![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুধাময় প্রভা
আরুদ্ধ নয়নে হেরি যে আধাঁর
কলঙ্ক লেপনে হয়েছে তা গাঢ়,
তাহারই অন্তরে অবনি আমার
প্রাণহীন প্রানবন্ত ঘূর্ণন তারও।
আরও ঘূর্ণন আরও অক্লিষ্ট কাল খনন
বৃদ্ধ পৃথিবীতে তবু ঝরা পাতার কংকাল,
চপলা কিশোরীর মত ফসলে উত্তরাগত প্রভঞ্জণ
বনানীরাও টের পায় রিক্ততার ক্লেশ ক্ষণকাল।
গাছেদের জীবনেও আছে অবিরাম ইন্দু অরুন
চিরন্তনী যৌবন লভে তবু বসন্ত আবেশে,
চন্দ্রমার পিঠে মম চির নির্জন নিকেতন
জন্ম নিরন্তর আজো ঘামের গন্ধ ভালোবেসে।
যেখানে অমার ক্রন্দসী সেইখানে যেন
উদিবার নাই কোন অবকাশ শশী ও সবিতার,
অনন্ত ব্যাকুলতা কেন নেত্র পত্রে হেন
যেন আকাঙ্খার প্রেম নিজেকে হারিয়ে ফিরে চায় আবার।
ভালোবাসার অনুপম অনুরাগে
যেখানে লীনাঙ্গিনীর প্রদক্ষিণ ছিল অবিরত
সেইখানে একদা জেগেছিল কক্ষপথ মাথার ভিতর,
জিমুতমন্দ্রা মহানাদের আগে
অন্তরিক্ষে সহসা অশনি চমকের মত
মানসলোকে ভেসে ওঠে তবু তার আধুত ওষ্ঠাধর।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
নাজমুল ইসলাম সজল বলেছেন: ধন্যবাদ। গঠনমূলক সমালোচনা কাম্য।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২
দুঃখ বিলাস বলেছেন: ভাল লিখেচেন
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০১
বিলিয়ার রহমান বলেছেন: চালিয়ে যান!

আশা রাখছি আরো সুন্দর লিখবেন!
কবিতায় লাইক