجِيرُ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ওয়া নাউজুবিকা মিনান্নার।
ইয়া খালিকাল জান্নাতি ওয়ান্নার, বিরাহমাতিকা ইয়া আযিযু, ইয়া গাফফারু, ইয়া কারিমু, ইয়া রাহিমু, ইয়া ছাত্তারু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া বাররু।
আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজিরু, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

বাংলা অনুবাদ:

হে আল্লাহ! আমরা তোমার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে তোমার আশ্রয় চাই।
হে জান্নাত ও জাহান্নামের সৃষ্টিকর্তা! তোমার রহমতের দ্বারা, হে পরাক্রমশালী, হে ক্ষমাশীল, হে দয়াবান, হে দয়ার সাগর, হে গোপন বিষয়সমূহের আবরণকারী, হে জবরদস্ত, হে সৃষ্টিকর্তা, হে সর্বোপকারী!
হে আল্লাহ! আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।
হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী!
তোমার অসীম দয়ার দ্বারা, হে দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু!

৭. রোজার মাসের সাধারণ দোয়া ও তাসবিহ

আরবি:

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:

"সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার।"

অনুবাদ:

"আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান।"

৮. রমজানের বিশেষ দোয়া (লাইলাতুল কদরের দোয়া)

আরবি:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

বাংলা উচ্চারণ:

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।"

অনুবাদ:

"হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।"

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: এইসব না জেনে কোটি কোটি মানুষ জীবন পার করে দিচ্ছে।
তাতে তার অথবা দেশ/সমাজের কোনো ক্ষতি তো হয়নি। আবার যারা এসব জেনেছে-মেনেছে তাতেও তার অথবা দেশ/সমাজের কোনো উপকার হয়নি। অর্থ্যা ফলাফল শূন্য। ত

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, প্রিয় রাজীব নুর। হা হুতাশ করে জীবনকে অন্ধকারে ঠেলে দেয়াই আপনার মত সংশয়বাদীদের একমাত্র কাজ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০১

নতুন নকিব বলেছেন:



মনে হচ্ছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখে আপনার তেমন কোনো লাভ হবে না। কারণ, আপনার মত লোককে পশ্চিমা উন্নত কোনো দেশ ভিসা দেওয়ার জন্য বসে নেই। মূল কথা হচ্ছে, বেশিরভাগ দেশই এখন আপনাদের মত বাংলাদেশীদের ইসলাম ধর্মের বিপক্ষে বিদ্বেষ ছড়ানোর চালাকিটা ইতোমধ্যেই ধরে ফেলেছে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যাহারা এগুলো মেনে চলেছে তাহার নিশ্চয়ই এর স্বাদ দুনিয়া ও আখেরাতে আস্বাদন করবেন; কেবল মুনাফিক ও পরকালের বিশ্বাসী নয় এমন মানুষ এর ফজিলত অস্বীকার করবে। যুগে যুগে শয়তান তার মুরীদের সংখ্যা বৃদ্ধি পেলেও ইমানদারদের কাছে হার মানতেই হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন। ওরা মিথ্যার উপরে আছে। অন্ধকারে আছে। সংশয়ের দোলাচালে সিদ্ধান্তহীন দোদুল্যমান।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫

এ পথের পথিক বলেছেন: ১,২,৫,৬ নাম্বারের হাসিদের রেফারেন্স দিবেন প্লিজ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩

নতুন নকিব বলেছেন:



১ নং নিয়্যাতের রেফারেন্স পোস্টে উল্লেখ করা হয়েছে। আর ২ নং "وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ" এই দোয়াটি সাধারণত সাহরির সময় রোজার নিয়্যাত করার জন্য ব্যবহৃত হয়। তবে নির্দিষ্ট এই বাক্যটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি অন্য কোনো বাক্য দ্বারা রোজার নিয়্যাত করেও নিতে পারেন। কোনো সমস্যা নেই। মোট কথা, মুখে যে নিয়্যাতের বাক্য বলা আবশ্যক নয় তা পোস্টে উল্লেখ করা হয়েছে।

