![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানকালের পোলপানের সবচেয়ে বড় চুলকানির নাম হইলো সিম্প্যাথি।কারো চুল পড়ছে বা ন্যাড়া হইছে মাথা,লিখতে লিখতে পেন্সিল হইছে ভোঁতা কিংবা নুন থেকে চুন খসলে সেটা ফেসবুকে পোস্ট দিতে হবে কিংবা ইনবক্সে কাউকে বলতে হবে আর যাই হোক না কেন সেটা খারাপ বা ভালো,যাকে বলছে তার আফসোস করে বলতে হবে, আহারে যা হইছে অনেক খারাপ হইছে।কিছু হবে না বাবু,সব ঠিক হয়ে যাবে।নয়তো ইমোশনের ঠিকমত দাম দেয়া হবে না।এইযে এই মানসিকতা,একটু সিম্প্যাথি পাবার আশায় পোলাপান এখন ডিপ্রেজড হয়,কিছু না হইলেও বলে আমার মাথা ব্যথা,কলমের শেষ হইছে কালি,বাসায় কেউ নাই,আমি একা,পুরাটা খালি ইত্যাদি ইত্যাদি।
আবার এখানে একটা কথা আছে। এইযে ডিপ্রেশন, এইযে সিম্প্যাথি পাবার ইচ্ছা, এটা সবসময় তারা অপোজিট জেন্ডার থেকে পাইতে চায়,যদি সেটা না পায় তবে আবার ডিপ্রেশন। তখন অবশ্য সান্ত্বনা দিতে পাওয়া যায় একদল বন্ধুসমাজকে,তারা বলবে "সমস্যা নাই দোস্ত,এটা পাত্তা না দিলে অন্যগুলা দিবে, সমস্যা নাই। আর এ আশাতে সেই বাবাজি সব দরজায় টোকা দেয়,যেটা খোলা পাবে সেটায় ঢুকে যাবে।আমার পরিচিত একজনই একই টাইমে ৪ জনরে ভালোবাসার কথা জানাইছে। ভাবছিলো কোনোটাই লাগবে না,দুভার্গ্যবশত দুইটা মেয়ে প্রপোজ একসেপ্ট করে ফেলছিল,এই যে সারছে কাম,আবার নতুন ডিপ্রেশন, আমি এখন কি করবো?
এই যে সোশ্যাল মিডিয়ার এই যুগে, আমি জানি না পুরা পৃথিবীর খবর কি,কিন্তু এই ভারতীয় উপমহাদেশের ছেলেপেলেরা নিজেদের প্রোডাক্ট বানাতে ব্যস্ত, আর তার জন্য যদি তাকে এটেনশন সিকার হতে হয়,ডিপ্রেজড দেখাতে হয় প্রয়োজনে প্যান্ট খুলে নাঁচতে হয়,তাতেও সে রাজি হবে।কিন্তু জীবন কি এটা? এভাবে মুখের মধ্যে ক্যাটরিনা কিংবা নায়ক রুবেলের মুখোশ পড়ে আর কয়দিন? মানুষের এটেনশন সিক করে,ডিপ্রেজড দেখিয়ে মানসিক বিকৃতি আর যাই হোক কোনো সুন্দর জীবন দিতে পারবে না।যদি খুব লাগে, একদম পারফেক্টলি ২-৩ জন লাইফে এনাফ,সেটা জেন্ডার ম্যাটার করে না, সেটা হইতে পারে বাবা, মা, ভাই -বোন, বন্ধু কিংবা বিশ্বস্ত কেউ যে আসলেই আপনাকে বুঝবে।আর না পাইলে নিজের এসবে ডিপ্রেশন প্রকাশ করে জীবনটা নষ্ট কইরেন না ভাই, জীবনটা অনেক সুন্দর, সত্যিই সুন্দর,সেটা কেউ থাকুক পাশে আর নাই থাকুক,আল্লাহ তো আছেই।
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১
নিয়াজফাব বলেছেন: আসলে পরীক্ষা চলছে।তাই সময় হচ্ছে না তেমন। এরপর আশা করি ঠিকভাবে ফিরবো।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৯
কাওসার চৌধুরী বলেছেন: আড়াই মাস হয়ে গেল। এখনো কেউ আপনার লেখায় কমেন্ট করেনি? অবাক হলাম। আপনার লেখার মান ভাল। ভাল লেখাগুলোতে যুক্তিপূর্ণ কমেন্ট করুন। এতে সবার সাথে পরিচিত হতে পারবেন। সেফ হতে পারবেন।
ধন্যবাদ।