| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার তো মাইনসেই বানাইছে পেশা: ঠেলাগাড়ী চালানো অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি। রিয়াদ- সউদি আরব [email protected]
প্রথমেই যারা টরেন্ট সম্মন্ধে জানেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা জানেন না তাদের জন্যই এই পোষ্ট।
বর্তমানে ফাইল শেয়ার এর জন্য জনপ্রিয় মাধ্যম হলো টরেন্ট। কি নেই এখানে? আপনি যা চাইবেন তার সব কিছুই পাবেন টরেন্ট এর মাধ্যমে। গেমস, মুভি, মিউজিক ভিডিও, সফটওয়ার আরো কত কি।
প্রথমেই জেনে নিই কয়েকটি শব্দার্থ যা টরেন্ট এ ব্যাবহার করা হয়।
Torrent কি : P2P ফাইল শেয়ার ।
P2P কি : Peer 2 Peer .
Peer কি : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।
Seeds কি: যে আপলোড করে।
Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।
Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।
বুঝতেই পারছেন টরেন্ট দিয়ে যে ফাইলটা নামাবেন সেটার নিজস্ব কোন সার্ভার নেই। সে ফাইলটা আসছে আপনার মতই কারো পিসি থেকে। আপনি যখন কোন ফাইল ডাওনলোড করবেন, ঠিক একই সময় সে ফাইলের ডাওনলোড করা অংশ টুকু অন্য একজন আপনার পিসি থেকে নিতে থাকবে, যেমনটা আপনি ওর পিসি থেকে নামাচ্ছেন।
টরেন্ট এর ডাওনলোডের গতি শুধু আপনার নেটের গতির উপর নির্ভর করে না। ধরে নিচ্ছি আপনার ১ মেগা ব্রড ব্র্যান নেট কানেকশন আছে। আপনার নরমাল ডাওনলোড গতি হওয়া উচিৎ ১০০ কেবি থেকে ১৫০ কেবি। কিন্তু আপনি টরেন্ট সে গতি নাও পেতে পারেন। যত বেশী Seeds ও Peers পাবেন তত বেশী গতি পাবেন ডাওনলোড এ। Seeds ও Peers রা যদি স্লো গতির নেট ইউজ করে, তাহলেও আপনি ডাওনলোড গতি বেশী পাবেন না।
অন্য দিকে আপনি একজন বা দুইজন Seeds ও Peers পেয়েছেন, তাদের নেটের গতি বেশী হলে Seeds ও Peers কম হওয়া সত্বেও আপনি ডাওনলোড গতি ভাল পাবেন।
যাই হোক এবার আসি কিভাবে ডাওনলোড করবো।
টরেন্ট ডাওনলোড করার আগে কয়েকটা কথা আপনাকে মনে রাখতে হবে। যেহেতো ফাইলগুলো অন্য কোন ইউজারের পিসি থেকে আসছে, তার পিসিতে ভাইরাস থাকলে সে ফাইলের সাথে আপনার পিসিতেও ভাইরাস আক্রমন করতে পারে। তাই সতর্ক থাকুন।
১/ ভাল এন্টিভাইরাস সফটওয়ার ব্যাবহার করুন।
২/ এন্টি ভাইরাস নিয়মিত আপডেট করুনএবং সে সময় এন্টিবাইরাস এনাবল রাখুন।
৩/ টরেন্ট ফাইলের সাথে দেয়া সন্দেহজনক কোন সাইট এ যাবেন না। কারন সে সাইট গুলোতে ভাইরাস থাকে। (সব ফাইলে থাকে না)
৪/ আপনার প্রয়োজনীয় ফাইলটা ছারা অন্য ফাইলে ডাবল ক্লিক করবেন না। এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে সন্দেহ মুক্ত হতে পারেন।
