নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

মধ্যম আয়ের দেশ কি আসলেই হচ্ছি আমরা?হলেই বা জনগণের লাভ কি হবে?

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০১

শুরুতেই ধন্যবাদ জানাই মাননীয় দেশনেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশকে উন্নয়নের এতটা সূর্য শিখরে নিয়ে যাবার জন্য।সব হিসাব নিকাশ যদি ঠিক থাকে ২০২৪ সালের মধ্যে আমরা একটি মধ্যম আয়ের দেশ হবো।এটাই সত্যিভ।আনন্দের খবর কারণ আমাদের মাথাপিছু আয় বাড়বে, দেশে আরো বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে।আমাদের সাধারণ মানুষের জন্য এটাই অনেক খুশির খবর।
এইতো গেলো আনন্দের কথা, এবার আসল কথায় আসি, মাথাপিছু আয় বাড়লেও আমাদের জনগণের আয় বাড়ে না,কেননা পুঁজিবাদীরা তাদের পুঁজি বাড়াতেই ব্যস্ত। এদেশে কর্মসংস্থান বাড়ে, তার সাথে দ্রব্যমূল্য বাড়ে কিন্তু জনগণের আয় বাড়ে না এই পুঁজিবাদের চালাচালির কারণে।তারপর আছে দুর্নীতি, এর মাত্রা এতই প্রকোপ যে একটা উদাহরণ দেই।আমার বাবা ৮০'র দশকে চট্টগ্রাম কাস্টমসে চাকরি করতেন। সেখানে ঘুষ আদান প্রদান এতই বেশি যে বাধ্য হয়ে বাবা ঢাকায় চলে আসেন শুধু সৎ থাকবেন বলে।
আজ বাবা মারা যাবার পর বাবার পেনশন তুলতে গেলে তো ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, উপরন্তু নানা হয়রানি তো আছেই।তো কি লাভ হলো এতটা দেশকে ভালোবেসে?

আসল কথায় আসি।দুনিয়ার জীবন একটাই।সৎভাবে আর অসৎভাবে,যেমনেই কাটান, কেটে যাবে।কিন্তু সৎভাবে কাটাইলে একটাই লাভ।আত্মসন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে যেতে পারবেন।আর আমাদের এই সোনার বাংলা শুধু মধ্যম আয়ের দেশ না,দেখবেন আমরা সবাই যদি নিজ জায়গায় সত্যব্রত হই, পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী দেশ হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.