৫ নং سُبْحَانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ، سُبْحَانَ ذِي الْعِزَّةِ وَالْعَظَمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوتِ، سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا، سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ এই দোয়ার বিভিন্ন অংশ কুরআন ও হাদিসে বিদ্যমান আল্লাহর গুণবাচক নামের (আসমাউল হুসনা) সঙ্গে মিলে যায়, তবে এটি সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ (ﷺ) থেকে নির্ভরযোগ্য কোনো হাদিসে বর্ণিত হয়নি।

তবে কুরআনুল কারিম এবং হাদিসের আলোকে এই দোআটি গুরুত্বপূর্ণ মনে করা যেতে পারে। যেমন,

সূরা আল-হাশর (৫৯:২২-২৪):
এই আয়াতে আল্লাহর গুণবাচক নাম ও সিফাত বর্ণনা করা হয়েছে, যেমন:

"هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ..."
(তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি রাজা, পবিত্র, শান্তিদাতা...)

সূরা আল-বাকারাহ (২:২৫৫):
আয়াতুল কুরসিতে আল্লাহর মহিমা বর্ণনা করা হয়েছে, যেমন:

"اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ..."
(আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করে না এবং নিদ্রাও নয়...)

আল্লাহর প্রশংসাসূচক (তাসবীহ) দোয়া পড়ার গুরুত্ব সম্পর্কে হাদিস রয়েছে:

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১১

নতুন নকিব বলেছেন:



@প্রিয় এ পথের পথিক,

দু:খিত! কোনো একটি টেকনিক্যাল কারণে কমেন্টের সরাসরি উত্তর দেওয়া যাচ্ছে না।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর উদ্যোগ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আসন্ন রমজান মাসে প্রয়োজনীয় পোস্ট++

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৯:৪০

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। শুকরিয়া।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ভেবেছিলাম আপনি সৌদি আরব থাকেন, জানার কথা (আপনি জানেন এবং সেটা লিখেছেনও পোস্টে) যে, রোজার নিয়ত, সেহরীর নিয়ত, ইফতারের দোয়ার নামে যা কিছু প্রচলিত আছে আমাদের দেশে তা সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে...

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৯:৪১

নতুন নকিব বলেছেন:



জ্বি, মূল্যবান পরামর্শের জন্য শুকরিয়া। জাজাকুমুল্লাহ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, প্রিয় রাজীব নুর। হা হুতাশ করে জীবনকে অন্ধকারে ঠেলে দেয়াই আপনার মত সংশয়বাদীদের একমাত্র কাজ।

আমি সংশয়বাদী নই।
ভুলভাল ট্যাগ লাগিয়ে দেবেন না। প্লীজ।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



আমি সংশয়বাদী নই।
ভুলভাল ট্যাগ লাগিয়ে দেবেন না। প্লীজ।


সংশয়বাদী আপনি নন তো কে? গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ইসলাম ধর্মের বিরুদ্ধে মিথ্যাচার করে ''উহুদের যুদ্ধে ওমর এবং আবু বক্কর কেন পালিয়ে ছিলেন?'' পোস্ট দিলেন। পরে ব্লগারদের ঠেলা সামলাতে না পেরে ২২ ফেব্রুয়ারি ২০২৫ এসে ''আজ আমি ইসলামের গুনগান করবো'' টাইপ আরেকটি পোস্ট প্রসব করলেন।

ইসলাম ধর্মের বিরুদ্ধে আপত্তিকর, উদ্ভট এবং বাজে কথাবার্তা ছড়ানোর মত এসব অপকর্ম আপনাকে প্রায়শই করতে দেখা যায়। যার অনেক প্রমান আপনার বিভিন্ন পোস্টে এখনও বিদ্যমান। আপনি তো এখন একটা বলেন আবার একটু পরেই তার বিপরীতটা বলেন। তো, কেউ সংশয়বাদী বললে আবার তেড়ে যান কেন তার দিকে? এটা কেমন কথা?