৫/ ফাইলটা পুরোপুরি ডাওনলোড হওয়া না পর্যন্ত রিনেম বা মুভ করবেন না।
৬/ মুভি ফাইল গুলো অনেক সময় অর্ধেক ডাওনলোড হলে প্লে করা যায়, এ ক্ষেত্রে অনেক সময় প্লে করলে সে ফাইলটা করাপ্ট হয়ে যায় এবং পরে আর ডাওনলোড হয় না।
যাই হোক এবার আসি কিভাবে টরেন্ট ডাওনলোড করা হয়।
প্রথমেই আপনাকে ডাওনলোড করতে হবে টরেন্ট ক্লাইন্ট। অনেক ক্লাইন্ট পাওয়া যায় এবং এগুলোর প্রায় সব গুলাই ফ্রি।
ধরে নিচ্ছি আপনি টরেন্ট ক্লাইন্ট হিসেবে Utorrent ব্যাবহার করছেন। তুলনামূলক হিসেবে Utorrent ফাইল সাইজে ছোট এবং এটা ইনষ্টল করতে Java এর প্রয়োজন নেই। ডাওনলোড করতে এখানে ঘুরে আসুন।
এবার আপনাকে আপনার কাঙ্খিত ফাইল পেতে যে কোন ট্র্যাকারের সাইটে যেতে হবে।
নিচে কয়েকটা ট্র্যাকারের নাম দেয়া হল:
http://thepiratebay.org/
http://isohunt.com/
http://www.mininova.org/
http://www.torrentreactor.net/
আরো অনেক Tracker আছে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আরো সহজ পদ্ধতি দেই। প্রয়োজনীয় ফাইল আপনি আরো সহজেই খুজতে পারেন সরাসরি গুগলের মাধ্যমেই, আপনি যে ফাইলটা চান সে ফাইলের শেষে একটা স্পেস দিয়ে torrent লিখে গুগলে সার্চ দিন। বিভিন্ন Tracker থেকে গুগল আপনাকে সে ফাইলটা খুজে দিবে।
টরেন্ট ফাইল সার্চ দিলে অনেক গুলো ফাইল আসবে, আপনি সেখান থেকে প্রয়োজনীয় ফাইলে ক্লিক করুন। ছবি নিচে।
![]()
এবার ডাওনলোড করুন।
ফাইলে ক্লিক করলে অপশন আসবে কি করবেন বা কোন সফটওয়ারের মাধ্যমে সে ফাইলটা ওপেন করবেন।
যেমন ফায়ারফক্সে আসবে
![]()
IE তে আসবে-
![]()
ফাইলটা ডাওনলোড শেষ হলে এবার সিলেক্ট করুন টরেন্ট ক্লাইন্ট সফটওয়ার। অথবা Save করে রেখে দিতে পারেন পিসিতে। পরে সুযোগ বুঝে ডাওনলোড করতে পারনে। ![]()
এখানে আপনি ফাইলটা কোথায় সেইভ করবেন সেটা সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট হিসেবে মাই ডকুমেন্ট এ সেইভ হবে। সে টরেন্ট ফাইলে কি কি ফাইল আছে, সো করবে, যে ফাইলটা দরকার সেটাতে মার্ক বহাল রাখতে পারেন, আর না চাইলে উঠিয়ে দিতে পারেন।
এবার ডাওনলোড শুরু হবে। যেমনটা আগেই বলেছি Seeds বা Peers বেশী হলে ডাওনলোডের গতি বেশী পাবেন। আর কম হলে গতি কম পাবেন। সেখানে ট্র্যাকারের নাম ও দেখতে পাবেন।
![]()
আরো কিছু ট্র্যাকারের লিষ্ট আছে এখানে
যারা লিনাক্স ইউজার, তারা আমড়া কাঠের ঢেকি'র এই পোষ্ট দেখতে পারেন
২|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৮
ধ্রুব বলেছেন: ![]()
৩|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৩
অক্ষর বলেছেন: মিউ টরেন্ট দিয়া ডাউনলোড কর্লে আপলোড হৈতে থাকে। এইটা কি বন্ধ করা যায়?
