নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মৃত্তিকা থেকে তৈরী, হব মৃত্তিকাতেই শেষ। কিসের এত মোহ, কেন-ই-বা বিদ্বেষ\"

হাসান নাঈমুল

নৈশ প্রহরী

হাসান নাঈমুল › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞতা নাকি দুঃস্বপ্ন ??

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

আনুমানিক সময় রাত ১০:৩০।



দিনাজপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি। এমন সময় এক ভিক্ষুক এলো।

বয়স তার চল্লিশ (আনুমানিক)।

কোন কথা না বলে এমন একটা ভঙ্গি করল যে, সে আমার কাছে ভিক্ষা চায়।

আমি বললাম মাফ করেন চাচা।



এর পর তার সাথে আমার কথোপকথন টা ছিল এরকম -- --



ভিক্ষুক : Whats your name ??



আমি (বিস্মিত) : নাম বললাম।



ভিক্ষুক : What class do you read in ?? I read in class 10.



আমি : ক্লাস তো শেষ। এখন ইউনিভার্সিটি তে পড়ি।



ভিক্ষুক : Which University ??



আমি : নাম বললাম।



ভিক্ষুক : Where you go ?? **



আমি : ঢাকায় যাবো আমি :)



ভিক্ষুক : Train is late.



আমি : সমস্যা নাই। অপেক্ষা করছি।



ভিক্ষুক : কিছু কি দিবেন ??



আমি : খুচরা তো নাই চাচা। মাফ করেন।



ভিক্ষুক : Ok Ok no problem. Thank you. Welcome.



আমি : বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে আছি।







ট্রেইন আসার আগ পর্যন্ত তার সাথে অনেক কথা হল। তাঁর দুই ছেলে বিয়ে করে তাঁর দেখাশোনা করে না। তিনি সস্ত্রীক এই ষ্টেশনে ভিক্ষা করে

জীবিকা নির্বাহ করছেন। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অর্থের অভাবে আর পড়াশোনা করতে পারেন নাই তিনি।

আর এখন দুই কুলাঙ্গার ছেলে ও শারীরিক অক্ষমতার কারনে ভিক্ষাবৃত্তি কে পেশা হিসেবে বেছে নিয়েছেন এই বৃদ্ধ চাচা।



সাহায্য করতে পারিনি বলে আমি ক্ষমা চেয়েছি তাঁর কাছে, আল্লাহ তুমিও আমাকে মাফ করো।

আর ওই দুই কুলাঙ্গার সন্তান কে কি শাস্তি দিবে সেটা দেখার আগ্রহ নিয়ে বেঁচে থাকতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.