নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

literature

আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের

nobarun

আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের সন্ধান দিয়েছে। সাহিত্যের প্রতি আকর্ষণ সেই ছোট বেলা থেকেই। তাই ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করছি। চট্টগ্রাম থেকে skylark কতৃক প্রকাশিত সাহিত্যের ত্রৈমাসিক 'সন্তরণ' এর সম্পাদনা করেছি বিগত তিনটি সংখ্যা এবং ভাষা দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা 'সুতরাং' সম্পাদনাও করেছি অপক্ষ হাতে। আর এখন আছি চট্টগ্রাম সাহিত্য আন্দোলন কতৃক প্রকাশিত সাহিত্যের মাসিক ছোট কাগজ 'বারুদ' এর সম্পাদনা পর্ষদ সদস্য হিসেবে। তাছাড়া বেশকিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি।

nobarun › বিস্তারিত পোস্টঃ

বিসিএস পরীক্ষা বনাম মাস্টার্স পরীক্ষা

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

পিএসসি আজ ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন ঘোষণা করেছে।

৩ আগস্ট সকাল ১০টা-দুপুর ১ টা (৩ঘন্টা) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এবং বিকাল ২ টা থেকে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষা।

দেখা গেল, একই তারিখে (৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা মাস্টার্স পরীক্ষা রয়েছে

প্রশ্ন হল, কীভাবে একজন পরীক্ষার্থী এই দুই পরীক্ষার মধ্যে সমন্বয় করবে? তাও আবার, সকাল বিকাল দুই সময়ে বিসিএস পরীক্ষা !!!

তাহলে কি , এবার যে বিসিএস দিবে সে মাস্টার্স দিতে পারবে না? কিংবা যে মাস্টার্স দিবে সে বিসিএস দিতে পারবে না?

এটা কি ইচ্ছাকৃত নাকি সমন্বয়হীনতা?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছাগলরা স্কেজুল বানায় তো তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.