আল্লাহ তাআ'লার কাছে আপনার মানসিক সুস্থতা এবং স্থিরতা কামনা করছি।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে হচ্ছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখে আপনার তেমন কোনো লাভ হবে না। কারণ, আপনার মত লোককে পশ্চিমা উন্নত কোনো দেশ ভিসা দেওয়ার জন্য বসে নেই। মূল কথা হচ্ছে, বেশিরভাগ দেশই এখন আপনাদের মত বাংলাদেশীদের ইসলাম ধর্মের বিপক্ষে বিদ্বেষ ছড়ানোর চালাকিটা ইতোমধ্যেই ধরে ফেলেছে।

১। আমি শুধু ধর্ম নয়, সকল বিষয়েই আমি লিখি।
এই লেখালেখি আমার একান্ত আনন্দের জন্য, ভালো লাগার জন্য। কোনো উদ্দ্যেশ নিয়ে আমি লিখি না। অযথা ভুলভাল বকা বন্ধ করেন।

২। ভিসা আমার জন্য কোনো সমস্যা না। অলরেডি আমার পাসপোর্টে ৫ টা দেশের ভিসা লাগানো আছে। সবাইকে এক পাল্লায় কেন মাপেন? আমার আপন বড় ভাই কানাডা থাকে পরিবার নিয়ে। আমার ছোট চাচা পরিবার নিয়ে অস্টেলিয়া থাকেন।
আমার খালা আমেরিকা থাকেন দুই যুগ ধরে। আর শ্বশুর বাড়ির কথা না-ই বললাম। কাজেই আজাইরা ফালতু প্যাচাল বন্ধ করেন। কিছু বলার আগে জেনে নিবেন। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আগে জানুন। না জানলে আমাকে জিজ্ঞেস করুন।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি লিখেন আনন্দের জন্য, এটা খুব ভালো। তবে ধর্ম বা বিশ্বাস নিয়ে আলোচনা করার সময় সবার প্রতি শ্রদ্ধা ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি। আপনি ভিসা ও পরিবার নিয়ে যে অভিজ্ঞতার কথা বলেছেন, তা নিতান্তই আপনার ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। এগুলো পাবলিকলি সবাইকে জানানোর মধ্যে বিশেষ কোনো গর্ব অহংকারের বিষয় মনে করার কিছু দেখি না। আত্মীয়-স্বজন দেশের বাইরে অনেকেরই আছে। থাকলেই তার রেফারেন্স দিতে হবে?

যা হোক, ধর্ম বা বিশ্বাস নিয়ে আলোচনায় ব্যক্তিগত অভিজ্ঞতা বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পৃক্ততা যুক্তি হিসেবে যথেষ্ট নয়। ইসলাম বা যে কোনো ধর্ম নিয়ে আলোচনা করার আগে সেই ধর্মের মৌলিক শিক্ষা ও সত্যিকারের অনুসারীদের অবস্থান বোঝা গুরুত্বপূর্ণ। যদি আপনার কোনো প্রশ্ন বা সংশয় থাকে, তা নিয়ে গঠনমূলক আলোচনা করা যেতে পারে। কিন্তু কোনো ধর্ম বা বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা কারও জন্য সম্মানজনক নয়। সংক্ষেপে বলতে গেলে, আলোচনা হোক শ্রদ্ধা ও জ্ঞানের ভিত্তিতে, preconceived notion বা পক্ষপাতিত্ব ছাড়া।

ধন্যবাদ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৪

এইচ এন নার্গিস বলেছেন: রামজানুল মুবারাক ।

০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



আপনাকেও রমজানুল মোবারকের শুভেচ্ছা। পরিবারের সকলকে নিয়ে কুশলে থাকেন - এই প্রার্থনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.