![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমু ছিলাম, আছি এবং থাকব।
আমার পরিচিত এবং অপরিচিত কত গুলো ছোট্ট ছোট্ট ফুল আছে । এদের কিছু ছবি আমি সংগ্রহ করেছি, কারন দেখলেই আদর করতে মনে চায় । পরে ভাবলাম সবার সাথে শেয়ার করি ।
১।
এর নাম সাফি । এর কারনেই বাচ্চাদের ছবি কালেক্ট করার আগ্রহ পাইছি ।
২।
অরে বাবা এরে নিয়া বেশি কিছু বলতে পারব না ।যেই রাগ দেখায় ।
৩।
এ আবির। এখন অবস্য আবির হাটতে পারে , কিন্তু ছবিটা তোলা হয়েছিল যখন আবির হাটার জন্য আমাদের পা ব্যাবহার করত ।
৪।
ভাল থাকিশ মেয়ে । অনেক বড় হবি একদিন
৫।
এই দুজনকে দেখে মনে হচ্ছে এরা একে অপরকে পেয়ে মহা খুশি । আসলেই কিন্তু তাই ।
৬।
ও হচ্ছে বিভোর । থাক বিভোরকে আর ডিষ্টার্ব না করি । পরে না আবার খামচি খাই ।
৭।
এই আম্মুটা চানাচুর খুব পছন্দ করে ।
৮।
আয়না । মাঝে মাঝে আয়না তার বাবাকে বানর সেজে গাছে উঠতে বাদ্ধ্য করে । এবং লোকমুখে শুনেছি তখন (গাছে উঠার পরে) তার বাবা কলা এবং চিনা বাদাম খেতেও নাকি বাদ্ধ্য হয়
৯।
এই আম্মুটার নাম শিথি । আমি যখন ছোট্ট ছোট্ট ফুল সংগ্রহ করছি তখন তার বাবার কাছে যখন ছবিটা চেয়েছিলাম তিনি বলেছিলেন শিথি আজ থেকে আপনারো নিয়ে যান
তিনি দিয়েছেন আমি নিয়ে চলে এসেছি
১০।
আমি ভেবেছিলাম এটা ঊর্মির সুহা, আসলে এ পাপড়ির সুহা ।
১১।
শীর্ষ । সবার শীর্ষে একদিন এর অবস্থান হবে ।
১২।
ভাষা । এই ফেব্রুয়ারীতে ভাষার বয়স হবে এক বছর ।
১৩।
হাঁসি টা অনেক সুন্দর না ?
এ হচ্ছে স্পেশালচাইল্ড
১৪।
সাদ । এর ছবি কালেক্ট করতে আমার কাল ঘাম ছুটেছে
সাদের বাবা যখনি সাদের ছবি দেয় সেই ছবির একটা বিসাল অংশ জুরে নিজেই বসে থাকে । কি আজিবরে বাবা ।
১৫।
ইনি এখন ব্লগিং করেন ।
১৬।
কাজিন বড় ভাই কি জানি দেখাইতেছে যেই পিচ্চিটারে এও এখন ব্লগিং করে । আম্রা খুজে বের করার চেষ্টা করছি এরা কারা ??
