![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে যৌন নিপীড়নের বিচার হয় না,কারণ আমরা নিজেরাই যৌন নিপীড়ক। আর আমাদের নীতি হলো নিজের মা,বোন, বউ বাদে সকলেই আমাদের খাদ্য আর আমরা তার বীরত্বব্যঞ্জক খাদক।শুনতে খারাপ লাগছে?
মোটেই না।আপনি বলবেন আমি জীবনে কাউকে ছুঁইও নি। অথচ যদি বুকে হাত দিয়ে সত্য কথা বলতে দিলে দেখা যাবে, প্রায় অধিকাংশ হাত দিয়ে ছুঁতে না পারলেও চোখ দিয়ে গিলে খেয়েছে।সমস্যা কি?আমার মা বোন তো না।আমাদের ছেলেপেলে ছোটবেলায় নীতিবিদ্যা শেখার আগে চটিবিদ্যা শিখে ফেলে সমস্যা এইখানে।এত তাদের দোষের চেয়ে পারিপার্শ্বিক কিংবা পরিবারের দোষ কোনো অংশে কম না।ছোটদের কথা পরে বলি,আমাদের বড় ভাইরা আমাদের Rag হিসেবে চটি পড়তে দেয়,বিভিন্ন অঙ্গভঙ্গি দিতে বলে,সেখানে ছোটরা এগুলা শিখতে পাবে তা অস্বাভাবিক কিছু না।এক বড় ভাই সাস্টে ভর্তি হইছে আর সাস্টের Rag নাকি ভয়ংকর।ভাইরে বললাম, ভাই কি দিলো আপনারে কন? ভাই তার এক সিনিয়ররে গালি দিয়া কইলো 'শালার পুতে, তার গার্লফ্রেন্ডের দেহের গঠন লইয়া দশটা কমেন্ট করতে কইছে আর তহন তার গার্লফ্রেন্ড আমগো সামনে ছিল।কতটা নীতিহীন হইলে আমরা এসব পারি আর কতটা কষ্ট থেকে একটা জুনিয়র তার সিনিয়ররে গালি দেয়।
ইন্ডিয়ার ধর্ষণ আধিক্যের কারণে মুম্বাইয়ের সেই বীর্যবান ছেলেদের নিয়ে কে জানি বলছিল, worst than beast. কারণ ওই বেজাতদের কাছে যারা নিজের মা বোনও রক্ষা পায় না।আমাদের অবস্থাও সেই একই পথেই তো যাইতেছে।১০ বছর বলেন আর ৮০ বছর,প্রত্যেকটা ছেলে একটা কইরা মলেস্ট হইতেছে, হাত দিয়া খাইতে পারে না তো কি,চোখ দিয়া গিল্লা খাবে।একটা উদাহরণ দি,এক চাচা তার মেয়েকে নিয়ে বের হইছে, এলাকার ছেলেগুলা তার মেয়েরে নিয়ে বাজে মন্তব্য করায় তার কি শাসানি অথচ ওই ব্যাটাই পাড়ার মোড়ে দাঁড়াইয়া তা্ মেয়ের বয়সের আরেক মেয়ের দিকে নিচু দৃষ্টিতে তাকায়।এই হইলো নীতি।হায়রে।কারো দোষ দিব বলেন তো।দেশে যদি এখন বলে ১ঘন্টা ধর্ষণ ঘন্টা ঘোষণা করা হলো, এর মধ্যে কেউ বাঁধা দিতে পারবে না আর যা হবে তার বিচারও হবে না,লিইখা রাখেন ১কোটি ব্যাটা ধর্ষণ করতে বাইর হবে। কারণ তারা এতদিন চোখ দিয়ে গিল্লা খাইত কারণ হাত বাঁধা। সুযোগ পায় নাই তাই কিছু করতে পারে নাই।
আর বিচার?হাইসা দেই দাঁড়ান।এ দেশের যারা কয়দিন পরে দেশ চালাবে তারাই ৭ই মার্চে জয় বাংলা বলার সাথে মেয়েদের মলেস্ট করে।গায় হাত দেয়।একটা মেয়ে বলছিল,যে দেশে জয় বাংলা বলে ওরা মলেস্ট করে সে দেশে আমি থাকবো না, কতটা কষ্ট পাইলে সে দেশ ছাড়ার কথা ভাবতে পারে একবার ভাবেন তো।আর আসলেই এই নোংরামি যারা করে,জয় বাংলা বলে যখন সে একটা নারীর ওড়না টান দিবে,সে যদি ক্ষমতা পায়,তাইলে সে দেশে বিচার আর হবে না,বিচারের আশা করাও বৃথা।
এইতো গেলো সাধারণ পারিপার্শ্বিকের কথা। আমরা আমাদের নিজের মা বোন প্রেমিকা কাউরেই ছাড়া পাইতে দিতেছি না।কলেজ জীবনের শুরুর দিকে এক ফ্রেন্ডের সাধ জাগছিল একবার প্রেম করবেএবং যে মেয়েকে ভালো লাগছে তাকে নিয়ে আরেক ফ্রেন্ডের মন্তব্য "কি পাইছোস মাইয়ার মধ্যে?ফিগার দেখছস?বালের পছন্দ তোর।এই হলো আমাদের অবস্থা।সৃষ্টিকর্তা কতটা নিরাশ হলে আমাদেরকে এই মেন্টালিটির জন্য ধসায়া দিবেন জানিনা,তিনি অনেক দয়ালু বলে আমরা এখনো ধ্বংস হয়ে যাই নাই। এই প্রত্যেকটা ধর্ষণ মামলার বিচার সম্ভব।আগে নিজের বুকে হাত দিয়ে যদি আমরা সবাই বলতে পারি 'আমরা যৌন নিপীড়ক নই'।
©somewhere in net ltd.