![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিশ্রান্ত কোনো তপ্ত মনের মাঝে
কিংবা সাইরেন বাজানো কোনো মনের দোটানায়,
জীবনের প্রতিটি আঁকেবাঁকে
কি অপরূপ এক প্রতিচ্ছবি তুমি..
কি বলা যায় বলো তো?
কি সম্ভাষণে ভূষিত করলে সার্থক হবে তোমার রূপ?
কি পরিব্যাপ্তিতে ছড়িয়ে দেয়া যাবে তোমার মানসিকতা?
তোমার অভিপ্রায় কিংবা তোমার ব্যঞ্জন,
দুটোই তো দোটানায় ফেলবে সব পুরুষ সত্ত্বাকে-
তোমার চুলের স্নিগ্ধতায় পাগল হবে তার মন।
এই সৌন্দর্যকে কি বলা যায় চিত্ররূপময়
বলা যায় অস্ফুট তারুণ্য কিংবা অপরূপ সৌন্দর্য।
জানি কোনো অভিব্যক্তিই নয় তোমার তুল্য,
সব অপঘাতে তুমি বেঁচে রবে, প্রতিদান তার অমূল্য।
©somewhere in net ltd.