১৭।
এর নাম অহনা । ২২ নাম্বার কমেন্ট থেকে নিয়েছি তাই বেশি কিছু জানিনা । খালি জানি পরী একটা ।
১৮।
রিমু , ঝিমু , নুহা । ২৩ নাম্বার কমেন্ট থেকে নিয়েছি ।
১৯।
চট্টগ্রামে গিয়েছিলাম ঘুরতে । পতেঙ্গায় এই ফুলটাকে দেখে তার বাবার কাছে একটা ছবি তোলার অনুমতি চাইতেই তিনি বলেছিলেন “না না আর লাগবে না । অনেক গুলো তুলেছি । আর তাছাড়া আমাদের নিজেদেরই ক্যামেরা আছে” ।
বুঝেন অবস্তা
পরে যখন বুঝাইলাম যে আমরা নিয়ে যাব নিজেদের জন্য । তখন ভদ্রলোক লজ্জা পেয়ে গিয়েছিলেন । এবং আমাদের ছবি তুলতে দিয়েছিলেন ।
২০।
এই ফুলটা গত ৫ জানুয়ারি আমাদের পৃথিবীর সদস্য হয়েছে । তাই মনে হয় এখনো তার জন্য কোন নাম বরাদ্য দেয়া হয় নি ।
২১।
সুমন ভাইরে কি আমি এমনেই গন্ডমূর্খ ডাকি ? ছবিটা দিয়া আমারে কয় আমার ভাগ্নি হৃদিতা সোনা। আরে বেটা তোর ভাগ্নি আমার কি লাগে তাইলে
যাইহোক এ আমার হৃদিতা মামনি
২২।
দোলা মনি ।
২৩।
হিয়া মনি । আমারো ভাগ্নি কমেন্ট নাম্বার ৪৭ ।
২৪।
পার্সি। অনেক কিউট , কিন্তু অনুমতি পেতে তিনদিন লাগছে
২৫।
চেহারাই বলে দেয় কত টা দুষ্ট
২৬।
কয়েক মাস আগে পৃথিবীতে আসছেন ইনি । সাদমান সিফাত ।।
২৭।
নামটাই মুহাম্মদ।
২৮।
লুবাবা । উপরে এর ছোট ভাই । দুজন ই কিউট ।
২৯।
ফুলের রানী । নামটা জানি না । পরে দিয়ে দেব । ১২৯নাম্বার কমেন্টের মাধ্যমে পাইলাম ।
=============================================
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
নিয়েল ( হিমু ) বলেছেন: যান পানি পরা দিয়া দিলাম আপনারো এরকম ছোট্ট পরী হবে
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
একপশলাবৃষ্টি বলেছেন: এক কথায় অসাধারণ ।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নিয়েল ( হিমু ) বলেছেন:
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
হোসেন শরীফ আহমেদ বলেছেন: অসাধারণ
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
নিয়েল ( হিমু ) বলেছেন:
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
আশিক মাসুম বলেছেন: সব কটাই অসাধারন ১৫ আর ১৬ তে আপনার পিক আছে মনে হয়
১ম ভাল লাগা।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
নিয়েল ( হিমু ) বলেছেন: আমারে কোন দিক থেকে আপনার কাছে মেয়ে মনে হৈল ?
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আরিফ সিদ্দিকি বলেছেন: অসাধার পোস্ট। আপনার আইডিয়াটা জটিল। তই ছেলের ছবিটাও আপনাকে দিলাম। আমার ছেলের নাম মুয়াজ হোসেন। সে বাংলাদেশী আমেরিকান।
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
নিয়েল ( হিমু ) বলেছেন: ধন্যবাদ আরিফ সিদ্দিকি ভাই আরেকটা ফুল দেয়ার জন্য আমাকে
পোষ্টে দিয়ে দেই ?
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
মেহেরুন বলেছেন: নষ্পাপ কিছু ফুলের ছবিতে অনেক অনেক ভালো লাগা রইলো ভাইয়া
++++্
আছেন কেমন?? আমার ব্লগ এ দাওয়াত রইলো গল্প করার জন্য আসবেন কিন্তু
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: হ্যা আপু বিশ্বাস করেন আর না করেন আজকে আপনাকে মনে পরেছিল । কিন্তু সময় করে উঠতে পারি নি ।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
আশিক মাসুম বলেছেন: চেতেন কে ভাই।থাকেনা অনেক সময় পোলারে মজা কইরা মেয়েদের ড্রেস পরায়
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনারে পড়াইতো ?
খিক খিক খেক খেক
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রোড সাইড হিরো বলেছেন: খুবই সুন্দর ছবিগুলো...
অট. আপনাকে আমার খুব রাশভারি মনে হত, কিন্তু এই পোস্ট দেখে আপনার সম্পর্কে আমার ধারণা বদলে গেলো...