আমি কয়দিন আগে ৪০০ মেগা একটা সিনেমা ডাউনলোড কর্তে গিয়া ১০০+ আপলোড হৈছিলো। মানে আমার ৫০০+ মেগা খরচ হৈছে।
৪|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৫
রাতমজুর বলেছেন:
@অক্ষর
সেটিংস থিক্যা গ্লোবাল আপলোড ১ কেবি কৈরা দেন, আপলোড স্লট একটা কৈরা দ্যান ![]()
৫|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮
রূপক বলেছেন: "আপনার আপলোডের ও ডাউনলোডের অনুপাত যদি ১:১ না হয়, তবে কোন দরকার নেই আপনার টরেন্ট ব্যবহারের।" বেশীরভাগ টরেন্ট ব্যবহারকারীই এটা বলে থাকেন।
তবে বাংলাদেশের ব্যবহারকারীদের যেহেতু স্পিড কম, সেহেতু আমাদের ক্ষেত্রে এই অনুপাত অন্তঃত ১:৫ এর চেয়ে কম হওয়া উচিত নয়। কারন কেউ না কেউ সিড করছে বলেই আপনি ফাইলটা পাচ্ছেন। তাই সাধারন কৃতজ্ঞতাবোধ থেকেই আপনার উচিত সিড কন্টিনিউ করা।
৬|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২১
অক্ষর বলেছেন: আপলোডের জন্যই মূলত আমি টরেন্ট ইউজ করি না। ডিরেক্ট লিঙ্ক খুজি।
রামু ভাই, ঐ কর্লে কি আপলোড একেবারে বন্ধ হৈবো?
৭|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২২
রাতমজুর বলেছেন:
@অক্ষর
৫ মিনিট
আইতেছি।
৮|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৩
রূপক বলেছেন: @ রাতমজুর ভাই: কিছু কিছু টরেন্ট দেখেছি যেগুলোর বৈশিষ্ট্যই এমন যে একটা নির্দিষ্ট অনুপাতে আপলোড না হলে ডাউনলোড খুব ধীর গতিতে হয়। খুব কম সংখ্যক টরেন্টেই এমনটা হয়। তাই, আপলোডিং টা কমানো উচিৎ নয়। কারন আপনার পিসি থেকে আপলোড হলে আপনার তো কোন ক্ষতি নেই। যাদের নেট স্পিড ৫০০ কেবি+, তাদের অবশ্যই উচিত আপলোড কন্টিনিউ করা।
@ অক্ষর: একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মত করে যদি সবাই আপলোডিং বন্ধ করে দেয়, তাহলে অন্য সবার মত আপনিও কোন না কোন সময় ধরা খাবেন। কারন আপনার দরকারী ফাইল টা যার পিসি থেকে পেতে পারতেন, তিনিও হয়তো আপনার মতোই আপলোডিং কমিয়ে রেখেছেন। সো...বুঝতেই পারছেন।
৯|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৬
অক্ষর বলেছেন: রূপক ভাই, আমি তো টরেন্ট ইউজ কর্তে চাই ই না। যদি এই সুবিধা পাই তাইলে ইউজ কর্তে পারি। কারন্টা হৈলো, আমার মান্থলি লিমিট ২০গিগা। ডাউনলোড আর আপলোড সহ। তার্মানে আমি যদি আপলোড করি বেশি কৈরা তাতে আমার লস
১০|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৪
রূপক বলেছেন: @ অক্ষর: আরে ভাই, আপলোড করা না করা সব আপনার ইচ্ছা। ![]()
আমি যাস্ট সবাইকে বললাম যাতে যাদের সামর্থ আছে আপলোড করার, তারা যেন অন্তঃত করে। আপনার প্রবলেম হলে দরকার নাই আপলোড করার। তবে কিছুটা হলেও করেন, প্লিজ।
১১|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৮
যুগান্তকারী বলেছেন: টরেন্ট পছন্দ না আমার দরকার ডাইরেক্ট লিঙ্ক।
১২|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৮
রাতমজুর বলেছেন:
@ রূপক, সীড করি সাধ্য মত, তবে সেটাও আপলোড লিমিট করে দেই, নাহলে সব আপলোডেই চলে যায়, রেশিও আমার ১:৪
@ আক্কু ডগি
১. সেটিংস থেকে গ্লোবাল রুল করে দেওয়া এভাবে![]()
২. নতুন টরেন্ট লিচ করার সময় এই বক্সে এ্যাডভান্সড এ যান![]()
৩. এরকম বক্স আসবে, এটা ডিফল্ট![]()
৪. বক্সে এভাবে ডাটা ইনপুট করেন ফর আপলোড![]()
৫. চাইলে সিস্টেম ট্রে থেকে রাইট ক্লিক করে লিমিট কর্তে পারেন এভাবে![]()
১৩|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৭
আহসানুল কবীর তুহিন বলেছেন: ধন্যবাদ। অবশ্যই কাজে লাগবে আশা করি। যদিও আমার স্পিড ভয়াবহ স্লো। আপাতত প্রিয়তে রাখলাম। আবারও ধণ্যবাদ।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯
নাজিরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৪|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সেইরকম
++
লিনাক্সে ডাউনলোডের জন্য আমার ব্লগটা দেইখা আসেন: Click This Link ![]()
১৫|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আমার কমেন্টের লিংকটা মূল লেখার শেষে জুড়ে দিতে পারেন, অনেকে হয়ত উপকৃত হবে ![]()
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩
নাজিরুল হক বলেছেন: এড করে দিলাম।
১৬|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৬
রূপক বলেছেন: @ আমরা কাঠের ঢেকি: ইভা (One of my most favorite virtual characters)
১৭|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১১
গিফার বলেছেন: টরেন্ট ডাওনলোড দিয়ার মত স্পিড কবে যে পামু সেইডাই হল কথা........![]()
১৮|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৬
আরিফ থেকে আনা বলেছেন: মুভি ডাওনলোডের জন্য টরেন্টের চেয়ে ডিরেক্ট লিঙ্কই ভাল, টরেন্টে অনেক সময় লাগে, তবে দুষ্প্রাপ্য এবং দুর্লভ যেকোন কিছুর জন্য টরেন্টই শেষ ভরসা
১৯|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ রূপক ভাই
:"> ![]()
২০|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৩
ইসানুর বলেছেন: পোষ্টে পিলাস এবং সরাসরি প্রিয়তে নাজিরুল ভাই।
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩
নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ।
২১|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৪
বিডি আইডল বলেছেন: ভালো পোষ্ট...তবে টরেন্ট দিয়ে নামাতে সর্তকতা দরকার....নানা রকম ভাইরাস থাকে...মিনিনোভা ছাড়া অন্য সাইটগুলো বিপদজনক...
রামু ভাই যে পদ্ধতি দিয়েছেন তাতে আপলোড কমার সাথে সাথে ডাউনলোড স্পিডও কমে যাবার কথা...
যারা বাইরে থাকেন..বিশেষ করে কপিরাইট ঝামেলার দেশে...টরেন্ট ব্যবহার থেকে সাবধান...কপিরাইট আইনের একটা বড় ধরণের ফাক হলো আপনি যতক্ষণ ডাউনলোড করছেন ঠিকাছে...যেই আপলোড করলেন...দোষ আপনার...টরেন্ট যে কাজটা অটো করে..
২২|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৭
নাজিরুল হক বলেছেন: আমারও তাই মত। আপলোড বন্ধ করা ঠিক না। আমি যেমন অন্য কেও আপলোড করায় সে ফাইলটা ডাওনলোড করতে পারছি, তেমনি আমারও উচিৎ আপলোড বহাল রাখা।
এমনটা করা জরুরী টরেন্টকে বাচিয়ে রাখার জন্য। পাইরেট বে এর সাইটে এটাই বলা আছে।
সবার নিচের প্যারা গুলো দেখুন।
http://thepiratebay.org/help
২৩|
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৪
রােশদ সুলতান তপু বলেছেন: আমার অনেক উপকার হলো। আপনাকে ধন্যবাদ।
২৪|
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৫
আউলা বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩১
নাজিরুল হক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
২৫|
১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩
আই.কিউ. বলেছেন: টরেন্ট-রে ভালা পাই
২৬|
১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৮
নুসরাত জাহান যুথি বলেছেন: নতুন এবং দারুন একটা জিনিস শিখলাম। পি এন্ড পি। মানে প্লাস ও প্রিয়তে।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৫
নাজিরুল হক বলেছেন: পি এন্ড পি , ![]()
২৭|
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৯
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
