নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল মিন্টো

নজরুল মিন্টো

সাংবাদিকতা, লেখালেখি

নজরুল মিন্টো › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ ঃ সিএনএন-এর সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বাংলাদেশকে যথাযথভাবে তুলে ধরতে পারেননি

০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:১৩

গত বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রের সিএনএন টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটিতে প্রধানমন্ত্রী যথাযথভাবে বাংলাদেশকে, বাংলাদেশের পোশাকশিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলোকে যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে দর্শকদের অভিযোগ। নিউইর্য়ক থেকে স্যাটেলাইটের মাধ্যমে সাক্ষাতকারটি নেওয়া হয়। বিস্তারিত Click This Link

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:৫৪

ধৈঞ্চা বলেছেন: কিসের অভিযোগ? ঘটনা চরম সত্য, মাত্র দেখলাম ভিডিওটা...
ঘাঢ় তেরামী সব জায়গায় চলে না তা মনে হয় আমাদের প্রধাণমন্ত্রী ভুলে গেছেন। এবার আন্তর্জাতির মিডিয়া জানল মিথ্যা কাকে বলে? কত প্রকার ও কি কি?

২| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

জহির উদদীন বলেছেন: সিএনএনের সাথে চাপা মারতে গিয়া পুরা উষ্টা খাইলো হাসিনা!!

হাসিনারে সিএনএন জিগায় কি, আর হেইতে কয় কি! হে তো বোঝেই না, প্রশ্নটা কি?

সিএনএনের ক্রিষ্টিয়ানী আমানপুর জিগায়, আপনার দেশে ফ্যাক্টরী ইন্সপেকশন হয় না, মাত্র ১৮ জন ইন্সপেক্টর দিয়া হাজার হাজার কারখানা পরিদর্শনের কেমনে সম্ভব জিগাইলে হাসিনা জবাব দেয়, আমরা লেবার ল করছি! We don't depend on only ... those inspectors. তাইলে কারা করে এই কামডা? ছাত্রলীগ নি?
হেইতে কয় সাভারের রানা নাকি তার দলের না! আর সিএনএন সহ সারা দুনিয়া জানে আওয়ামী পার্টির।

৩| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

দূর আকাশের নীল তারা বলেছেন: Couple of things came into my notice from this interview:
1) At least our PM can speak in English though using some unexpected words, like, "Look", "Listen", "what did you say?"
2) Following a question, PM started telling a story, which indeed was not the answer of the question and I guess, no one at this point is interested to listen to any story;
3) Some of the statements are false;
4)Sometimes PM does not follow the question
5) PM seems overconfident about international community which could bring unexpected economic threat to the country

৪| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মির্জা জুনায়েদ বলেছেন: AMANPOUR: Surely, then, that needs to be regulated because here's the facts about this man who actually owns that company.

First of all, he was a top member of the ruling Awami party, which is your party. He was the head of the youth league of that.

HASINA: No, it is not true.

AMANPOUR: Well, that is what we're told. He was a youth leader --

HASINA: No, it is not true.

AMANPOUR: -- the youth wing -- you're saying it's not true?

HASINA: No, no, no. Wrong information --

AMANPOUR: All right.

৫| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মির্জা জুনায়েদ বলেছেন: AMANPOUR: The problem is the people have seen this and these promises before. And they don't actually say that they believe he will be fully punished. But of course, we'll wait to see how this case proceeds.

But I want to ask you about the endemic corruption in this regard, because all the reports say that he and his family basically got this building and this property by fairly nefarious means. Then because of their high and intense political connections, people just look the other way; officials don't dare confront him. He built more floors. And this was very unstable.

And furthermore, about 10 percent of members of parliament are direct owners of these kinds of factories and businesses.

Do you not have a rampant corruption problem in this regard?

HASINA: Look, you are going to other point.

AMANPOUR: No, I'm not, Prime Minister.

HASINA: The owner of this building, I told you, in 2005, they grabbed this land and built up this building. That time, the Awami was not in power. You should mind that. You should know that. And the businesses and factory owned by people, they are the business people. Any business person, if they commit any kind of crime, our government always takes action.

We are here to solve the people, not to put in the corrupt people, at least not our government. That I can ensure (sic) you.