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: এত তারাতারি ধারনা বদলানোর দরকার নাই । একটা জিনিস ধারনা করছেন সেইটা আকড়ায়া ধরেন । এত তারা তারি ধারনা বদলায়া ভুলই কর্বেন
৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এরশাদ শিকদার বলেছেন: সেরাম পোস্ট
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: কিরাম পোষ্ট ??
১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মেহেরুন বলেছেন: হায়!হায়!! তাই নাকি!! সবই মনের টান মনে করেছেন আর আমি লেখা নিয়ে হাজির
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
নিয়েল ( হিমু ) বলেছেন:
১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আশিক মাসুম বলেছেন: না মানে আপনেরে
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নিয়েল ( হিমু ) বলেছেন:
১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সবগুলোকেও চুম্মি আর আদল অনেকগুলো !
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনের প্রপিক দেইখা সপটি পুলাপাইন ডরাইছে । আমি নিজেও
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
কালোপরী বলেছেন:
কি বলিব ভাষা না খুজে পাই
সুখের অতল ঢাকে তোরে
এইটি শুধু চাই
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন:
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: এত এত সুন্দর ফুলকে অনেক অনেক আদর, মনটাই ভাল হয়ে গেল
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
নিয়েল ( হিমু ) বলেছেন:
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর! সুন্দর !!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন:
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
ভিয়েনাস বলেছেন: শিথি নামক ফুলটা আগে থেকেই চেনা । ফুল গুলো সব মাশা আল্লাহ্ সুন্দর।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
নিয়েল ( হিমু ) বলেছেন: মাশা আল্লাহ ।
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
শান্তা273 বলেছেন: সব ফুল গুলোই অনেক কিউট !!!
অনেক আদর আর দোয়া রইল ফুল গুলোর জন্য।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: আদর এবং দোয়া পৌছে যাক ।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার মামাত বোন পার্সি।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
নিয়েল ( হিমু ) বলেছেন: প্রথম যেই কমেন্ট দিয়েছিলেন টেকনিক্যাল জটিলতায় সেটা ভুল ছিল বিধায় মুছে দিয়েছি
পার্সি নামক ফুলটা অন্নেক কিউট । পোষ্টে দিয়ে দেবার অনুমতি কি পাব ?
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীতে একমাত্র বাচ্চারাই হল সবচেয়ে পবিত্র তাই এই পবিত্র দের নিয়ে পোস্টের জন্য প্লাস ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
নিয়েল ( হিমু ) বলেছেন: প্লাস পাওয়ার জন্য পোষ্ট দেই নি ।
ধন্যবাদ ।
২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: কিউট কিউট ++++++++++++
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
নিয়েল ( হিমু ) বলেছেন: বাচ্চা-কাচ্চা মানেই কিউট আলাদা করে বলার কিছু নাই ।
২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
আমিনুর রহমান বলেছেন:
দারুন পোষ্ট +++
ফুলগুলো'র জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমার জন্য ও রইল।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার জন্য বরাদ্দ ভালবাসা গুলোতো মাঝে মাঝেই পাই কিন্তু ফুল গুলোকে আপনার ভালবাসা কে পৌছে দেবে ?
২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
সিলেটি জামান বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/83706/small/?token_id=ec5b1e97235050d1f7ec4b308704d5bd
দেখেনতো ফুলগুলা কেমন...
অহনা
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
নিয়েল ( হিমু ) বলেছেন: জামান ভাই এইটা তো একটা ছোট খাট পরীর ছবি দিয়ে দিয়েছেন ।
পোষ্টে দিয়ে দেয়ার অনুমতি কি পাব ?
২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
সিলেটি জামান বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
নিয়েল ( হিমু ) বলেছেন: এরা তিনজন কি বোন ? একি রকম দেখতে !!!
পোষ্টে দিয়ে দেয়ার অনুমতি কি পাব ?
২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
মিজানুর রহমান মিলন বলেছেন: দারুন পোস্ট ! পোস্টে +
বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা পোস্ট !