নাজিরুল দিকি অনেক উন্নতি হইছে।
আগে দিতা ক্রাকের কবর একন দিতাছো টরেন্টের কবর।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১২
নাজিরুল হক বলেছেন: হ, অবস্থার পরিবর্তন হইছে আরকি।
২৮|
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: টরেন্ট কি? এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয়? ![]()
২৯|
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪
গৌতম রায় বলেছেন: আরেকটি সফটওয়্যারের খবর দিই। লাইমওয়্যার ব্যবহার করুন। ইউটরেন্ট বা এগুলোর চেয়ে অনেক বেশি স্পিড পাবনে। কোনো সেটিংস বদলাতে হবে না। কিচ্ছু করতে হবে না। খালি ইনস্টল করবেন আর ডাউনলোড করবেন।
বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা উইন্ডোজ-লিনাক্স দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়। লিনাক্সের জন্য আরেকটি গুরু টরেন্ট সফটওয়্যার আছে- ভুজ। এটাও দেখতে পারেন।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৩
নাজিরুল হক বলেছেন: আমি এটা আগে ব্যাবহার করতাম, এখন আর করি না। লাইম ওয়ার টাইপের সফটওয়ার চাইলে আমি আরিস ব্যাবহার করি।
৩০|
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৭
গৌতম রায় বলেছেন: কেন, এটার সমস্যা কী? আমার তো মনে হয়েছে, ইউটরেন্টের চেয়ে তো এর স্পিড অনেক বেশি। আপনি কি কোনো সমস্যা পেয়েছিলেন?
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫২
নাজিরুল হক বলেছেন: না সমস্যা পাইনি, কিন্তু আমার কাছে লাইমওয়ার কেন জানি ভাল লাগে না। আর স্পিড এর কথায় আসলে বলতে হয় উভয় টাকেই সমান পাওয়া যায়।
৩১|
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৫
নিহন বলেছেন: Click This Link
৩২|
২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫১
রিফাত হোসেন বলেছেন: *+
৩৩|
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৭
ডা. সৈকত বলেছেন: ধন্যবাদ, গুরুত্বপূর্ণ পোস্ট। + দিলাম।
৩৪|
০৩ রা মে, ২০০৯ সকাল ৯:০১
শরৎ চৌধুরী বলেছেন: কষ্ট হইছে অনেক, ভালা পুষ্ট। থ্যাংকু।
০৭ ই জুন, ২০০৯ রাত ২:৫৮
নাজিরুল হক বলেছেন: থেংকু ![]()
৩৫|
১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৪৫
কাঙাল বলেছেন: পেলাস
৩৬|
০৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৭
জুনায়েদ হাসান বলেছেন: সব থেকে দুঃখ লাগে যখন দেখি ডাওনলোড হয় ৩ কেবি আর আপলোড হয় ১২ কেবি!!!
০৭ ই জুন, ২০০৯ রাত ২:৫৭
নাজিরুল হক বলেছেন: একটু সেটিং করে নিলে আপনি আপলোড স্পিড কে নিয়ন্ত্রন করতে পারবেন।
আপনি ইউটরেন্ট ব্যাবহার করে থাকলে প্রিফারেন্স এ গিয়ে Bandwidh এ মেক্সিমাম আপলোড রেট এই ৫ বা ১০ বা নিজের পছন্দ অনুযায়ী সংখ্যা বসিয়ে দিন। তাহলে এর চেয়ে বেশী আপলোড করবে না। মনে রাখবেন সংখ্যাটা সর্ব নিম্ন ১ দিতে হবে । ০ তে রাখলে ওর নিজের মন মত আপলোড করবে।
৩৭|
০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৬
তাহ্লীল আহেমদ চৌধুরী বলেছেন: ami bittorrent use kori. amar oikhane ekta warning day ja port forward korte partese na. firewall block kore rakhse.ami windows firewall off kore disi. kintu kuno kaj hoy na. ami avast antivirus use kori . aitar network sheild off kore disi tarporeo kaj hoy na. ai port forward korla naki speed valo pawa jay jeta software tay bola ase.
port forward ai jinishta ki ektu bujhay bolben?? ar problem tar solution ta ki ektu bolben pls??
