![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আমার লেখা "শুনুন- একজন খুনী কিভাবে দেশপ্রেমিক হলো" পড়ে অনেকে সাধুবাদ জানিয়েছেন, অনেকে বিরূপ মন্তব্যও করেছেন। পুরো লেখাটাই লিখেছিলাম স্মৃতি থেকে। আজ আমার এক বন্ধু রেডিও ফ্রান্স ইন্টারন্যাশানাল (আরএফআই) থেকে প্রকাশিত ২০১০ সালের ১৬ মে তারিখের পত্রিকার লিংকটি পাঠিয়েছেন। আরএফআই থেকে জানা যায়, ঘটনাটি ঘটে ২০০৭ সালে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ঐ ঘর থেকে ৬ জন বাংলাদেশী তরুনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাদের সকলের বিরুদ্ধে পাকিস্তানীকে হত্যার অভিযোগ আনে (আমার লেখায় একজনের কথা উল্লেখ করেছিলাম)। পুলিশের ঐ রিপোর্টের ভিত্তিতে ৬ জনকেই মুতু্যদন্ডের শাস্তি ঘোষণা করে আদালত। আরএফআই সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃতু্যদন্ডপ্রাপ্ত ৬ জন বাংলাদেশীকে বাঁচাতে ১১১,৬২৭ ইউরো প্রদান করার জন্য শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দেন। উক্ত নির্দেশ মোতাবেক, আমীরাত আদালতের কাছে উল্লিখিত অর্থ পরিশোধ করার মাধ্যমে ৬ জন বাংলাদেশী মৃতু্যদন্ডের আদেশ থেকে রেহাই পায়। (আমার লেখাতে স্থানীয় বাংলাদেশীদের অর্থ সংগ্রহ যে কথাটি লিখা ছিল তা ঐ ৬ জন বীর বাঙালিদেরকে উপঢৌকন হিসেবে দেয়া হয় বলে জানতে পারলাম।)
আগ্রহী পাঠকরা আরএফআই-এর মূল সংবাদটি দেখার জন্য নীচের লিংকে ক্লিক করুন।
http://www.english.rfi.fr/node/26492
আমার লেখাটি পড়ার জন্য নীচের লিংকে ক্লিক করুন-
Click This Link
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
দখিনা বাতাস বলেছেন: ++++++