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
নিয়েল ( হিমু ) বলেছেন: বাচ্চা পুলাপান রিলেটেড যেকোন কাজ ই দারুন হয় বলেই আমি মনে করি ।
২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
মিজানুর রহমান মিলন বলেছেন: আমার ছোট্ট ভাতিজী
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
নিয়েল ( হিমু ) বলেছেন: নাম কি এই পরীর ?
পোষ্টে দিয়ে দেয়ার অনুমতি কি পাব ?
২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন বাচ্চা দের পোষ্ট পাই না , মনটা ভালো হয়ে গেলো । কারন ছারাই অনেক ক্ষন হাসলাম। খু্ব ভালো লাগলো পোষ্ট । ১১ টা পেলাচ দিলাম।
গাছে উডে ঠিকাছে বাদাম খায় না ।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
নিয়েল ( হিমু ) বলেছেন: পছন্দের মানুষদের কাছ থেকে প্লাস পেতে ভাল লাগে না ।
আপনি তো জানেন পোষ্ট প্লাস , এত তম প্লাস , এত তম ভাল লাগা এই টাইপ ফালতু কথা আমার পছন্দ না । এর পরেও.........
আপনে মুড অফ কৈরা দিছেন নাইলে মজা করা যাইত
২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
s r jony বলেছেন: মন'টা ভাল হয়ে গেল,
তাই নেন +++++++++++
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: প্লাস পাওয়ার জন্য পোষ্ট দেই নি ।
ধন্যবাদ ।
২৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
শামীম আরা সনি বলেছেন: ৪,৭,১১,১২ নং কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই পড়ে আমি হাসতে হাসতে শেষ
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
নিয়েল ( হিমু ) বলেছেন:
২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
লোনলিফাইটার বলেছেন: কারা এরা?
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: জাতী হিসাবে আপনে একাই জানতে চান নাকি পুরা জাতীরে নিয়া জানতে চান কোনটা ?
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
সিলেটি জামান বলেছেন: পোস্টে ছবি দিতে পারেন, পারমিশন গ্রান্টেড
বেড়াতে গেছিলাম এক জাগায়, আমার বউ অহনার ছবি তুলেছিল। মেয়েটা আসলেই পরী
দ্বিতীয় ছবিতে দুই বোন জমজ (রিমু, ঝিমু) আর একজন বোনঝি (নুহা)।
নুহা আমার ভাগনি, আর রিমু ঝিমু আমার কাজিন
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: ধন্যবাদ জামান ভাই পোষ্টে এড করে দেয়ার অনুমতি দেয়ার জন্য
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
তারান্নুম বলেছেন: সুন্দর!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: জী সুন্দর ।
৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
নেক্সাস বলেছেন: ule ule babu
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
নিয়েল ( হিমু ) বলেছেন: :!> :!> :!> :#> :#>
৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
কালো ঘোড়ার আরোহী বলেছেন: আমার আদরের ভাগনি। গত পাঁচ তারিখ রাতে যার জন্ম।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: আদরের ভাগনি টাকে অনেক অনেক আদর
ছবিটা পোষ্টে দিয়ে দেয়ার অনুমতি কি পাব ?
৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
ফারাহ দিবা জামান বলেছেন: এত সুন্দর সুন্দর পরী কোথা থেকে এনেছ?
