![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুণে ধরা টেবিল এ অজস্র ছেঁড়া কাগজ,
ধুলোয় ঢাকা পড়ে থাকা কাগজে লুকিয়ে আছে ম্লান হয়ে যাওয়া কিছু আনন্দ বেদনার কাব্য।
মুখরিত জীবনের কোলাহলগুলো আজও বাতাসে ভাসছে।
আমি আবার ফিরে আসি আমার আস্তানায়। ভাঙ্গা জানালার শিকের ফাঁক থেকে দেখা যায় ছোট্ট একটু আকাশ, আর টুকরো টুকরো মেঘ।
কষ্ট গুলো জমাট বেঁধে বড্ড বেশি কালো হয়ে আছে।
শুধু অস্তিত্তের গভীরে বেঁচে থাকে প্রিয় কিছু মুখ......
পোস্ট টির মাধ্যমে পথ চলা শুরু করলাম।
২| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২০
আহসানের ব্লগ বলেছেন: বলা বাহুল্য ভাল লিখেছেন
৩| ২১ শে জুন, ২০১৪ রাত ৯:০৯
হাসান নাঈমুল বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২০
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্সাহিত করুন ।
আর ভাল থাকুন ।