(english e likhar jonno dukhito)
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:২১
নাজিরুল হক বলেছেন: ফায়ারওয়াল বন্ধ করার পরেও এই মেসেজ আসছে! ব্যাপারটা খটকা লাগতেছে। আপনি অন্য ক্লাইন্ট মানে ইউটরেন্ট বা অন্য কোন টরেন্ট সফটওয়ার ব্যাবহার করে দেখতে পারেন।
৩৮|
১৬ ই জুন, ২০০৯ রাত ৮:৩১
শ্রাবনের ফুল বলেছেন: অনেক দিন ধরে আপনার এই পোষ্টের লাহান পোষ্ট খুজতাছি... টরেন্টের জন্য আপনার জানামতে সবচেয়ে ভাল সফট কোনটা পারলে জানায়েন... প্রিয়তে +
১৭ ই জুন, ২০০৯ রাত ৩:২৬
নাজিরুল হক বলেছেন: http://www.filehippo.com/software/p2p/
উপরের লিংকে যা আছে সব গুলা ই টরেন্ট ক্লাইন্ট। কোনটা ভালা সেইটা আমি কইতে পারুম না। তয় যদি আমারে জিগান তাইলে আমি কমু, ইউটরেন্ট ইউজ করি।
৩৯|
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৯
জনৈক আরাফাত বলেছেন: ![]()
৪০|
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০
চিরসবুজ-মানব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালই কাজে লাগছে। আপনার কাছে চির কৃতজ্ঞ!
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২
নাজিরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪১|
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১
ঘাসফুল বলেছেন: প্রিয়তে রাখলাম ![]()
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২
নাজিরুল হক বলেছেন: থেংকু।
৪২|
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৭
মানুষ বলেছেন: জনগুরুত্বপূর্ণ পুষ্ট
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৩
নাজিরুল হক বলেছেন: ![]()
আমি তো সর্বদা গুরুত্ব পূর্ন কাজে নিয়োজিত। একই কমেন্ট ২বার হইছে বইলা ১টা ডিলেট মারছি।
৪৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৪
ঊনমানুষ বলেছেন: মজিলা ফায়ারফক্স দিয়ে টরেন্ট নামাতে-
Mozilla Firefox দিয়ে Torrent File ডাউনলোড
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৪
নাজিরুল হক বলেছেন: হুম... ভালো।
৪৪|
০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭
ইপক বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৭
নাজিরুল হক বলেছেন: ওয়েলকাম।
৪৫|
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১
সীমানা ছাড়িয়ে বলেছেন: দারুন পোস্ট।
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫
নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ।
৪৬|
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৯
সীমানা ছাড়িয়ে বলেছেন: দারুন। শোকেসে রেখে দিলাম।
৪৭|
১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৯
নার্ডী বয় বলেছেন: চমৎকার পোস্ট।আপনি খুব সহজ সাবলীলভাবে বুঝিয়েছেন এতে করে যে কেও বুঝতে পারবে।আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং প্রিয়তে।
১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৫
নাজিরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪৮|
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৫৬
টেকি মামুন বলেছেন: ভাই মনের ভীতর থাইকা ধন্যবাদ ।এতদিন নেট ব্যবহার করি ।কিন্ত এই একটা ব্যাপার আপনার পোস্ট পড়ার আগে ক্লিয়ার ছিলনা।এখন মওটামুটি ক্লিয়ার।ধন্যবাদ ভাই
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
নাজিরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪৯|
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৭
টিনটিন` বলেছেন: পি এন্ড পি ![]()
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
নাজিরুল হক বলেছেন: ![]()
৫০|
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কট্টিন+++
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭
নাজিরুল হক বলেছেন: থ্যাংস
৫১|
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩
মাহিন আহমেদ বলেছেন: জট্টিল। ++++++++ ![]()
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭
নাজিরুল হক বলেছেন: ![]()
৫২|
২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
ছায়ার আলো বলেছেন: টরেন্ট একটা আজীব জিনিষ...
মাঝে মাঝে ৭/৮ টা peer থাকলেই অনেক স্পিড উঠে...আবার মাঝে মাঝে ৫০০ এর উপরে সিড থাকলেও স্পিড ২ কেবি ৩ কেবি থাকে ![]()
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭
নাজিরুল হক বলেছেন: হুমমমম..