সবগুলো মিষ্টি পরী আর রাজকুমারগুলোর জন্য,
আদর, চুমু আর দোয়া রইল।
আর এত চমৎকার ফুলগুলো আমাদেরকে দেখানোর জন্য অজস্র ধন্যবাদ তোমাকে ভাইয়া।
অনেকক্ষন থেকে দেখছিলাম।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
নিয়েল ( হিমু ) বলেছেন: ছোট্ট ছোট্ট বাবুদের এমনেই অনেক ভাল লাগে । এর মদ্ধে প্রথম যেই ছবিটা দিয়েছি এইটা এত মজার একটা পিচ্চি যে এর প্রতি মুহুর্তের ছবি সংগ্রহে রাখার ইচ্ছা হল । তখন একটা নেশার মত হয়ে গেল বাচ্চা বাচ্চা এই জিবন্ত পুতুল গুলোর ছবি সংগ্রহ করার । ভার্চুয়াল বন্ধুরাও সংগ্রহের জন্য সহায়তা করলেন এই
সবগুলো মিষ্টি পরী আর রাজকুমারগুলোর .......... :!> :!> :!> :!> :#> :#> :#>
৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
নিয়েল ( হিমু ) বলেছেন: রিপোর্ট করেছি কি খালি ? গত রাত থেকেই গদাম দিয়েছি বদমাইশটাকে ।
কমেন্ট ডিলেট তো কর্ছেই শেষে ঠেলা সামলাইতে না পাইরা ব্লক কর্ছে
অঃটঃ এই এনিমেটেড পিক টা কেমনে দিলেন ?????
৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
যুবায়ের বলেছেন: সব সোনামনিদের ছবির চমৎকার কালেকশান....
পোষ্টে পিলাচ+++++
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার জন্যইতো দেরি হল
৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
যুবায়ের বলেছেন: শিথি মামনি আমার পুর্ব পরিচিত। ব্লগার আবূশিথি ভায়ের মেয়ে। সকল সোনামনিদের জন্য শুভকামনা রইলো এবং উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
নিয়েল ( হিমু ) বলেছেন:
৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
শার্লক বলেছেন: মাশা আল্লাহ ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: মাশা আল্লাহ ।
৩৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছয় নম্বর ছবির বিভোর ত আমাদের মোর্শেদ ভাইয়ের ছেলে। কোথায় তুলছেন ছবিটা চমৎকার হয়েছে। অবশ্য সবগুলো ছবিই চমৎকার।+++++
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: এই জবাব মোর্শেদ ভাই অথবা জুঁথি আপু দিতে পারবেন । আমাকে মেইল করে পাঠিয়েছেন ছবিটা
৪০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমার ভাগ্নি হৃদিতা সোনা। ছবিটা আমাদের গ্রামের বাড়িতে তোলা। সে কিন্তু এবার স্কুলে ভর্তি হয়েছে।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: হৃদিতা সোনা টুনটুনের ছবিটা পোষ্টে দিতে পারব ?
৪১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:#>
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
নিয়েল ( হিমু ) বলেছেন:
৪২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অবশ্যই। কোনো প্রব নেই।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
নিয়েল ( হিমু ) বলেছেন: দিছি মিয়া
সময় মত দেন না
৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
মিজানুর রহমান মিলন বলেছেন: ১৪নং ছবিটি আমার পরিচিত।ব্লগার যুবায়ের ভাইয়ের ছেলে সাদ। খুব সুন্দর ও মিষ্টি ছেলে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
নিয়েল ( হিমু ) বলেছেন: মিষ্টি ছেলে সাদ ৪৬ নাম্বার কমেন্টে আরেকটা ছবি আছে দেখে নেন
৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
মিজানুর রহমান মিলন বলেছেন: আমার ভাতিজীর নাম হল দোলা। ছবিটা এড করে দিতে পারেন
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
নিয়েল ( হিমু ) বলেছেন: অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ, দিয়ে দিয়েছির্
৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
কালো ঘোড়ার আরোহী বলেছেন: হ্যাঁ, ছবিটা নিশ্চয়ই আপনি পোস্টে দিতে পারেন। (৩৩ নং কমেন্ট)
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
নিয়েল ( হিমু ) বলেছেন: অনুমতি দেয়ার জন্য ধন্যবাদ, দিয়ে দিয়েছি
৪৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
যুবায়ের বলেছেন:
থাক আর ঘাম ঝরানোর দরকার নাই!! সাদের আরেকটা ছবি দিলাম।
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
নিয়েল ( হিমু ) বলেছেন: মিয়া আপনে একটা জিনিস
এরকম জোশ ছবি কেউ রাইতে তোলে ?
৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
রাইসুল নয়ন বলেছেন: শিথি মামনি বেশী কিউটি !!
এইটা আমার ভাগ্নি- আপনারও।।
হিয়া মনি
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন: যেহেতু আপনি বলেছেন এইটা আমার ভাগ্নি- আপনারও।। তাই অনুমতির ধার ধারলাম না পোস্টে দিয়ে দেয়ার জন্য
ধন্যবাদ আমাকে আরেকটা ফুল দেয়ার জন্য
৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ফুলের জলসায় নিরব কেন কবি
ভেবে সাড়া ছিলুম যে সেই ফুল একদিন
দিয়ে মমতা ওরে শৈশব
সেথায় আমায় খুজে পাবি ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: হে মহান কবি
আপনার অপেক্ষাতেই
ছিল এই ফুলগুলো
৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অবশ্যই নিয়েল ভাই।
অবশ্যই দিতে পারেন।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: দিয়েদিয়েছি
৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
তারছেড়া লিমন বলেছেন: ভাই ভাষা হারিয়ে ফেলেছি.................ফুল গুলো খুবই হৃদয় গ্রাহী.........সব কয়টা কে আদর ও দোয়া....আমার ৩ এমন ফুলের শখ আচে কিন্তু ........ এখন পর্যন্ত ৩ জনের দায়িত্ব নিবে এমন কেউ আসেনি.....বড়ই আপচুচু....
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
:
৫১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব সুন্দরের মাঝে ১৩ আমার মোস্ট ফেব!! Awesome !!!!
++++
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
নিয়েল ( হিমু ) বলেছেন: ধন্যবাদ অলি আপনাকে । ১৩নাম্বারের বাচ্চাটাকে নিয়ে কেউ কিছু বলেন নি আপনি বলেছেন ।
আসলে ছেলেটা প্রতিবন্ধি । প্রকৃতি তাকে হাটার ক্ষমতা দেয়নি ।কিন্তু সুন্দর মুখভরা মায়াকারা হাসি দিয়েছে ।
৫২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭
মাক্স বলেছেন: মুবাইল থেইক্কা একটাও দেখতার্লামনা
দাগাইয়া রাখলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনেও মুবাইল থেইক্কা ইউজান ?
৫৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: khub valo legechhey super like
valo thakben sobsomoi
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
নিয়েল ( হিমু ) বলেছেন: আমারো khub valo legechhey
৫৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সরাসরি প্রিয়তে।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: অকে :-< :-< :-< :-<
৫৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
~*প্রভাষক*~ বলেছেন: হুম...
আপাতত মার্কড...
+++...
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন: পর্যাপ্ত উৎসাহিত হই নাই স্যার
৫নাম্বার ছবিটার একজন গার্ডিয়ান এখনো দেখলো না
৫৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
ইখতামিন বলেছেন: from google hahahahaha.........
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: আমি প্রথমে ভাবছিলাম কমেন্ট মডারেট করা
৫৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
ইখতামিন বলেছেন: সেই প্রশ্নটির উত্তর-
একজন মডুর সাথে আমার যোগাযোগ আছে.
তিনিই আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন.
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
নিয়েল ( হিমু ) বলেছেন: তবে যাই বলেন না কেন আমার কিন্তু খুব ভাল লাগছে সিস্টেমটা
৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
সর্বহারা:৭১ বলেছেন: খুব সুন্দর ছবি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
নিয়েল ( হিমু ) বলেছেন: আমারো তাই মনে হয়
৫৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
রাইসুল নয়ন বলেছেন: চাচাতো ভাই, ব্যাপক দুষ্ট !!
আমার চাচী ওরে সামলাইতেই পারেনা !!
