![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবর্তনী
অবিমিশ্র আঁধার থেকে হঠাৎ উদ্বোধন ,
চোখ ঝলসানো আলোয় কিংকর্তব্যবিমূঢ় ।
নিগূঢ় বিস্ময়ে , ক্ষণকাল পরে
কম্পমান সমীরণ অভ্রভেদী চিৎকারে ।
তারপর বহুকাল পরে
কৃষ্ণপক্ষ চাঁদের আলোয় শরীরে ধরে নেশা
প্রত্যাশাও ভর করে মনের গভীরে ।
এভাবে কাল্পনিক সময় কিছু কেটে যায়
মরে যায় কতিপয় নক্ষত্র ।
বৃদ্ধ পাতারা ঝরে পড়ে , পচে মিশে যায়
প্রথিত শিকড়ে ।
জীবনের গাছে গাছে সূর্য আবারও ওঠে ,
ক্রমে , পুনরায় গর্ভবতী হয় জীবন ,
আর মধুময় মনে হয় নববধুর কায়া ,
মায়া অপসৃত হয় অক্ষিগোলকে ।
তারপর, তন্দ্রাচ্ছন্ন পৃথিবীতে
স্বপ্নিল আবেশে আচম্বিতে
একদিন থমকে দাড়াতে হয়
লোমশ অন্ধকার মাকড়শার পশ্চাতে ।
তার অপতন ছন্দে ,তার অবিরাম শৈল্পীকতায়
কুহেলিকাময় কুহকজাল বিস্তার লভে চিন্তার জটিল জঙ্গলে ,
জাগে সংশয় ,
নিমেষে হারায় নিজেকে , নিমেষে ফিরে পায় ,
বিভীষণ সময় বয়ে যায় ,
ভেসে রয় মহাকাল মনোকনীনিকায় ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
নাজমুল ইসলাম সজল বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
ধমনী বলেছেন: জটিল শব্দের সংমিশ্রণ হলেই কবিতা মানোত্তীর্ণ হয় না। লিখতে থাকুন। আরো ভালো হবে।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
নাজমুল ইসলাম সজল বলেছেন: জটিল শব্দের সংমিশ্রণ ছাড়া আর কোন সমস্যা আছে কি? যদি না থাকে তাহলে সুধীন্দ্রনাথ দত্তের কবিতার ক্ষেত্রেও কি এ কথা প্রযোজ্য ?
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
ফ্রাঞ্জ কাফকা বলেছেন: শব্দচয়নে একটু সতর্ক হলে ভালো হত আশা করা যায়