নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সংজ্ঞায়ন

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

ভালোবাসার কি কোন সংজ্ঞায়ন আছে?
হয়ত আছে।সপ্তর্ষি মেঘে কোন এক তপ্ত বিকেলে
হয়তো সাহস করে হাতের পাশে হাত রাখাটা ভালোবাসা।
হয়তো গভীর রাতে হাতটা অনুভব করে
মনের মাঝে চিৎকার করে বলা 'ভালোবাসি'
আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না
কোন জাত হয় না,স্পেসিফিক ক্লাসিফিকেশন হয় না।
ভালোবাসা তো ভালোবাসার জন্যই।
যেটা বুঝা যায় না,বানান ভুল হোক
কিন্তু ভেতর থেকে কী এক অজানা আকর্ষণ যদি টানে
অজানা কোন এক আকর্ষণ যদি আঁকড়ে ধরতে চায়
অন্য মানুষটাকে যদি ভালো রাখতে ইচ্ছে করে
তবে সেটাই ভালোবাসা।
কিন্তু আমাদের ভালোবাসাটা এমন কেনো বলো তো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.