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার দেয়া ফুলের ছবি গুলো আমি আপনার অনুমতি ছাড়াই দিয়ে দিচ্ছি পোষ্টে আশা করি বিষয়টা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
৬০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
জাহিদ হাসান বলেছেন:
কয়েক মাস আগে পৃথিবীতে আসা আমার কাজিন সাদমান সিফাত । পারলে পোষ্টে দিয়ে দিও নিয়েল ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
নিয়েল ( হিমু ) বলেছেন: হুমমমম । দিয়েদিয়েছি
৬১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
জাহিদ হাসান বলেছেন: THANK YOU NEYAL
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
নিয়েল ( হিমু ) বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-< :-<
৬২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
শামীম আরা সনি বলেছেন: পার্সি কে পেলে আমি অবশ্যই চুরি করবো
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: পার্সির নিরাপত্তার দায়ীত্ব আমার
৬৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
মাহী ফ্লোরা বলেছেন: তাইতো তাইতো ছোট্ট ছোট্ট ফুল!
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
নিয়েল ( হিমু ) বলেছেন: জী আপনার পুতুলটাও সুন্দর
৬৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
একজন আরমান বলেছেন:
বাচ্চা পুলাপাইন দেখলেই আদর করতে মুঞ্চায়।
আমিও কিছু তুলছিলাম। এক দেখেনঃ
Click This Link
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
নিয়েল ( হিমু ) বলেছেন: বাচ্চা পুলাপাইন দেখলেই আদর করতে মুঞ্চায়
৬৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মাক্স বলেছেন: হ আমিও মুবাইলেত্তে ইউজাই
পোস্ট ভালা হইছে। পিলাচ।
আছেন কিরাম?
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: আছি ব্লা
৬৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: একটা ফুল'কে তো আমি চিনি!!!! আমার বাপজান উনি
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনার বাপজানকে আমার ছালাম পৌছে দিয়েন
৬৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
আরজু পনি বলেছেন:
ফুলের আইডিয়াটা বেশ লাগলো।
সবগুলো ফুলের জন্যে আদর আর দোয়া রইল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
নিয়েল ( হিমু ) বলেছেন: সবগুলো ফুলের জন্যে আদর................. :!> :!> :!> :#> :#> :#>
৬৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
জুন বলেছেন: কি কিউট বাচ্চাগুলো সত্যি এক একটা যেন ফুল
আমার তিনমাস বয়সী এক বোনের মেয়ে ঠাকুরমা ঝুলি পড়ছে উপুর হয়ে :!>
সুন্দর একটি পোষ্টে প্লাস হিমু
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন: সো কিউট একটা ফুল
পোষ্টে দিয়ে দেয়ার অনুমতি কি পাব ?
৬৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
শায়মা বলেছেন: ফুলদের ছবি দেখে আমি মুগ্ধ!!!
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন: আমিও মুগ্ধ!!!
৭০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
অবচেতনমন বলেছেন: অসাধারন পোষ্ট
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
নিয়েল ( হিমু ) বলেছেন:
৭১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
shfikul বলেছেন: +++++
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
নিয়েল ( হিমু ) বলেছেন:
৭২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
অনিমেষ রহমান বলেছেন: সব গুটু গুটু বাবু।
র্যাংকিং করলাম না; সবগুলোই মাশাল্লাহ!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: সবগুলোই মাশাল্লাহ!
৭৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
এম হুসাইন বলেছেন: অসাধারণ একটি ফটো ব্লগ ব্রো!
এত সুইট বেবি গুলো...... আদর করতে ইচ্ছে করে......।।
কবে যে বাবা হবো...
পোস্টে ++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: আদর করতে ইচ্ছে করে.....?? :!> :!> :!>
একটু খেয়াল কৈরা
৭৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ইখতামিন বলেছেন: হিমু. আমি ভালো নেই.
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
নিয়েল ( হিমু ) বলেছেন: কৈছি তো আপনার জিনিস আপনারি থাক । আমি আর ইউজামু না
৭৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
রাইসুল সাগর বলেছেন: সব গুলা বেবি অনেক কিউট।
ছবি ব্লগে +
ভালো থেকো হিমু শুভকামনা।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
নিয়েল ( হিমু ) বলেছেন:
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার রম্যে।
৭৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
আফিফা মারজানা বলেছেন: মুহাম্মাদরে মাইর দিতে মন চায় ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন: বেশি মাইর দিয়েন না কিন্তু ।
৭৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
কালোপরী বলেছেন: কিরে দাদা ব্লগে থাকিস আমার বাড়িতে আসিস না এটা কেমন কথা ??
