নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাব২০২১

নিয়াজফাব

নিয়াজফাব › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রিয় নীল পাঞ্জাবিটা

০৫ ই জুন, ২০১৮ রাত ১:১২

একটা সময়, রাত দুপুরে
ভাবতো না কেউ আমায় নিয়ে
ভাবার তবে কেউ ছিলো না
না থাকুক তো, আপত্তি নেই।

হঠাৎ করেই আসলে মনে
ধরনা দিয়ে মনের শাখে,
ভাবতে তখন দ্বিধা হয়নি
আমায় নিয়েও কেউ তো ভাবে।

কেউ তো আমায় ভালোইবাসে
ধরতে চায়, এই দুটো হাত,
কেউ তো আছে আমায় ভেবে,
কাটায় কোনো নির্ঘুম রাত।

ভালোবেসে আমায় করে
একটু করে যত্ন খাতির,
একটু করে ভালোইবেসে
রাগটা করে মিষ্টি তিতির।

কেউ তো আমায় পাশেই চায়,
বাঁচতে চায় আমায় নিয়ে দিচ্ছে কথা,
থাকবো ঘিরে
হোক না যত দুঃখের ভীড়।

ভালোবেসে, মিষ্টি হেসে,
বলতো ওগো নীলটা কিনো,
তোমার পাশে লাল শাড়িতে,
হাঁটবো আমি নীল শতোধীর।

কথা দিয়ে, সেই সকালে
একলা হেঁটে ঠিকই এলাম,
পাঞ্জাবিটাও তোমার চেনা,
কোথাও তোমায় হয়তো পেলাম।

ঠিকই আমি নীল রংটা
বেছে নিয়ে দর্পনেতে
তোমার মুখের আবছা স্মৃতি
বললো ওগো মানিয়েছে খুব।

হঠাৎ দেখি, কেউ ঘরে নেই
তোমার শুধু চিহ্ন স্মৃতি
মনের সেই ছোট্ট কোনো
স্মৃতির পসরা সাতকাহনে,
তোমায় ভেবে লোকের ভীড়ে
কোনো এক মাঝ পথেতে
বসে ছিলাম অপেক্ষাতে,
তোমার চুলের গন্ধ নিবো
কতই ছিলাম প্রতীক্ষাতে
আসলে না তো,
বলতে আমায়-
হঠাৎ করে
মিষ্টি সুরে 'ভালোবাসি'।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৮

রাকু হাসান বলেছেন: আহ! প্রতীক্ষা ,,কবিতা ভাল লিখেন তো!

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:২৪

নিয়াজফাব বলেছেন: চেষ্টা চলছে ট্র্যাকে আসার।গতবার আবেগের বশে মেলায় বের হওয়া বই পড়ে এখন হতাশ হই।তাই এখন আগে ভালো লেখার আঁতুরঘর তৈরির ফিকির করছি।প্রেরণার জন্য কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.