৬| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

মির্জা জুনায়েদ বলেছেন: AMANPOUR: Prime Minister, there does seem to be a tremendous lack of transparency. And I say this because CNN has not been allowed to come into Bangladesh to report all of this. And frankly, to see all the things that you're saying, it would be good if we were allowed to do that. And nor are other international news organizations either. Your authority --

(CROSSTALK)

HASINA: I'm sorry; CNN was not allowed to come to Bangladesh?

AMANPOUR: No. No, and I would ask you right now please to change that.

HASINA: No. What did you say?

AMANPOUR: I did say that. CNN is not allowed to come to cover this story --

HASINA: No. I'm sorry.

AMANPOUR: No, ma'am --

HASINA: What did you say?

AMANPOUR: I said CNN and other international organizations have not been allowed to come to Bangladesh as journalists to cover this story. They have put very draconian conditions on (inaudible) --

HASINA: No, it is not true.

AMANPOUR: It is true.

HASINA: No, no, no.

AMANPOUR: Yes, yes, it is true.

HASINA: No, no, Bangladesh is a free country.

AMANPOUR: Ah. We were told that.

HASINA: No, listen, in our country, we have private television.

No, tell me one thing. If it is prevented, then why I am talking to you?

AMANPOUR: No, because I'm not there.

(CROSSTALK)

HASINA: (Inaudible) to talk to you.

AMANPOUR: Prime Minister, I'm not there.

HASINA: If we -- if we prevent you -- no, no. If we prevent CNN, then why I am talking to? (Inaudible). You were stopped; you don't publish it. If you mean that, that we didn't allow CNN to come to Bangladesh, then you should not publish my interview.

AMANPOUR: Well, I'll tell you what, our CNN authorities and our journalists have been told that they must sign waivers, sign papers -- and I'll read you what they've been told.

These officials say they have the right to review, confiscate (inaudible) --

(CROSSTALK)

HASINA: Listen any country, if you enter -- no, let us start -- no. I don't know about it. But yes, of course, there are some rules and regulations. Each and every country they have these rules and regulation. And everybody should follow that.

৭| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

নষ্ট ছেলে বলেছেন: এইটা কি বাংলাদেশকে তুইলা ধরার ইন্টারভিউ?
নিজের আকাম-কুকাম ঢাকতে চাইছে বিফল হইয়া উষ্ঠা খাইছে।

৮| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:০০

হ্যারিয়ার টু বলেছেন: প্রধানমন্ত্রী যথেষ্ট দৃঢ়তার সাথে জবাবটা দিয়েছেন!
এই ইন্টার্ভিউ তে যেকেউই হিমসিম খেয়ে যেতো!
স্যালুট শেখ হাসিনা!

৯| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:২৫

লেজ কাটা শেয়াল বলেছেন: কে ৩কটা স্যলুট মারে!

১০| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
মাত্র ১৮ জন ইন্সপেক্টর দিয়া হাজার হাজার কারখানা পরিদর্শনের কেমনে সম্ভব?
একথার কোন জবাব নেই।
সংগত কারনেই হাসিনা বলেছেন, কথা ঘুরাইছেন, বলছেন, আইন করছি, করতেছি।

আমানপুর ইরানের আহাম্মদিনেজাদের ইন্টারভিউও নিয়েছিলেন, এভাবে নো নো বলার সাহস হয়নি। বাংলাদেশকে দুর্বল পেয়ে একহাত নিল আমানপুর।

তবে হাসিনাও ছেড়ে দেননি! তাকে যথেষ্ঠ কনফিডেন্ট মনে হয়েছে
যথেষ্ট দৃঢ়তার সাথে জবাবটা দিয়েছেন!
এই ইন্টার্ভিউ তে যেকেউই হিমসিম খেয়ে যেতো!
স্যালুট শেখ হাসিনা!

১১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৬

আসফি আজাদ বলেছেন: সবাই যেভাবে সমালোচনা করছে আমি ভেবেছিলাম, যাহ! সব গেলো বুঝি! যারা এর আগে হার্ড টক-এ হাসিনাকে দেখেছেন আমার মনে হয় তারা একটা মোটামুটি তুলনা করতে পারবেন। এখানে সে ভালো পারফর্ম করছে। আর এত বড় ঘটনার পরে এত ছলনার পরে এর চাইতে ভালো পারফর্মেন্স আশা করা যায় না। হার্ড টকে যেমন যাওয়া উচিত হয় নাই, পারলে এইটাও আভোয়েড করা উচিত ছিল। আমরা নিজেরা কি সেইটা আমরাই ভালো জানি; এইটা বাইরের মানুষকে জানানোর মত কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.