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: গিয়েছিলাম তো
৭৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
হিমু71 বলেছেন: nice
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: ওয়েলকাম
৭৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
জাকারিয়া মুবিন বলেছেন: আমার একটা ছোট্ট ফুল আছে।
পারলে এড কইরা দিয়েন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাই অনেক ধন্যবাদ । আমি এড করে দিয়েছি
৮০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চরম হইছে....... সুপার লাইক.......
দেখি আমার পিচ্চিটার ফটো দিতে হইব.....।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
নিয়েল ( হিমু ) বলেছেন: অবস্যই আপনার পিচ্চিটার অপেক্ষায় থাকলাম । অগ্রীম অনুমতি চেয়ে রাখছি পোষ্টে দেয়ার ।
৮১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
জাকারিয়া মুবিন বলেছেন: রানী হবেনা, রাজপুত্র হবে।
ও আমার ছেলে, নাম "সাদাত জাকি"।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: রাজপুত্র?????????
আমিতো যেটা ভেবেছি সেটাই লিখেছি ।
আর ফুলের রানী যেমন যায় ফুলের রাজপূত্র তেমন যায়না আসলে
সাদাত জাকি অন্নেএএএক বড় হবে একদিন দেখবেন । ফুলের মত হবে তার জীবন ।
৮২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
ইখতামিন বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন: এমনে চান কেন ডরলাগে তো ।
৮৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আলতামাশ বলেছেন: সব শিশুর সুন্দর (কার উক্তটা যেন চুরি করলাম)
আমার বাচ্ছা হইলেও এই পোস্টে ছবি দিমুনে ইনশাআল্লা। সেটা দশ বছর পরেই হোক বা পনের
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
নিয়েল ( হিমু ) বলেছেন: দিয়ে যাইও ছবি । পোষ্টে দিয়ে দিব ।
৮৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ইখতামিন বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
নিয়েল ( হিমু ) বলেছেন:
৮৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
ইখতামিন বলেছেন: boro kosto paiyasi
(
(
(
(
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
নিয়েল ( হিমু ) বলেছেন:
৮৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
গুরুমিয়াঁ বলেছেন: অসাম কালেকশান ++++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
৮৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
শ্রাবণ জল বলেছেন: এত গুলা এঞ্জেল এক সাথে!!
অনেক কিউট বেবি গুলো।
আয়না শিথি আর আবির কে খুব পছন্দ হইসে।
বিভোর কি আমাদের একটু স্বপ্ন ভাই এর??
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: জী এঞ্জেল গুলো এক করার চেস্টা করেছি মাত্র
হ্যা বিভোর মোর্শেদ ভাইয়ের ছেলে
৮৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
গোলাপ ভাই বলেছেন: প্রতিটি গোলাপের জন্য গোলাপ ভাইয়ের ভালোবাসা রইল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
৮৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
একজনা বলেছেন: পৃথিবী সবচেয়ে পবিত্রতম মুখগুলো। ফুলগুলোর জন্য অনেক ভালোবাসা আর আদর রইল।
আমার আব্বাজানের ছবিখানাও এড করার লোভ সামলাইতে পারলাম না
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে আরেকটা ফুলের ছবি দেয়ার জন্য । এইটাও পোষ্টে দিয়ে দিব
৯০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন কালেকশন তো.....
অনেক ভাল লাগলো +++++
ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
জেমস বন্ড বলেছেন: আয়না কে বেশি ভাললাগছে
।
।
।
ইসসস আমি কবে বিয়া করুম , আমার ও এরকম ছোট্ট পরী চাই
আইডিয়াটা চমৎকার আমি ও উডামু কিছু ফডু