নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

literature

আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের

nobarun

আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের সন্ধান দিয়েছে। সাহিত্যের প্রতি আকর্ষণ সেই ছোট বেলা থেকেই। তাই ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করছি। চট্টগ্রাম থেকে skylark কতৃক প্রকাশিত সাহিত্যের ত্রৈমাসিক 'সন্তরণ' এর সম্পাদনা করেছি বিগত তিনটি সংখ্যা এবং ভাষা দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা 'সুতরাং' সম্পাদনাও করেছি অপক্ষ হাতে। আর এখন আছি চট্টগ্রাম সাহিত্য আন্দোলন কতৃক প্রকাশিত সাহিত্যের মাসিক ছোট কাগজ 'বারুদ' এর সম্পাদনা পর্ষদ সদস্য হিসেবে। তাছাড়া বেশকিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি।

nobarun › বিস্তারিত পোস্টঃ

“মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে প্রকাশ করা হোক”

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

“মুক্তিযোদ্ধাদের তালিকা অনলাইনে প্রকাশ করা হোক”



মহান মুক্তিযুদ্ধ নিয়ে সব সরকারই কালো ক্রীড়ায় মত্ত থাকে। সবাই যে যার মতো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করেছে এবং করছে। স্বাধীনতার পর থেকেই মুক্তিযোদ্ধা তালিকার ক্রম দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নতুন করে মুক্তিযুদ্ধ না হলেও অধিক হারে মুক্তিযুদ্ধা বেড়ে চলেছে। এর শেষ কোথায়।



বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা তালিকা সংশোধনের জন্য যাচাই বাচাই শুরু করে। চার বছর পার হলেও এই যাচাই বাচাই এখনো শেষ করে তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। এভাবে বিষয়টিকে ঝুলিয়ে রেখে সবাই রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করতে চায়। এর একটি বিহীত করা দরকার। যদি সরকার এই কাজ শেষ করে যেতে না পারে তবে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে ভবিষ্যতে রাজনীতিকরনের মাত্রা ক্রমশ বাড়বে।



আমাদের দাবী হল

• অবিলম্বে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করে অনলাইনে প্রকাশ করা হোক যাতে কে মুক্তিযোদ্ধা তা এই তালিকা দেখে বুঝা যায়।

• ভবিষ্যতে যাতে আর কেউ এই তালিকায় হাত দিতে না পারে – সে জন্য আইন প্রণয়ন করতে হবে।

• যাচাই বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ সম্পাদন করতে হবে।

• একজন মুক্তিযোদ্ধাও যেন এই তালিকা থেকে বাদ না পড়েন, কারণ তিনিই দেশকে ভালোবেসে যুদ্ধে গিয়েছিলেন – তার স্বীকৃতি তাকে দেওয়া উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.