![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের সন্ধান দিয়েছে। সাহিত্যের প্রতি আকর্ষণ সেই ছোট বেলা থেকেই। তাই ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করছি। চট্টগ্রাম থেকে skylark কতৃক প্রকাশিত সাহিত্যের ত্রৈমাসিক 'সন্তরণ' এর সম্পাদনা করেছি বিগত তিনটি সংখ্যা এবং ভাষা দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা 'সুতরাং' সম্পাদনাও করেছি অপক্ষ হাতে। আর এখন আছি চট্টগ্রাম সাহিত্য আন্দোলন কতৃক প্রকাশিত সাহিত্যের মাসিক ছোট কাগজ 'বারুদ' এর সম্পাদনা পর্ষদ সদস্য হিসেবে। তাছাড়া বেশকিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি।
আগে শানে নুযূল বলি । তারপর তরজমায় আসব।
শানে নুযূলঃ
১। ০১ সেপ্টেম্বর - বিসিএস পরীক্ষা ৪ ঘণ্টা - ২০০ নম্বর
২। ০২ সেপ্টেম্বর - বিসিএস পরীক্ষা ৪ ঘণ্টা - ২০০ নম্বর
৩। ০৩ সেপ্টেম্বর - বিসিএস পরীক্ষা ৪ ঘণ্টা - ২০০ নম্বর ( সকাল ১০- দুপুর ১ টা)+ (দুপুর ২ টা থেকে ৫টা)
অতএব যারা এই সব পরীক্ষায় অংশ গ্রহণ করবে তাদের আঙ্গুল কী দিয়ে তৈরি? রোবট?
৪। ০৪ সেপ্টেম্বর - জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স - ৪ ঘণ্টা- ১০০ নম্বর।
টানা তিনদিন ২০০ নম্বরের ৪ ঘণ্টা করে পরীক্ষা দিয়ে , শেষ দিন ৬ ঘণ্টা পরীক্ষা দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করতে হবে বিসিএস পরীক্ষায়। এ কেমন শত্রুতা !!! কেমন হঠকারিতা !!!!
আসেন, একটা করি। যে ছেলে/মেয়ে সকাল নয়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা লিখবে তার আঙ্গুল কয়েকদিন বিশ্রাম চাইবে নিশ্চয়। কিন্তু পরের দিন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়াতে সেই বিশ্রাম আর হচ্ছে না।
সুতরাং সকল ছাত্রছাত্রীদের আঙ্গুলে বোবটিক ফিঙ্গার স্থাপন করা হোক, নুতবা পরীক্ষা পিছানো হোক।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: চাকরী না দেয়া বুদ্ধি।