নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

টিপিক্যাল বাঙালি ও অগ্রগামী কুলডুড

২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৮


অমুকের শার্টের বোতাম খোলা,অমুকের জামা দিয়া পেট দেখা গেছে, অমুকের দাঁত ব্যাকা,চোখ টেরা,ছোটবেলা থেকে এগুলার প্রতি সকলের তীব্র আগ্রহ দেখছি।নিজের কি আছে, কি হইছে সেটার খবর নাই, আরেকজনেরটা নিয়ে পড়ে থাকাই যেন সবার স্বভাব।আর শুধু দেখা বা সেগুলা খুঁজে বের করাতেই শেষ না, সেটা সবাইকে জানানো,হাসাহাসি করা, সমালোচনা করা,ফেসবুকে ছড়ানো কিছু হইলে হাজার হাজার শেয়ার দেয়া এটাই মনে হয় জীবন।ভাইরে ভাই।এগুলারে আবার তারা কুলনেস ভাবে।কার আগে কে শেয়ার দিতে পারে, কার কাছে ৮ মিনিট ১৭ সেকেন্ডের লিংক আছে, কে কার চিপায় হান্দাইছে,এগুলা হচ্ছে টিপিক্যাল স্মার্টনেস।
এমনকি কুল ডুড হইতে রোযা আসলে অতিরিক্ত হুজুর হতে হবে, কিন্তু সারাবছর করবে নাচানাচি আর সেই হুজুরগিরি বুঝাইতে জাল হাদিস লেইখা শেয়ার দিবে,দেশি কাহিনী, বিদেশি কাহিনী আর কত শত পেজ,কত শত ব্যক্তিগত পোস্ট তার হিসাব নাই। এগুলা করে তো ধর্মের কিছুই হয় না, উল্টা নাফারমানের খাতায় নাম উঠবে ১০০% সিওর।
আবার নতুন পোলাপানের নতুন লাফাঙ্গামি শুরু হইছে।আগে দেখতাম বাংলা এসথেটিক আর স্যাডেস্টিক।ভালোই লাগে।একটার লেখা আর্টিস্টিক আরেকটা হ্াস্যকর। ওমা! পোলাপান ফেমাস হবার জন্য কিংবা নিজের নিলর্জ্জলতার জন্য খুলছে বাংলা লুচুস্টিক।অশ্লীলতার কোন পর্যায়ে উঠছে, কতটা নির্লজ্জ হইছে সেটা আল্লাহ জানে।ওমা! এদের বিরুদ্ধে বলতেছি? Shit man.আমি তো আর কুল ডুড হইতে পারবো না।
ভাই ধর্ম কিংবা বাঙালিয়্ানাকে না চর্চা করতে পারেন, অন্তত বিকৃত কইরেন না।নিজের মস্তিষ্ক বিকৃত বলে ভালো মস্তিষ্ককে ধ্বংস করে কুল ডুড বানাইয়েন না।সত্যি ভাই।দেশের না কিছু স্বাভাবিক ছেলেপেলে লাগবে।কুলডুড না। মাফ করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.