৫৩|
১২ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
হামিদ পায়োনিয়ার বলেছেন: Thank You Boss.
৫৪|
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:৩১
কোর আই সেভেন বলেছেন: খুব সুন্দর এবং তথ্যবহুল একটি লেখা।
আমার এই লেখাতে আপনার লেখাটির লিংক ব্যবহার করলাম।
৫৫|
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। তথ্য বহুল এবং জ্ঞানী পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
৫৬|
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৫
মুভি পাগল বলেছেন:
অসম্ভব সুন্দর একটা পোস্ট
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫২
নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ।
৫৭|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৮
নুর মোহাম বলেছেন: @মুভি পাগল বলেছেন:
অসম্ভব সুন্দর একটা পোস্ট
৫৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৪
জসীম দ্য গ্রেট বলেছেন: কাজের পোস্ট। খুব ভাল লাগল। তবে আমি জিপির ১ জিবি প্যাকেজ ব্যবহার করি। তাই আপাতত এইটার ব্যবহার করব না। তবে শীঘ্রই ওয়াইম্যাক্স নেয়ার ইচ্ছা আছে। তখন কাজে লাগবে।
পোস্ট প্রিয়তে ও প্লাস+++।
৫৯|
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩
আবদুল মুনয়েম সৈকত বলেছেন: জব্বর
৬০|
০৫ ই মার্চ, ২০১০ রাত ৯:০৭
কি।ন্তু বলেছেন: +
৬১|
২২ শে জুন, ২০১০ দুপুর ১:৪৪
মুভি পাগল বলেছেন: টরেন্ট ব্যবহার না করলে ঘুম আসেনা
৬২|
১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৪
অভিবাসী বলেছেন: পোস্ট প্রিয়তে ও প্লাস+++।
৬৩|
২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৯
রণদীপম বসু বলেছেন: প্রিয়তে রাখলাম, যদিও আমার নেট-লাইন দিয়ে তা ব্যবহার করা যাবে না।
ধন্যবাদ।
৬৪|
১১ ই আগস্ট, ২০১০ রাত ২:০৪
মুভি পাগল বলেছেন: এতদিন পরে উত্তর দেন কেন?
৬৫|
১৩ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:২৩
অর্ণব আর্ক বলেছেন: মামু জট্টিল অইচে.. দেখি কয়কান পেলাচ দেবা যায় ......++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৬৬|
১৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৮
কাউসার রুশো বলেছেন: Torrent কি : P2P ফাইল শেয়ার ।
P2P কি : Peer 2 Peer .
Peer কি : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।
Seeds কি: যে আপলোড করে।
Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।
Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।
এগুলানই জানতে চাইছিলাম ![]()
৬৭|
১৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৮
আব্দুল্লাহ-আল-মামুন শামীম বলেছেন: ধন্যবাদ
৬৮|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৬
অপাপবিধ্য বলেছেন: thanks for the information
৬৯|
২৬ শে মার্চ, ২০১২ রাত ১১:০০
বুদ্ধিমান একটি ছেলে আমি বলেছেন: ভাই একটু সাহায্য করেন [link|http://www.somewhereinblog.net/blog/buddhimanami/29565990|View this link]
৭০|
২৬ শে মার্চ, ২০১২ রাত ১১:০২
৭১|
০১ লা মে, ২০১২ দুপুর ১:২৩
শখের গবেষক বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।
৭২|
২৩ শে মে, ২০১২ দুপুর ২:৪৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কাজের পোষ্ট
+++++++++++++++++
৭৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
নীল সময় বলেছেন: THANKS!!
৭৪|
১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
আরজু পনি বলেছেন:
যার কাছ থেকে শিখলাম তারে প্লাস দিতে পারলাম না। এখন আরেকজনের পোস্ট প্রিয়তে নিতাছি ! সত্যিই দুনিয়াটা কতো আজব ! ![]()
৭৫|
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪১
মুরাদ পাভেল বলেছেন: ভালো লাগল
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৮
রাতমজুর বলেছেন: