![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণিমায় উদ্ভাসিত কোনো এক মেঘলা রাতে
শর্তহীন ভালোবাসার মেতেছিলাম আমরা,
এয়ারপোর্ট টু ধানমন্ডি...
কোনো এক বিক্ষিপ্ত বৃষ্টির বাতাসে
তুমি বলেছিলে মনের সেই ক্ষতের কথা
সোডিয়াম বাতি নিঙ্গড়ানো আলোতে
পাগলের মত খুঁজেছিলাম তোমায়।
তারপর?
তারপর আমার আশার দিন ফুঁড়ালো,
৩:০১ মিনিটের সেই বাতাসের মত করেই
হারিয়ে গেলে বহুদূরে,
আর...
পাড়ার মসজিদে ঘোষণা হল
আমার মৃত্যু সংবাদ।
©somewhere in net ltd.